Breaking





Wednesday, October 26, 2022

125+ পরিবেশ বিদ্যা MCQ প্রশ্ন উত্তর PDF | Environmental Studies MCQ Questions Answers in Bengali

পরিবেশ বিজ্ঞান গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর পর্ব ০২ | পরিবেশ বিজ্ঞান বই PDF 

পরিবেশ বিজ্ঞান গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর পর্ব ০২ | পরিবেশ বিজ্ঞান বই PDF
পরিবেশ বিদ্যা MCQ প্রশ্ন ও উত্তর
প্রিয় পাঠকেরা,
আজকের পোস্টে 125+ পরিবেশ বিদ্যা MCQ প্রশ্ন উত্তর PDFটি শেয়ার করলাম। যেটিতে পরিবেশ বিজ্ঞান বিষয় থেকে কমনযোগ্য ১২৫টি প্রশ্ন ও উত্তর MCQ আকারে দেওয়া আছে। যেগুলি আগত Primary TET, Upper Primary TET, CTET, ICDS সহ আরো অন্যান্য পরীক্ষার প্রস্তুতির জন্য ভীষণ উপযোগী হবে।

সুতরাং সময় অপচয় না করে প্রশ্নোত্তর গুলি ভালোভাবে দেখে নিন এবং নীচের দেওয়া লিংকে ক্লিক করে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন সম্পূর্ণ ফ্রীতে।

পরিবেশ বিজ্ঞান MCQ প্রশ্ন ও উত্তর

01. 'Environment' কোন শব্দ থেকে উৎপন্ন হয়েছে ?
[A] ফরাসি
[B] ইংরেজি
[C] ল্যাটিন
[D] গ্রিক

02. জেনেটিক কোড আবিস্কারের জন্য কোন বিজ্ঞানী নােবেল পুরস্কার পেয়েছেন ?
[A] প্রফুল্লচন্দ্র রায়
[B] হরগােবিন্দ খােরানা
[C] ডারউইন
[D] লফ্রেলােবেন

03. যে জীবটি কৃষকের বন্ধু সেটি হল -
[A] আরশােলা
[B] গঙ্গাফড়িং
[C] কেঁচো
[D] ইদুর

04. মাছির দ্বারা সংক্রামিত হয় -
[A] ডেঙ্গু
[B] যক্ষ্মা
[C] ম্যালেরিয়া
[D] ফাইলেরিয়া

05. গাছে পটাশিয়ামের অভাব ঘটলে গাছের পাতা ?
[A] ফ্যাকাসে হয়
[B] হলুদ হয়
[C] জালের মত হয়
[D] কোনাে পরিবর্তন হয় না

06. নীচের কোনটি একটি ব্যাকটেরিয়া ঘটিত রােগ ?
[A] পােলিও
[B] ফাইলেরিয়া
[C] পক্স
[D] টাইফয়েড

07. খাদ্যশৃঙ্খলের প্রথমে অবস্থান করে ?
[A] উৎপাদক
[B] খাদ্য
[C] খাদক
[D] বাসস্থান

08. কোন ধাতু ইটাই-ইটাই রােগের জন্য দায়ী ?
[A] ক্যাডমিয়াম
[B] পারদ
[C] সীসা
[D] কোনটিই নয়

09. পরিবেশ সম্পর্কে বিখ্যাত 3P সূত্রটি হল ?
[A] প্রিন্সিপল অফ পপুলেশন প্রবলেম
[B] পপুলেশন প্রােডাকশন পলিউশন
[C] পপুলেশন পােভার্টি পলিউশন
[D] পাওয়ার প্রােডাকশন প্রাইস

10. ভূমিকম্পের কোন তরঙ্গটি সবচেয়ে শক্তিশালী ?
[A] Y তরঙ্গ
[B] P তরঙ্গ
[C] X তরঙ্গ
[D] B তরঙ্গ

11. মৃতজীবী খাদ্যশৃঙ্খলকে কী বলে ?
[A] পরজীবী খাদ্যশৃঙ্খল
[B] মিথােজীবী খাদ্যশৃঙ্খল
[C] ডেট্রিটাস খাদ্যশৃঙ্খল
[D] ওপরের কোনােটিই নয়

12. নয়নতারা গাছ থেকে কোন রােগের ওষুধ তৈরি হয় ?
[A] হৃদরােগ
[B] হাঁপানি
[C] কুষ্ঠ
[D] ক্যানসার

