Breaking





Tuesday, January 21, 2020

রসায়ন বিদ্যা প্রশ্ন উত্তর পর্ব - ১ | Chemistry Question & Answer In Bengali Part - 1

রসায়ন বিদ্যা প্রশ্ন উত্তর পর্ব  - ১ | Chemistry Question & Answer In Bengali Part - 1
প্র: প্রাচীন ভারতের কয়েকজন বিশিষ্ঠ রসায়নবিদের নাম কি?

উ: ভাগবত, নাগার্জুন, চক্রপানি দত্ত, সুশ্রুত ও চরক প্রভিতি|

প্র: রসায়ন বিদ্যায় সর্বপ্রথম নোবেল পুরস্কার পান কোন বিজ্ঞানী?

উ: জে. ভ্যান্ট হফ|

প্র: একই মৌলিক পদার্থের বিভিন্ন রুপকে কি বলে?

উ: রুপভেদ|

প্র: কোন দুজন বিজ্ঞানী নিয়ন গ্যাস আবিস্কার করেন?

উ: ইংরেজ বিজ্ঞানী রেমস  ট্রেভার|

প্র: সালফিউরিক  এসিড অম্লধর্মী না ক্ষারধর্মী?

উ: অম্লধর্মী|

প্র: মেসনকণা আবিস্কারকের নাম কি?

উ: জাপানী বিজ্ঞানী হিদেকী ই উকাওয়া|

প্র: অ্যালমুনিয়ামের প্রধান আকরিকের নাম কি?

উ: বক্সাইট|

প্র: ফসফিন কি?

উ: একটি দুর্গন্ধ যুক্ত বিষাক্ত পদার্থ|

প্র: সিলভারের ল্যাটিন নাম কি?

উ: আর্জেন্টাম|

প্র: ফেরোসোফেরিক অক্সাইড উৎপাদন করবে কি ভাবে?

উ: জিঙ্কের মধ্যে উত্তপ্ত ও লাল আয়রণকে অক্সিজেনের মধ্যে প্রবেশ করালে বিক্রিয়ার 
ফলে ফেরোসোফেরিক অক্সাইড উৎপন্ন হয়

প্র: হীরককে গ্রাফাইটে পরিণত করা হয় কিভাবে?

উ: তীব্র উষ্ণতায় বায়ুশুন্য স্থানে উত্তপ্ত করলে|

প্র: কৃত্রিম হীরক তৈরি হয় কিভাবে?

উ: কয়লার ওপর প্রচন্ড চাপ এবং তাপের মাধ্যমে|

প্র: লোহা, তামা ও হীরকের মধ্যে সবচেয়ে কঠিন পদার্থ কোনটি?

উ: হীরক|

প্র: দাঁতের মাজনে সবচেয়ে বেশি পরিমাণে কি পদার্থ থাকে?

উ: সোডিয়াম মনোফ্লও ফসফেট

প্র: MgF2 সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোন কাজে?

উ: চশমার কাঁচ প্রস্তুতিতে

প্র: খাঁটি সোনা কিভাবে চেনা যায়?

উ: নাইট্রিক Aside- এ খাঁটি সোনা গলে না | সোনাতে খাদ থাকলে ঐ খাদ নাইট্রিক Aside- এ গলে যায় এবং খাঁটি সোনা পরে থাকে|

প্র: বিভাট্রন কি?

উ: পৃথিবীর সর্ববৃহৎ পরমাণু চূর্ণকরণ যন্ত্র|

প্র: d-ব্লক মৌল গুলিকে কি নামে বলা হয়?

উ: সন্ধিগত মৌল|

প্র: কাঁচা আমের স্বাদ টক কেনো?

উ: ম্যালিক aside এর উপস্থিতির জন্য

প্র: ওজন গ্যাস কিভাবে উতৎপন্ন হয়?

উ: শব্দহীন তড়িৎক্ষরণের মাধ্যমে অনার্দ্র এবং বিশুদ্ধ অক্সিজেন থেকে ওজোন গ্যাস
উৎপন্ন হয়|

প্র: ভু-গর্বস্থ রেলপথে বায়ু শোধিত রাখা হয় কি ভাবে?

উ: ওজোন গ্যাস দ্বারা|

প্র: মিউ মেটাল’ (MU-METAL) কি?

উ: লোহা, নিকেল, কপার ও ম্যাঙ্গানিজের একটি সংকর ধাতু|

প্র: সমুদ্র জলে কোন যৌগ সর্বাধিক পরিমাণে থাকে?

উ: NaC1

প্র: সব চেয়ে সক্রীয়তম মৌল কোনটি?

উ: ক্লোরিন

প্র: ভূপাল গ্যাস দুর্ঘটনায় নির্গত গ্যাসের নাম কি?

