হাওড়া, মালদা ও শিয়ালদা ডিভিশনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি | মাধ্যমিক পাশে আবেদন করুন
![]() |
পূর্ব রেলে বিভিন্ন শাখায় কর্মী নিয়োগ |
প্রিয় পাঠকেরা,
পূর্ব রেলের বিভিন্ন শাখায় প্রশিক্ষণের মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে শিয়ালদা, মালদা, হাওড়া, আসানসোল ডিভিশন, কাঁচরাপাড়া, লিলুয়া ও জামালপুর ডিভিশনে বিভিন্ন শাখায় কর্মী নিয়োগ করা হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন:- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য সম্পর্কে জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
পদের নাম : Apprentice
মোট শূন্যপদ : ৩,১১৫ টি।
শিক্ষাগত যোগ্যতা : ৫০ শতাংশ নম্বরে মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে NCVT/SCVT সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন। আরও বিস্তারিত জানতে নোটিশটি পড়ুন।
বয়সসীমা : প্রার্থীর বয়স ১৫ বছর থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা অর্থাৎ SC/ST প্রার্থীরা 5 বছর, OBC প্রার্থীরা 3 বছর ও PwBD প্রার্থীরা 10 বছর বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন : ১৮,০০০/- টাকা
আবেদন পদ্ধতি : আবেদনকারীকে কেবলমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন ফি : OBC/General প্রার্থীদের ক্ষেত্রে ১০০ টাকা ও SC/ST/ PwBD /মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোনপ্রকার আবেদন কি লাগবে না
নিয়োগ পদ্ধতি : লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে না। প্রার্থী নির্বাচন করা হবে কেবলমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে।
যে সমস্ত পদে নিয়োগ করা হবে : ফিটার, ওয়েল্ডার, মেকানিস্ট, প্রিন্টার, কার্পেন্টার, লাইন ম্যান, ইলেকট্রিশিয়ান সহ বিভিন্ন বিভিন্ন পদে নিয়োগ করানো হবে।
নিয়োগ স্থান ও শূন্যপদ সংখ্যা :
নিয়োগ স্থান | শূন্যপদ |
---|---|
হাওড়া সাব ডিভিশন | ৬৫৯ টি |
শিয়ালদা সাব ডিভিশন | ৪৪০ টি |
মালদা সাব ডিভিশন | ১৪৮ টি |
আসানসোল সাব ডিভিশন | ৪১২ টি |
জামালপুর ওয়ার্কশপ | ৬৬৭ টি |
কাঁচরাপাড়া ওয়ার্কশপ | ১৮৭ টি |
লিলুয়া ওয়ার্কশপ | ৬১২ টি |
গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদন প্রক্রিয়া শুরু | ৩০শে সেপ্টেম্বর ২০২২ |
আবেদন প্রক্রিয়া শেষ | ২৯শে অক্টোবর ২০২২ |
গুরুত্বপূর্ণ লিংক :
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
অফিশিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box