13. সালােকসংশ্লেষে অর্থাৎ খাদ্য তৈরিতে সক্ষম এমন প্রাণী হল -
[A] রাইবােজোম
[B] হাইড্রিলা
[C] ইউগ্লিনা
[D] অ্যাজোটোব্যাকটর

14. বায়ুচাপ মাপার যন্ত্রের নাম -
[A] অডিয়ােমিটার
[B] ব্যারােমিটার
[C] ল্যাকটোমিটার
[D] উপরের কোনটিই নয়

15. জলে ভাসমান আণুবীক্ষণিক উদ্ভিদগােষ্ঠীকে কী বলে ?
[A] ফাইটোপ্লাংকটন
[B] বেনথস
[C] প্ল্যাংকটন
[D] জুপ্ল্যাংটন

16. এল নিনাে কী ?
[A] সুনামির অপর নাম
[B] একটি অত্যন্ত অনিয়মিত উষ্ণ সমুদ্রস্রোত
[C] লবণাক্ত জলের আধিক্য
[D] কোনটিই নয়

17. HIV পুরাে কথাটি হল –
[A] Human Immunitydeficiency Syndrome
[B] Human Immuno deficiency Virus
[C] Health Immunity Virus
[D] Human Immune Virus

18. ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর ব্যবহৃত হয় –
[A] শব্দদূষণ রােধে
[B] বায়ুদূষণ রােধে
[C] জলদূষণ রােধে
[D] মৃত্তিকা দূষণ রােধে

19. বায়ুমণ্ডলে অক্সিজেনের শতকরা মাত্রা কত ?
[A] 19.60%
[B] 20%
[C] 20.60%
[D] 20.95%

20. নীচের কোন গ্যাস পচা ডিমের গন্ধযুক্ত ?
[A] HNO
[B] KCIO
[C] HSO
[D] H2S

21. কবে ‘আন্তর্জাতিক পরিবেশ দিবস’ পালিত হয়?
[A] ৫ জুন
[B] ১২ জুন
[C] ৫ মার্চ
[D] ১২ এপ্রিল

22. কত সালে ‘কীটনাশক আইন’ প্রণীত হয় -
[A] ১৯২৮ সালে
[B] ১৯৬৮ সালে
[C] ১৯৭৮ সালে
[D] ১৯৮১ সালে

23. মানুষ বাতাস ছাড়া বাঁচতে পারে প্রায় -
[A] ১ মিনিট
[B] ৫ মিনিট
[C] ১০ মিনিট
[D] ১৫ মিনিট

24. পেট্রোলিয়ামকে তার গুরুত্বের জন্য কী বলা হয় ?
[A] কালো সোনা
[B] কালো হিরে
[C] তরল সোনা
[D] গলানো সোনা

25. যে সকল ধাতু কিডনির ক্ষতি করে, তাকে বলে -
[A] তেজস্ক্রিয় ধাতু
[B] হালকা ধাতু
[C] নেফ্রটক্সিক
[D] কোনটিই নয়

26. পশ্চিমবঙ্গে বনের শতকরা পরিমান হল -
[A] ১২%
[B] ১১.৫%
[C] ১৩.৩৮%
[D] ৫.৫%

27. ভারতের খাদ্য ভেজাল প্রতিরোধ আইন’ কত সালে প্রবর্তিত হয়?
[A] ১৯৫৪ সালে
[B] ১৯৬৯ সালে
[C] ১৯৬২ সালে
[D] ১৯৭২ সালে

28. ভূমিক্ষয় প্রতিকারের সহজ উপায়টি হল-
[A] বনভূমির পরিমান হ্রাস
[B] বনভূমির পরিমান বৃদ্ধি
[C] নদীর গতিপথ রোধ
[D] মৎস চাষ

29. পরিবেশ সুরক্ষা আইন কবে প্রণয়ন করা হয় ?
[A] ১৯৭২ সালে
[B] ১৯৭৪ সালে
[C] ১৯৮৬ সালে
[D] ১৯৮১ সালে

30. যে রোগের কারনে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা ধংসপ্রাপ্ত হয় তার নাম-
[A] কলেরা
[B] টিবি
[C] জন্ডিস
[D] এইডস

