ITBP-তে হেড কনস্টেবলে পদে চাকরির বিজ্ঞপ্তি 2022 | ITBP Recruitment 2022
![]() |
ITBP Head Constable Recruitment |
নমস্কার বন্ধুরা,
Indo Tibetan Border Police Force অর্থাৎ ITBP-তে হেড কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা ছেলে মেয়ে উভয়ই এই পদের জন্য আবেদন করতে পারবেন।
এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন:- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে যাবতীয় তথ্য সম্পর্কে জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
পদের নাম : হেড কনস্টেবল (Head Constable)
মোট শূন্যপদ : মোট ২৩ টি
∎ পুরুষ- UR-11, EWS-2, OBC-3, SC-4
∎ মহিলা- UR-2, SC-1
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে ফিজিওলজিতে ডিগ্রী করা থাকলে আবেদন করতে পারবেন।
বয়সসীমা : ১১ই নভেম্বর ২০২২, তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ২০ বছর থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।
সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন : Level-4 অনুযায়ী ২৫,৫০০/- টাকা থেকে ৮১,১০০/- টাকা পর্যন্ত।
আবেদন পদ্ধতি : আবেদনকারীকে কেবলমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন ফি বা মূল্য : Unreserved প্রার্থীদের ক্ষেত্রে ১০০/- টাকা ধার্য করা হয়েছে ও Female/Ex-servicemen/Sc/St প্রার্থীদের ক্ষেত্রে কোনপ্রকার আবেদন ফি লাগবে না।
নিয়োগ পদ্ধতি : লিখিত পরীক্ষা, ফিজিক্যাল টেস্ট, মেডিকেল টেস্ট ও ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করানো হবে।
গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদন প্রক্রিয়া শুরু | ১৩ই অক্টোবর ২০২২ |
আবেদন প্রক্রিয়া শেষ | ১১ই নভেম্বর ২০২২ |
গুরুত্বপূর্ণ লিংক :
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
আবেদন করুন | ক্লিক করুন |
অফিশিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box