৫০০টি ভারতের ইতিহাস প্রশ্ন ও উত্তর PDF | Indian History MCQ in Bengali PDF
![]() |
৫০০টি ভারতের ইতিহাস প্রশ্ন ও উত্তর |
আজ ৫০০টি ভারতের ইতিহাস MCQ প্রশ্ন ও উত্তর PDF টি শেয়ার করলাম। যেটিতে ভারতের ইতিহাস থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ ৫০০টি প্রশ্ন উত্তর লিপিবদ্ধ করা আছে। যা আগত বিভিন্ন পরীক্ষা যেমন:- WBCS, WB Police, KP, Railway Group D, NTPC, SSC, PSC Clerkship, ICDS, Bank, Fire Operators সহ আরো অন্যান্য পরীক্ষার প্রস্তুতিতে আপনাদের ভীষণভাবে সাহায্য করবে।
সুতরাং সময় অপচয় না করে নিচের দেওয়া লিংকে ক্লিক করে সম্পূর্ণ বিনামূল্যে 500 Indian History Questions and Answers পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিন এবং নিজের প্রস্তুতির মাত্রা একধাপ এগিয়ে রাখুন।
কিছু নমুনা প্রশ্ন ও উত্তর::
প্রশ্নঃ বঙ্গভঙ্গের দিনে ‘রাখি বন্ধন’ - এর পরিকল্পনা কে করেন ?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
প্রশ্নঃ নীলবিদ্রোহের প্রেক্ষাপটে দীনবন্ধু মিত্র রচিত ‘নীলদর্পণ’ কে অনুবাদ করেন ?
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত
প্রশ্নঃ ‘ইনক্লাব জিন্দাবাদ’ স্লোগানটি কার ?
উত্তরঃ ভগৎ সিং
প্রশ্নঃ কোন বংশ ইলোরায় কৈলাশনাথ মন্দির নির্মাণ করে ?
উত্তরঃ রাষ্ট্রকূট
প্রশ্নঃ বাংলার প্রথম রাজনৈতিক গুপ্ত সমিতি কি ছিল ?
উত্তরঃ অনুশীলন
প্রশ্নঃ প্রাক ঐতিহাসিক ভারতের জনক কাকে বলা হয়?
উত্তরঃ রবার্ট ব্রুস ফুটি
প্রশ্নঃ কোথায় ষাঁড়ের ছবি সম্বলিত সীলমোহর পাওয়া গেছে ?
উত্তরঃ মহেঞ্জোদাড়ো
প্রশ্নঃ মহেঞ্জোদাড়ো শব্দের অর্থ মৃতের স্তূপ, হরপ্পা সভ্যতার অন্য কোন স্থানের নামের একই অর্থ ?
উত্তরঃ লোথাল
প্রশ্নঃ লাঙলের ব্যবহার সর্বপ্রথম কোথায় পাওয়া যায় ?
উত্তরঃ কলিবঙ্গান
প্রশ্নঃ কোন প্রত্নতত্ত্ববিদ মহেঞ্জোদাড়ো সভ্যতা আবিস্কার করেন ?
উত্তরঃ রাখালদাস বন্দ্যোপাধ্যায়
প্রশ্নঃ ঐতরীয় ব্রাহ্মণে দক্ষিণের রাজাকে কি বলা হত ?
উত্তরঃ ভোজ
প্রশ্নঃ ‘দশ রাজার যুদ্ধ’ কোন নদীর তীরে হয়েছিল ?
উত্তরঃ পুরুষনি (রেবি)
প্রশ্নঃ নিষ্ক শব্দের অর্থ কি ?
উত্তরঃ মুদ্রা
প্রশ্নঃ প্রাচীন ভারতবর্ষে কোন লিপি ডানদিক থেকে বাঁদিকে লেখা হত ?
উত্তরঃ খরোষ্ঠী
প্রশ্নঃ প্রাচীন ভারতের সবথেকে শক্তিশালী মগর রাজ্য কি ছিল ?
উত্তরঃ কাশী
প্রশ্নঃ বিখ্যাত ব্যাকরণবিদ পাণিনি কোন মহাজনপদের লোক ছিলেন ?
উত্তরঃ গান্ধার
প্রশ্নঃ সম্রাট অশোক কোন বৌদ্ধ সন্ন্যাসীর দ্বারা সবচেয়ে বেশী প্রভাবিত ছিলেন ?
উত্তরঃ উপগুপ্ত
প্রশ্নঃ গান্ধার শিল্পের সূচনা কাদের মধ্যে হয়েছিল ?