31. যে প্রজাতিটি গত ৫০ বছরে নির্দিষ্টভাবে দেখা যায়নি তাকে বলে
[A] বিপন্নপ্রায় প্রজাতি
[B] বিপন্ন প্রজাতি
[C] বিরল প্রজাতি
[D] লুপ্ত প্রজাতি

32. যে যার জমিতে অধিক হারে ব্যবহার করলে জমি ক্ষারধর্মী হয়ে উঠে সেটি হল –
[A] নাইট্রেট সার
[B] পটাশ সার
[C] ফসফেট সার
[D] অ্যামোনিয়াম সালফেট

33. কোনটি ভারতের প্রথম জাতীয় পার্ক ?
[A] কানহা
[B] বন্দিপুর
[C] সুন্দরবন
[D] করবেট

34. ভারত সরকার কত সালে কেন্দ্রীয় “পরিবেশ মন্ত্রক” -এর গঠন করে ?
[A] ১৯৮১ সালে
[B] ১৯৮৫ সালে
[C] ১৯৮৪ সালে
[D] ১৯৯২ সালে

35. লাল তথ্য পুস্তিকা বা ‘রেড ডাটা বুক’-এর তথ্যগুলি -
[A] লোহিত সাগরের প্রাণী সংক্রান্ত
[B] বিপন্ন প্রাণী সংক্রান্ত
[C] অপরাধজগৎ সংক্রান্ত
[D] বিপ্লবী তথ্য সংক্রান্ত

36. সিগারেটের ধোঁয়ায় অবস্থিত ক্যান্সার সৃষ্টিকারী উপাদানটি হল-
[A] কার্বন মনোক্সাইড
[B] বেঞ্জয়িক অ্যাসিড
[C] ক্লোরোবেঞ্জিন
[D] ডাই অক্সিজেন

37. পাখির দ্বারা বিস্তার লাভ করে সেই রোগের নাম -
[A] ভাইরাল
[B] মাইকোসিস
[C] অরনিথোসিস
[D] জুনটিক

38. কী কারণে মেলানোসিস রোগ দেখা যায় ?
[A] লেড দূষণের ফলে
[B] আর্সেনিক দূষণের ফলে
[C] ফুরাইড দূষণের ফলে
[D] ক্যাডমিয়াম দূষণের ফলে

39. বায়ুতে যে তেজস্ক্রিয় মৌল পাওয়া যায় তার নাম -
[A] আর্গন
[B] থোরন
[C] রেডিয়াম
[D] ইউরেনিয়াম

40. মিনামাটা রোগের কারন হল -
[A] আর্সেনিক দূষণ
[B] পারদ দূষণ
[C] ক্যাডিয়াম দূষণ
[D] প্লাস্টিক দূষণ

41. কত ডেসিবেল শক্তিসম্পন্ন শব্দে মানুষের কানের পর্দা ছিড়ে যেতে পারে ?
[A] ১৪০ ডেসিবেল
[B] ১৫০ ডেসিবেল
[C] ১৬০ ডেসিবেল
[D] ১৭০ ডেসিবেল

42. পরিবেশ বলতে বোঝায় -
[A] সামাজিক ও অর্থনৈতিক অবস্থা
[B] প্রাকৃতিক ও সামাজিক অবস্থা
[C] প্রাকৃতিক ও অর্থনৈতিক অবস্থা
[D] প্রাকৃতিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থা

43. যে শিল্প দূষণ ছড়ায় না সেটি হল -
[A] পেট্রোকেমিক্যাল শিল্প
[B] কাগজ শিল্প
[C] লৌহ শিল্প
[D] মৎস শিল্প

44. হার্বিসাইড কি কাজে ব্যবহৃত হয় ?
[A] ফলন বৃদ্ধিতে
[B] পতঙ্গ রোধ করতে
[C] রাসায়নিক সার হিসাবে
[D] আগাছা নাশক হিসাবে

45. ইনফ্লুয়েঞ্জা, জলবসন্ত প্রভৃতি হল -
[A] জলবাহিত রোগ
[B] বায়ুবাহিত রোগ
[C] খাদ্যবাহিত রোগ
[D] বাহনবাহিত রোগ

46. কত সালে বায়ুদূষণ সম্পর্কিত আইন পাশ হয় ?
[A] ১৯৭২ সালে
[B] ১৯৮০ সালে
[C] ১৯৭৪ সালে
[D] ১৯৮১ সালে

