পরিবেশ বিজ্ঞান MCQ প্রশ্ন ও উত্তর PDF | Environmental Science MCQ Question and Answer
![]() |
পরিবেশ বিজ্ঞান MCQ প্রশ্নোত্তর |
নমস্কার বন্ধুরা,
Primary TET, CTET সহ আরো অন্যান্য পরীক্ষার প্রস্তুতির জন্য Environmental Science Bengali MCQ Part 1 PDFটি আপনাদের সাথে সম্পূর্ণ বিনামূল্যে এবং বাংলা ভাষায় শেয়ার করলাম। যেটিতে মধ্যে আপনারা ৩১ টি পরিবেশ বিজ্ঞান সম্পর্কিত (MCQ) প্রশ্নোত্তর কুইজ আকারে পেয়ে যাবেন।
সুতরাং সময় নষ্ট না করে প্রশ্নোত্তর গুলি দেখে নিন এবং প্রয়োজনে নীচের দেওয়া লিংকে ক্লিক করে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন।
পরিবেশ বিজ্ঞান MCQ প্রশ্নোত্তর
১. ১৯৮৯ সালে কে প্রথম নর্মদা বাঁচাও আন্দোলন শুরু করেন ?
মধু কামেকর
মেধা পাটকার
বাবা আমতে
মধু কোডসে
২. মন্ট্রিয়ল প্রোটোকলের সঙ্গে জড়িত ?
পারমাণবিক অস্ত্র
ওজোন স্তরের ক্ষয়
সমুদ্রের তলদেশ
ল্যান্ডমাইন
৩. নিম্নলিখিত কোন গ্যাস গ্রিনহাউস প্রভাবের জন্য দায়ী ?
অক্সিজেন
হাইড্রোজেন
ক্লোরিন
কার্বন ডাইঅক্সাইড
৪. ওজোন স্তর বিনষ্টের জন্য দায়ী রাসায়নিক পদার্থ হল ?
কার্বন ডাইঅক্সাইড
নাইট্রাস অক্সাইড
ক্লোরোফ্লুরোকার্বন
মিথেন
৫. গ্রিনমোল্ড কাকে বলে ?
ইস্ট
পেনিসিলিয়াম
অ্যাগারিকাস
মিউকর
৬. গ্যাসহোল (Gasohol) একটি পরিবেশ বান্ধব জ্বালানি, জার মধ্যে রয়েছে –
পেট্রোল এবং ইথানল
ডিজেল এবং ইথানল
পেট্রোল এবং ডিজেল
উপরের সবগুলিই
৭. সমুদ্রের জলে কোন ধরনের লবণ সর্বাধিক থাকে ?
সোডিয়াম কার্বনেট
সোডিয়াম ক্লোরাইড
ক্যালশিয়াম ক্লোরাইড
ম্যাগনেশিয়াম ক্লোরাইড
৮. দুধের কোন উপাদান প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত হয় ?
গ্লোবিউলিন
কেসিন
অ্যালবুমিন
ল্যাকটোজ
৯. বিশ্ব জল দিবস কখন পালিত হয় ?
৮ মার্চ
২০ মে
১৯ এপ্রিল
২২ মার্চ
১০. বসুন্ধরা দিবস (Earth Day) কত তারিখে অনুষ্ঠিত হয়?
২২ এপ্রিল
২৩ এপ্রিল
২৪ এপ্রিল
২৫ এপ্রিল
১১. বায়ুমন্ডলের ওজোন স্তর আমাদের কোন ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা করে ?
অবলোহিত রশ্মি
সুপারসনিক রশ্মি
অতিবেগুনি রশ্মি
উপরের কোনটিই নয়
১২. পশ্চিমবঙ্গে কোন কোন অরণ্যে গণ্ডার সংরক্ষণ করা হয় ?
জলদাপাড়া ও গোরুমারা
কাঞ্চনজঙ্ঘা ও জলদাপাড়া
গোরুমারা ও সিঞ্চল
মহানন্দা ও গোরুমারা
১৩. কোন রাসায়নিক পদার্থের দূষণের কারণে মিনামাটা রোগের সৃস্টি হয় ?