উত্তরঃ মহাযান সম্প্রদায়
প্রশ্নঃ বৌদ্ধরা কাকে গৌতমবুদ্ধের অবতার হিসেবে বিবেচনা করে থাকে ?
উত্তরঃ কলকি
প্রশ্নঃ মহাবীরের প্রকৃত নাম কি ছিল ?
উত্তরঃ বর্দ্ধমান
প্রশ্নঃ কোন গাছের নীচে বুদ্ধদেব মোক্ষলাভ করেছিলেন ?
উত্তরঃ পিপুল
প্রশ্নঃ ‘দি লাইট অব এশিয়া’ বইটি মূলতঃ কার ওপরে লেখা ?
উত্তরঃ বুদ্ধ
প্রশ্নঃ আলেকজান্ডার কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ?
উত্তরঃ ব্যাবলিন
প্রশ্নঃ শিশু নাগবংশ কোন মহাজনপদ ধ্বংসের পর শুরু হয়েছিল ?
উত্তরঃ অবন্তী
প্রশ্নঃ চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্য উত্তর- পশ্চিম ভারতে কতদূর বিস্তার লাভ করেছিল ?
উত্তরঃ হিন্দকুশ
প্রশ্নঃ কৌটিল্য কোন ভারতীয় শাসকের প্রধানমন্ত্রী ছিলেন ?
উত্তরঃ চন্দ্রগুপ্ত মৌর্য
প্রশ্নঃ প্রাচীন ভারতের মগধের রাজধানী কোথায় ছিল ?
উত্তরঃ রাজগীর
প্রশ্নঃ সমস্ত ক্ষত্রিয় কূলে কাকে দ্বিতীয় পরশুরাম বলে অভিহিত করা হত ?
উত্তরঃ মহাপদ্ম
প্রশ্নঃ অজাতশত্রু কার প্ররোচনায় পিতাকে হত্যা করেছিলেন ?
উত্তরঃ দেবদত্ত
প্রশ্নঃ কোন নাম অশোক পরিচিত ছিলেন ?
উত্তরঃ প্রিয়দর্শী
প্রশ্নঃ মেগাস্থিনিস কোথাকার দূত ছিলেন ?
উত্তরঃ সেলুকাস নিকেতর
প্রশ্নঃ তামিল উত্কীর্ণ লিপিতে কোন লিপি ব্যবহার হত ?
উত্তরঃ ব্রাহ্মীলিপি
প্রশ্নঃ ‘অশোক’ কথাটির আক্ষরিক অর্থ কি ?
উত্তরঃ শোকহীন
প্রশ্নঃ মেগাস্থিনিসের লেখা গ্রন্থের নাম কি ?
উত্তরঃ ইন্ডিকা
প্রশ্নঃ কোন কুষান শাসক নিজেকে ‘মহেশ্বর’ বলে অভিহিত করেছিল ?
উত্তরঃ কুজুল কদফিসেস
প্রশ্নঃ ভারতবর্ষে প্রথম সরকারী সেনা শাসন কে চালু করেছিল ?
উত্তরঃ গ্রীক
প্রশ্নঃ কোন গ্রন্থে প্রথম দেবকীর পূত্র কৃষ্ণের উল্লেখ করা হয়েছে ?
উত্তরঃ ছান্দোগ্য উপনিষদ
প্রশ্নঃ মৌর্য যুগে গুরুত্বের ক্রমানুসারে প্রথম তিনটি বর্ণ কি ছিল ?
উত্তরঃ ব্রাহ্মন, ক্ষত্রিয়, বৈশ্য
প্রশ্নঃ অশোক স্তম্ভ কোন ধাতুর তৈরী ?
উত্তরঃ বালিপাথর
প্রশ্নঃ মৌর্য সাম্রাজ্য ধ্বংসের পর কারা ভারতবর্ষ অভিযান করেছিল ?
উত্তরঃ ব্যাকট্রিয়ান গ্রীকরা
প্রশ্নঃ ধর্মাশোকের নাম কোন গ্রন্থে পাওয়া যায় ?
উত্তরঃ সারনাথ লিপি
প্রশ্নঃ তামিল মহাকাব্য ‘শিলাপ্পাদিকরম’ কার রচিত ?
উত্তরঃ ইলংগো
প্রশ্নঃ অশোকের শাসন কালে রাজুকাসরা কোন বিষয়ের দেখাশোনা করত ?