47. ক্রমাগত ঝুম চাষ করলে -
[A] জমির উর্বরতা হ্রাস পায়
[B] জমির উর্বরতা বৃদ্ধি পায়
[C] উর্বরতার উপর কোন প্রভাব পরে না
[D] কোনটিই নয়

48. কবে ‘Environmental Science’ গ্রন্থটি প্রকাশিত হয় ?
[A] ১৯৯৪ খ্রিস্টাব্দে
[B] ১৯৯৬ খ্রিস্টাব্দে
[C] ১৯৯৭ খ্রিস্টাব্দে
[D] ১৯৯৮ খ্রিস্টাব্দে

49. ভোপাল দুর্ঘটনার জন্য দায়ী -
[A] মিথাইল আইসোসায়ানেট
[B] মিথাইল সায়ানাইড
[C] মিথাইল ব্রোমাইড
[D] কোনোটিই নয়

50. একমাত্র বোটানিক্যাল গার্ডেনে সংরক্ষিত উদ্ভিদ প্রজাতিটি হল ?
[A] ক্যাসিয়া সসাফেরা
[B] কোকোস নুসিফেরা
[C] সোফোরা টরোনিরো
[D] সোরিয়া রোবাস্টা

51. মানুষ খাবার ছাড়া বাঁচতে পারে প্রায় -
[A] ৫ দিন
[B] ১৫ দিন
[C] ৩০ দিন
[D] ৫০ দিন

52. নিচের কোন রোগটি ভাইরাসের আক্রমণে হয় -
[A] টাইফয়েড
[B] কলেরা
[C] সর্দি-কাশি
[D] ইটাই ইটাই

53. সিসার ক্ষতিকারক যৌগটি হল -
[A] লেড অক্সাইড
[B] লেড কার্বনেট
[C] লেড আর্মনেট
[D] সবকটি

54. Biodegradable pollutant হল -
[A] ময়লা জল
[B] পারদ
[C] অ্যাসবেস্টস
[D] প্লাস্টিক

55. ‘জিন’ শব্দটি প্রথম ব্যবহার করেন -
[A] মেন্ডেল
[B] ওয়াটসন
[C] জোহানসেন
[D] ডারউইন

56. জল ভাণ্ডারে মাত্রাতিরিক্ত সার সংযােজনের ফল হল ?
[A] জলজ উদ্ভিদের মৃত্যু
[B] মাছের বৃদ্ধি
[C] ইউট্রিফিকেশন
[D] পলির সঞয়ন

57. ১৯৭২ খ্রিস্টাব্দে প্রথম মানব পরিবেশ সংক্রান্ত সম্মেলনটি অনুষ্ঠিত হয় ?
[A] মন্ট্রিয়লে
[B] কিয়োটো শহরে
[C] স্টকহােমে
[D] প্যারিসে

58. সুন্দরলাল বহুগুণ নেতৃত্ব দিয়েছিলেন কোন আন্দোলনে ?
[A] সাইলেন্ট ভ্যালি আন্দোলনে
[B] নর্মদা বাঁচাও আন্দোলনে
[C] চিপকো আন্দোলনে
[D] কোনোটিই নয়

59. নিম্নলিখিত কোন আগাছানাশক রূপে ব্যবহৃত হয় ?
[A] ক্লোরডেন
[B] DDT
[C] BHC
[D] সিমাজিন

60. জলাভূমিতে শৈবাল পচে যে বিষ নির্গত হয় তার নাম -
[A] আর্মনেট
[B] কার্বনেট
[C] স্ট্রিকনিন
[D] টক্সিন

61. পৃথিবীতে এমন কোন শক্তির চাহিদা সব চাইতে বেশি ?
[A] সৌরশক্তি
[B] তড়িৎ শক্তি
[C] পারমানবিক শক্তি
[D] অপ্রচলিত শক্তি

62. ক্যাডমিয়াম দ্বারা সৃষ্ঠ রোগের নাম -
[A] বব্যাগাসোসিস
[B] ব্ল্যাকফুট ডিজিজ
[C] ইটাই ইটাই
[D] সিলিকোসিস

63. প্রাকৃতিক পরিবেশ রক্ষার্থে যা করা উচিত, তা হল -
[A] জলের ব্যবহার বৃদ্ধি
[B] প্রচলিত শক্তির ব্যবহার বৃদ্ধি
[C] অপ্রচলিত শক্তির ব্যবহার বৃদ্ধি
[D] যানবাহনের ব্যবহার বৃদ্ধি