সালফার
ক্যাডমিয়াম
সীসা
পারদ
১৪. শিল্পক্ষেত্রে ধোঁয়া ও ভাসমান ধূলিকণা নিয়ন্ত্রণ করা হয় কিসের দ্বারা ?
স্ক্র্যাবার দ্বারা
ইলেক্ট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর দ্বারা
সাইলেন্সর দ্বারা
কনডেন সার দ্বারা
১৫. পরিবেশ প্রণালির বৃহত্তম এককটি হল ?
ইকাড
পুষ্টিকর
বায়োম
বাস্তুতন্ত্র
১৬. নিম্নলিখিতের মধ্যে কোনটি বড়ো শহরে বায়ুদূষণ ঘটায় ?
সিসা
কপার অক্সাইড
ক্রোমিয়াম
তামা
১৭. পৃথিবীর ওপরে কঠিন আবরণকে কি বলে ?
বায়ুমণ্ডল
কেন্দ্রমণ্ডল
ওজোন স্তর
ভূ-ত্বক
১৮. জীব থেকে জীবের উৎপত্তি তত্ত্ব প্রমাণ করেন ?
মাদাম কুরি
অ্যারিস্টটল
ফ্রান্সিসকো রেডি
নিউটন
১৯. জলাভূমি সংক্রান্ত ‘রামসার সম্মেলন’ কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
ফিনল্যান্ড
আয়ারল্যান্ড
ইরাক
ইরান
২০. ভারতবর্ষে পরিবেশ সুরক্ষা আন্দোলনে অন্যতম কর্ণধার হলেন?
সুন্দরলাল বহুগুণা
লাল বাহাদুর শাস্ত্রী
রাজীব গান্ধী
ইন্দিরা গান্ধী
২১. কোন বিজ্ঞানী প্রথম ‘জিন’ শব্দটি ব্যবহার করেন ?
ডারউইন
জোহানসেন
ওয়াটসন
মেন্ডেলা
২২. নিম্নলিখিত কোন কোশটি ইনসুলিন হরমোন ক্ষরণ করে ?
স্নায়ু কোশ
আলফা কোশ
বিটা কোশ
ডেল্টা কোশ
২৩. World Health Day কবে পালন করা হয় ?
১৩ মে
১৫ জুন
৭ মার্চ
৭ এপ্রিল
২৪. সিগারেটের ধোঁয়ায় কোন গ্যাসটি উপস্থিত থাকে ?
কার্বন মনোক্সাইড
কার্বন ডাইঅক্সাইড
নাইট্রাস অক্সাইড
সালফার ডাইঅক্সাইড
২৫. কোন প্রাণীকে ‘কৃষকের বন্ধু’ বলা হয় ?
প্রজাপতি
মৌমাছি
কেঁচো
উপরের কোনটিই নয়
২৬. নিম্নলিখিতের মধ্যে কোনটি ইটাই-ইটাই রোগের জন্য দায়ী ?
ক্রোমিয়াম
ক্যাডমিয়াম
নিকেল
সীসা
২৭. ন্যাপথলিন এর মূল উৎস কি ?
কেরোসিন
ডিজেল
চারকোল
খনিজ আলকাতরা
২৮. নিম্নলিখিত প্রাণীগুলির মধ্যে কোনটি ফরমিক অ্যাসিড উৎপন্ন করে ?
লাল পিঁপড়ে
কালো পিঁপড়ে
আরশোলা
টিকটিকি
২৯. আয়োডিনের অভাবে কোন রোগ হয় ?
ডায়াবেটিস
টাইফয়েড
গয়টার
ইটাই ইটাই
৩০. প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান হল ?
ইথেন ও মিথেন
নাইট্রোজেন ও হাইড্রোজেন
অক্সিজেন ও হাইড্রোজেন
উপরের সবগুলিই
৩১. বিশ্ব উন্নয়ন বা গ্লোবাল ওয়ার্মিং – এর জন্য দায়ী প্রধান গ্যাস হল ?
নাইট্রোজেন পারক্সাইড
নাইট্রাস অক্সাইড
কার্বন মনোক্সাইড
কার্বন ডাইঅক্সাইড
সম্পূর্ণ পিডিএফের ডাউনলোড লিংক নীচে আছে
File Name: Environmental Science MCQ
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 03
File size: 1.9 MB
Click Here to Download
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box