উত্তরঃ বিচার - ব্যবস্থা
প্রশ্নঃ কে আজিবিকাসদের নাগার্জুন পর্বত অর্পণ করেছিল ?
উত্তরঃ দশরথ
প্রশ্নঃ নাগসেনার ‘মিলিন্দাপানহো’ গ্রন্থটি কোন ভাষায় লেখা ?
উত্তরঃ পালি
প্রশ্নঃ কনিষ্কের রাজধানী কি ছিল ?
উত্তরঃ পুরুষপুর
প্রশ্নঃ মৌর্য শাসনকালে মুদ্রা তৈরীতে কোন ধাতু ব্যবহার করা হত ?
উত্তরঃ সোনা এবং তামা
প্রশ্নঃ চন্দ্রগুপ্ত মৌর্য কার কাছে পরাস্ত হয়েছিলেন ?
উত্তরঃ সেলুকাস
প্রশ্নঃ কে প্রথম ব্রহ্মী লিপির সংকেত উদ্ধার করেছিলেন ?
উত্তরঃ জেমস প্রিন্সেপ
প্রশ্নঃ কারা প্রথম সোনার মুদ্রা চালু করেন ?
উত্তরঃ ইন্দো গ্রীক
প্রশ্নঃ ‘লিবেরেটর’ উপাধি কে ধারণ করেছিলেন ?
উত্তরঃ অশোক
প্রশ্নঃ শুঙ্গ বংশের শেষ শাসক কে ছিলেন ?
উত্তরঃ দেবাভূতি
প্রশ্নঃ ‘নবরত্ন’ সভা কার আমলে ছিল ?
উত্তরঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
প্রশ্নঃ গুপ্ত সাম্রাজ্যে রুপোর মুদ্রা কি নামে পরিচিত ছিল ?
উত্তরঃ রুপিয়াকা
প্রশ্নঃ কোন ভারত শাসক হুনশাসক তোরমানকে পরাজিত করেছিল ?
উত্তরঃ ঈশানবর্মা
প্রশ্নঃ কার রাজত্বকালে মহাবলীপুরমে পাহাড় কেটে মন্দির স্থাপিত হয়েছিল ?
উত্তরঃ পল্লব
প্রশ্নঃ শশাঙ্কের রাজধানী কোথায় ছিল ?
উত্তরঃ কর্ণসুবর্ণ
প্রশ্নঃ গুপ্ত বংশের শেষ শাসক কে ছিলেন ?
উত্তরঃ বিষ্ণুগুপ্ত
প্রশ্নঃ কবি কালিদাসের নাম কোথায় পাওয়া যায় ?
উত্তরঃ আইহোল লিপি
প্রশ্নঃ বামিয়ানের দুটি বিশাল বুদ্ধমূর্তি কোন শিল্পের অবদান ?
উত্তরঃ গুপ্ত শিল্প
প্রশ্নঃ মন্দাসোর লিপির লেখক কে ছিলেন ?
উত্তরঃ বীরসেনা
প্রশ্নঃ পূষ্যভূতিরা কোথায় শাসন করত ?
উত্তরঃ থানেশ্বর
প্রশ্নঃ কোন মন্দির ব্ল্যাক প্যাগোডা নাম ধারণ করেছিল ?
উত্তরঃ সূর্য মন্দির
প্রশ্নঃ বাতাপী কার রাজধানী ছিল ?
উত্তরঃ চালুক্য
প্রশ্নঃ পৃথ্বীরাজ চৌহান কোন রাজপুত বংশের ছিলেন ?
উত্তরঃ গাহোদেবলা
প্রশ্নঃ সর্ববৃহৎ সংস্কৃত লিপি কোন রাজার সময়কার ছিল ?
উত্তরঃ রুদ্রদমন
প্রশ্নঃ কার দর্শন অদ্বৈত নামে পরিচিত ?
উত্তরঃ শংকরাচার্য
প্রশ্নঃ চালুক্যদের রাজ্য বাদামী কারা ধ্বংস করেছিল ?
উত্তরঃ রাষ্ট্রকূট
প্রশ্নঃ বিরুপাক্ষ মন্দির কোথায় অবস্থিত ?
উত্তরঃ হাম্পি
প্রশ্নঃ কারা ঋজুরাহো মন্দির নির্মাণ করেছিলেন ?
উত্তরঃ চান্ডেলা
সম্পূর্ণ পিডিএফের ডাউনলোড লিংক নীচে দেওয়া আছে
File Details::
File Name: 500 Indian History Questions and Answers
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 25
File size: 1.1 MB
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box