64. জমিতে যে সারটি ক্রমাগত ব্যবহার করলে জমি অম্লধর্মী হয়ে উঠে সেটি হল -
[A] ইউরিয়া
[B] পটাশ সার
[C] অ্যামোনিয়াম সালফেট
[D] ফসফেট সার

65. মানুষ জল ছাড়া বাঁচতে পারে প্রায় -
[A] ৩ দিন
[B] ৫ দিন
[C] ৭ দিন
[D] ১০ দিন

66. ‘গ্রিন পিস’ কি ?
[A] সবুজ একখন্ড জমি
[B] সবুজ বাড়ি
[C] একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা
[D] পরিবেশ নিয়ে আন্দোলনের একটি সংস্থা

67. বর্তমানে নিচের কোনটি সর্ববৃহৎ জীবন্ত পাখি -
[A] ময়ূর
[B] অস্ট্রিচ
[C] ডোডো
[D] টার্কি

68. ভারতীয় বন আইন কত সালে প্রণীত হয় ?
[A] ১৯১২ সালে
[B] ১৯২২ সালে
[C] ১৯২৭ সালে
[D] ১৯৭২ সালে

69. জাতীয় বন্যপ্রাণী সংরক্ষন আইন কত সালে চালু হয় ?
[A] ১৯২৭ সালে
[B] ১৯৩২ সালে
[C] ১৯৮০ সালে
[D] ১৯৭২ সালে

70. অনিয়ন্ত্রিত বৃক্ষচ্ছেদের ফলে -
[A] শব্দদূষণ হয়
[B] জলদূষণ হয়
[C] ভুমিদূষণ হয়
[D] জলক্ষয় হয়

71. ভারতবর্ষে সিংহের প্রাকৃতিক বাসস্থান হল -
[A] সুন্দরবন জাতীয় উদ্যান
[B] করবেট জাতীয় উদ্যান
[C] সিমলিপাল অরণ্য
[D] গির অরণ্য

72. জল সংরক্ষনকে বলা হয় -
[A] সবুজ বিপ্লব
[B] লাল বিপ্লব
[C] হলুদ বিপ্লব
[D] নীল বিপ্লব

73. বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয় ?
[A] ২২ জুন
[B] ২৪ এপ্রিল
[C] ৫ এপ্রিল
[D] ২১ মার্চ

74. কয়লা খনিতে শ্রমিকদের ফুসফুসে কার্বন জমা হয়ে কোন রোগ হয় ?
[A] ব্লাক লাং
[B] গাম ক্যানসার
[C] থ্রোট ক্যানসার
[D] টোবাকোসিস

75. গৃহস্থ জ্বালানির অসম্পূর্ন দহনের ফলে তাই হয় -
[A] CO২
[B] SO২
[C] NO২
[D] CO

76. ঝুম চাষ হল একপ্রকারের ?
[A] বাণিজ্যিক কৃষি
[B] শ্যাবর্তন কৃষি
[C] বাগিচা কৃষি
[D] পাহাড়ি অস্থায়ী কৃষি

77. মিনামাটা রোগ সৃষ্টিকারী ধাতব উপাদানটি হল ?
[A] পারদ
[B] সিসা
[C] লোহা
[D] তামা

78. গাছ বায়ুমন্ডল থেকে যে দুষকগুলি দূর করতে সাহায্য করে সেগুলি হল -
[A] অক্সিজেন
[B] নাইট্রোজেন
[C] সালফার ডাই অক্সাইড
[D] কার্বন ডাই অক্সাইড

79. জলাশয়ের মাছের সংখ্যা হ্রাসের প্রধান কারণ -
[A] বেশি মাছ ধরা
[B] জলের অম্লতা বেড়ে যাওয়া
[C] জল প্রশম হয়ে যাওয়া
[D] মাছের রোগ

80. পরিবেশের সম্পদগুলি রক্ষার জন্য ভারতে ২০০৩ সালে চালু হয় -
[A] বন সংরক্ষন আইন
[B] বন্যপ্রাণী সুরক্ষা আইন
[C] জলদূষণ ও নিয়ন্ত্রণ আইন
[D] জীববৈচিত্র আইন