উ: মিথাইল আইসো সায়ানেট|

প্র: পানীয় জলে আর্সেনিকের গ্রহণযোগ্যতা কত?

উ: ০.০৫ মিলিগ্রাম প্রতি লিটার|

প্র: দই থেকে কোন aside পাওয়া যায়?

উ: ল্যাকটিক aside|

প্র: কাঁকড়া বিছা ও বোলতার হুলে কোন aside থাকে?

উ: ফরমিক aside

প্র: আকোয়ারিজিয়াকে সংক্ষেপে কি বলে?

উ: অম্লরাজ|

প্র: আদর্শ গ্যাসের সমীকরণ টি লেখো?

উ: PV=nRT

প্র: প্রমাণ চাপ কত?

উ: 76 সেমি.

প্র: মিথাইল অরেন্জ এর বর্ণ কি?

উ: কমলা|

প্র: চিনি পরিশোধনের কাজে ব্যাবহৃত হয়?

উ: কলিচুণ

প্র: লেবু থেকে কোন aside পাওয়া যায়?

উ: সাইট্রিক aside

প্র: আয়োডিন কি?

উ: ধাতু|

প্র: N.T.P.-তে এক লিটার গ্যাসের ওজন কয়?

উ: 1.43 গ্রাম|

প্র: বায়ুর চেয়ে হালকা একটি গ্যাসের নাম কি?

উ: হিলিয়াম|

প্র: পাতিত জল ও আয়নমুক্ত জলের মধ্যে কোনটি বেশি বিশুদ্ধ?

উ: পাতিত জল|

প্র: প্রকিতিতে মুক্ত অবস্থাতে পাওয়া যায় এইরুপ দুটি ধাতুর নাম কি?

উ: রুপা এবং প্লাটিনাম|

প্র: পরমাণুর নিউক্লিয়াসের ব্যাস মাপার এককের নাম কি?

উ: বার্ণ|

প্র: লাফিং গ্যাস কি?

উ: নাইট্রাস অক্সাইড কে বলে লাফিং গ্যাস | স্বল্প পরিমাণে ব্যবহৃত হলে এই গ্যাস
হাসির উদ্রক করে | এই কারণেই এর নাম লাফিং গ্যাস | অজ্ঞান করার জন্য
এই গ্যাস বহুল পরিমাণে ব্যবহার করা হয়|

প্র: সালফিউরিক aside অম্লধর্মী না খার্ধর্মী?

উ: অম্লধর্মী|

প্র: একটি প্রশম অক্সাইডের নাম কি?

উ: CO

প্র: বোরিক aside কি?

উ: ক্ষীন অম্ল এবং মৃদু জীবানুশক|

প্র: সিমেন্টের প্রধান উপাদানটি কি?

উ: ক্যালসিয়াম অক্সাইড|

প্র: বোরোকোর্ জলীয় দ্রবণ ক্ষারধর্মী না অম্লধর্মী?

উ: ক্ষারধর্মী|

প্র: কাঁচা কয়লার অন্তধুর্ম পাতনের ফলে কোন গ্যাস উতপন্ন হয়?

উ: কোল গ্যাস|

প্র: সিলভারের কোন যৌগটি ফটোগ্রাফিতে ব্যবহৃত হয়?

উ: ব্রোমাইড|

প্র: জলের খরতা প্রকাশ করা হয় কি এককে?

উ: ppm

প্র: হাইড্রোজেন এর আণবিক ওজন কত?

উ: 2.016 গ্রাম|

প্র: কাঁচের গায়ে দাগ কাটতে কোন aside ব্যবহৃত হয়?

উ: Hydrofluoric Aside

প্র: একটি সেকেন্ডারী বা কৃত্রিম কঠিন জ্বালানির নাম লেখো?

উ: কোক|

প্র: ওয়াটার গ্যাস ও প্রডিউসার গ্যাসের মধ্যে কোনটি বেশি গ্রহণ যোগ্য?

উ: ওয়াটার গ্যাস|

প্র: বিটুমিনাস কয়লার একটি বিশেষ ব্যবহার লেখো?

উ: রাস্তা তৈরি|

প্র: LPG – এর পুরো নাম কি?

উ: লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস|

প্র: হাইড্রোজেন গ্যাসের উৎস হিসাবে কোন গ্যাসটি ব্যবহৃত হয়?

উ: ওয়াটার গ্যাস|

প্র: সাধারণভাবে কঠিন পিচ্ছিলকারী পদার্থ হল?

উ: গ্রাফাইট|

প্র: ঘড়ি ও বৈজ্ঞানিক যন্ত্রপাতিতে কি অয়েল লুব্রিক্যান্ট হিসাবে ব্যবহৃত হয়?

উ: পাম অয়েল|

প্র: তরল লুব্রিক্যান্ট প্রধান উৎস হল?

উ: পেট্রোলিয়াম|





No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box