81. পশ্চিমবঙ্গে আর্সেনিক দূষিত জেলা কয়টি ?
[A] ২ টি
[B] ৫ টি
[C] ৭ টি
[D] ৮ টি

82. ভারতের বৃহত্তম সরকারি তাপবিদ্যুৎ সংস্থা কোনটি ?
[A] SAARC
[B] NTPC
[C] OPEC
[D] ONGC

83. পরিবেশের প্রধান গ্রীনহাউস গ্যাসটি হল -
[A] মিথেন
[B] CFC
[C] নাইট্রোজেন অক্সাইড
[D] CO2

84. তামাক পাতায় উপস্থিত ক্ষতিকারক ধাতুর নাম -
[A] আয়রন
[B] মার্কারি
[C] ক্যাডমিয়াম
[D] আর্সেনিক

85. পৃথিবীতে প্রাণের সন্ধান পাওয়া যায় প্রথম -
[A] জলমন্ডলে
[B] জীবমন্ডলে
[C] বায়ুমন্ডলে
[D] অশ্বমন্ডলে

86. নীল বিপ্লব হল -
[A] ফসল উৎপাদন বৃদ্ধি
[B] দুধ উৎপাদন বৃদ্ধি
[C] মাংসের উৎপাদন বৃদ্ধি
[D] জল সম্পদের সুপরিকল্পিত ব্যবস্থাপনা

87. পরিবেশ দূষণে অন্যতম সহায়ক একটি বিষয় হল -
[A] বনমহোৎসব
[B] সংরক্ষন
[C] সৌন্দর্যায়ন
[D] শিল্পায়ন

88. সর্ববৃহৎ ক্ষতিকারক নিউক্লিয়ার দুর্ঘটনা কোথায় ঘটেছিল ?
[A] হিরোসিমা
[B] চেরনোবিল
[C] নাগাসাকি
[D] পার্ল হারবার

89. রেডিয়ামের তেজস্ক্রিয়তা ইউরেনিয়ামের চেয়ে কত গুন্ বেশি ?
[A] দশ
[B] দশ লক্ষ
[C] দশ হাজার
[D] একশো

90. ‘পরিবেশ রক্ষা’ বিষয়টি ভারতীয় সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে গৃহীত হয় ?
[A] ৪২তম
[B] ৫৮তম
[C] ৪৪তম
[D] ৬১তম

91. নিম্নলিখিত প্রাণীগুলির মধ্যে ভারতবর্ষ থেকে কোন প্রাণীটি পুরোপুরি অবলুপ্ত ?
[A] তুষারচিতা
[B] বুনো শুয়োর
[C] গভার
[D] চিতা

92. মনুষ্যনির্মিত পরিবেশকে কী বলে ?
[A] টেকনোস্ফিয়ার
[B] ন্যানোস্ফিয়ার
[C] বায়োস্ফিয়ার
[D] হাইড্রোস্ফিয়ার

93. ১৯৯৭ খ্রিস্টাব্দে কোথায় পরিবেশের ওপর রাষ্ট্রসংঘের সভা অনুষ্ঠিত হয় ?
[A] কিয়োটা শহরে
[B] জেনেভা শহরে
[C] সানফ্রান্সিসকো শহরে
[D] রিও শহরে

94. পরিবেশ দূষণের মান নির্ধারণের জন্য শব্দদূষণের সূচক ধরা হয়েছে -
[A] ৬৫ ডেসিবেলের বেশি
[B] ৮০ ডেসিবেলের বেশি
[C] ৮৫ ডেসিবেলের বেশি
[D] ১০০ ডেসিবেলের বেশি

95. জৈবযুদ্ধ হল -
[A] জৈব রাসায়নিক দিয়ে যুদ্ধ
[B] একই প্রকার জীবের মধ্যে যুদ্ধ
[C] ভিন্ন প্রজাতির মধ্যে যুদ্ধ
[D] মারাত্মক অণুজীব প্রয়োগ করে যুদ্ধ

96. রেসারপিন নামক ওষুধ পাওয়া যায় ?
[A] ধুতুরা গাছ থেকে
[B] আকন্দ গাছ থেকে
[C] সর্পগন্ধা গাছ থেকে
[D] তামাক গাছের পাতা থেকে

97. ভূপালের গ্যাস দুর্ঘটনায় মারা গিয়েছিল বহু লোক, সেই গ্যাসটির নাম কী ?
[A] MIC
[B] NIC
[C] LIC
[D] SIC

98. সালফার ডাই অক্সাইডের কারনে -
[A] গ্রিন হাউস এফেক্ট হয়
[B] বৃক্কের ক্ষতি হয়
[C] ফুফুসের ক্যান্সার হয়
[D] উদ্ভিদের ক্লোরোফিলের পরিমান কমে

99. ভারতীয় জীববৈচিত্র্যের ‘হট-স্পট’ বলা হয় ?
[A] উত্তরবঙ্গের তরাই অঞ্চলকে
[B] কেরলের উপকূল অঞ্চলকে
[C] কর্ণাটকের বনাঞ্চলকে
[D] পশ্চিমঘাট বনাঞ্চলকে

100. বায়ুদূষণের শতকরা ৬০ ভাগই ঘটে -
[A] তেজস্ক্রিয় পদার্থ থেকে
[B] কীটনাশক থেকে
[C] প্লাস্টিক থেকে
[D] যানবাহনের ধোঁয়া থেকে

101.পরিবেশের ওপর আদি মানবজাতির প্রভাব ছিল -
[A] উল্লেখযোগ্য
[B] খুব বেশি
[C] অপরিসীম
[D] নগণ্য

102. মানুষের স্বাস্থ্যের চাবিকাঠি নিহিত রয়েছে মূলত তার -
[A] পরিবেশের মধ্যে
[B] খাদ্যাভ্যাসের মধ্যে
[C] পেশার মধ্যে
[D] উপরের সব কটি

103. পরিবেশের জল ও মৃত্তিকা হল ?
[A] রাসায়নিক উপাদান
[B] জৈব উপাদান
[C] ভৌত উপাদান
[D] অজৈব উপাদান 

104. 2001 খ্রিস্টাব্দে কলকাতা মহানগরীর জনসংখ্যা ছিল -
[A] 1 কোটি 80 লক্ষ
[B] 1 কোটি 65 লক্ষ
[C] 1 কোটি 50 লক্ষ
[D] 1 কোটি 30 লক্ষ

105. প্রত্নতাত্ত্বিক নিদর্শন অনুসারে আদিম মানুষ জোয়োহ্যাবিলিস-এর আবির্ভাব হয় ?
[A] এশিয়ায়
[B] আফ্রিকায়
[C] ইউরোপে
[D] দক্ষিণ আমেরিকায়

106. ভৌত পরিবেশের প্রধানতম উপাদান হল ?
[A] মাটি
[B] প্রাণী
[C] উদ্ভিদ
[D] সংস্কৃতি

107. সামাজিক পরিবেশের অন্যতম উপাদান হল -
[A] বায়ু
[B] প্রাণীজগৎ
[C] উদ্ভিদ জগৎ 
[D] সংস্কৃতি

108. পরিবেশের যথার্থ অর্থ হল -
[A] গাছপালা ও পশুপাখি
[B] মানুষের চারিপাশের নির্জীব উপাদান
[C] মানুষের চারিপাশের সজীব ও নির্জীব উপাদান
[D] মানুষের চারিপাশের সজীব উপাদান

109. ভূ-পৃষ্ঠ থেকে 100 Km উপরে অবস্থিত বায়ুমণ্ডলীয় স্তরটি হল ?
[A] বিষমমণ্ডল
[B] শিলামণ্ডল
[C] জলমণ্ডল
[D] সমমণ্ডল

110. যে সকল খাদক শ্রেণি গৌণ খাদকের উপর নির্ভরশীল তারা হল -
[A] গৌণ খাদক
[B] অণু খাদক
[C] প্রগৌণ খাদক
[D] প্রাথমিক খাদক

111. কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরণ হল -
[A] অ্যাকোয়ারিয়ামের বাস্তুতন্ত্র
[B] সমুদ্রের বাস্তুতন্ত্র
[C] মরুভূমি বাস্তুতন্ত্র
[D] কোনোটিই নয়

112. কোনো একটি নির্দিষ্ট প্রজাতির মোট সংখ্যাকে বলে ?
[A] কমিউনিটি
[B] জনসংখ্যা
[C] বায়োম
[D] কোনোটিই নয়

113. শিম্বজাতীয় উদ্ভিদের মূলের সঙ্গে Rhizobium ব্যাকটেরিয়ারসহাবস্থান হল - 
[A] প্রোটোকোঅপারেশন
[B] অ্যামেনসালিজম
[C] অন্যোন্যজীবীত্ব
[D] কমেনসালিজম

114. সিলিকন (Si) ও অ্যালুমিনিয়াম (Al) সমৃদ্ধ স্তরকে বলে ?
[A] সিমা
[B] সিয়াল স্তর
[C] কেন্দ্রমণ্ডল
[D] কোনোটিই নয়

115. রাষ্ট্রসংঘ আয়োজিত প্রথম পরিবেশ সংক্রান্ত সম্মেলন হয় ?
[A] 1970 খ্রিস্টাব্দে
[B] 1990 খ্রিস্টাব্দে
[C] 1972 খ্রিস্টাব্দে
[D] 1975 খ্রিস্টাব্দে 

116. পৃথিবীতে অস্বাস্থ্যকর পরিবেশে বসবাসকারী মানুষের সংখ্যা হল -
[A] 250 কোটি
[B] 240 কোটি
[C] 120 কোটি
[D] 350 কোটি

117. বৃদ্ধির সাম্যাবস্থা দেখা যায় ?
[A] J-আকৃতির বৃদ্ধিরূপে
[B] S-আকৃতির বৃদ্ধিরূপে
[C] (A) ও (B) উভয়ক্ষেত্রে
[D] কোনোটিই নয়

118. আদিম মানবজাতির উন্মেষ ঘটেছিল আজ থেকে প্রায় ?
[A] প্রায় 10 লক্ষ বছর আগে
[B] প্রায় ৪০ লক্ষ বছর আগে
[C] প্রায় 40-50 লক্ষ বছর আগে
[D] প্রায় 2 কোটি বছর আগে

119. ধোঁয়াশা সৃষ্টির কারণ হলো -
[A] ধোয়া, ধুলোর এবং কার্বন কণার বায়ুমন্ডলে মিশন
[B] শীতল রাতের কুয়াশার জন্য
[C] A+B 
[D] ওপরের কোনোটিই নয়

120. 1889 সালে কে প্রথম নর্মদা বাঁচাও আন্দোলন শুরু করেন ?
[A] বাবা আমতে
[B] মেধা পাটেকর
[C] মধু কামেকর
[D] মধু কোডসে

121. বায়ুমণ্ডলের ওজোন স্তর আমাদের কোন ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা করে ?
[A] অতিবেগুনি রশ্মি
[B] অবলোহিত রশ্মি
[C] সুপারসনিক রশ্মি
[D] উপরের কোনোটিই নয়

122. গ্যাসোহোল একটি পরিবেশবান্ধব জ্বালানি যার মধ্যে রয়েছে ? 
[A] পেট্রোল এবং ডিজেল
[B] পেট্রোল এবং ইথানল
[C] ডিজেল এবং ইথানল
[D] উপরের কোনোটিই নয়

123. মন্ট্রিল প্রটোকল এর সঙ্গে জড়িত ?
[A] ওজোন স্তরের ক্ষয়
[B] ল্যান্ড মাইন
[C] পারমাণবিক অস্ত্র
[D] সমুদ্রের তলদেশ

124. বসুন্ধরা দিবস কত তারিখে অনুষ্ঠিত হয় ?
[A] 21 এপ্রিল
[B] 22 এপ্রিল
[C] 25 এপ্রিল
[D] 24 এপ্রিল

125. মন্ট্রিয়ল প্রোটোকলের সঙ্গে জড়িত ?
[A] পারমাণবিক অস্ত্র
[B] ওজোন স্তরের ক্ষয়
[C] সমুদ্রের তলদেশ
[D] ল্যান্ডমাইন

126. ওজোন স্তর বিনষ্টের জন্য দায়ী রাসায়নিক পদার্থ হল ?
[A] কার্বন ডাইঅক্সাইড
[B] নাইট্রাস অক্সাইড
[C] ক্লোরোফ্লুরোকার্বন
[D] মিথেন

127. ভারতবর্ষে পরিবেশ সুরক্ষা আন্দোলনে অন্যতম কর্ণধার হলেন?
[A] সুন্দরলাল বহুগুণা
[B] লাল বাহাদুর শাস্ত্রী
[C] রাজীব গান্ধী
[D] ইন্দিরা গান্ধী


সমস্ত প্রশ্ন ও উত্তর গুলি পিডিএফে আছে

File Details::
File Name: Environmental Studies MCQ
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 13
File size: 1 MB


No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box