Breaking





Wednesday, October 26, 2022

রাজ্যের স্বাস্থ্য দপ্তরে স্টাফ নার্স পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ | Birbhum District Stuff Nurse Recruitment 2022

রাজ্যের স্বাস্থ্য ভবনে স্টাফ নার্স নিয়োগ | সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি | মাসিক বেতন ২৫,০০০ টাকা 

রাজ্যের স্বাস্থ্য ভবনে স্টাফ নার্স নিয়োগ | সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি | মাসিক বেতন ২৫,০০০ টাকা
রাজ্যের স্বাস্থ্য দপ্তরে স্টাফ নার্স নিয়োগ
প্রিয় বন্ধুগণ,
পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরে চুক্তিভিত্তিক কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, স্টাফ নার্স সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। কোনো লিখিত পরীক্ষা হবে না। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরির সুযোগ। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, আবেদন মূল্য, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

পদের নামকমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট
মোট শূন্যপদ ➢ ০৪ টি।
শিক্ষাগত যোগ্যতা ➢ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল  অনুমোদিত বা পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল অনুমোদিত যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ANM/GNM নার্সিং কোর্স করা থাকলে আবেদন করতে পারবেন। এই পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।
বয়সসীমা ➢ প্রার্থীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন ➢ ১৩,০০০ টাকা।

পদের নামস্টাফ নার্স
মোট শূন্যপদ ➢ ০৪ টি।
শিক্ষাগত যোগ্যতা ➢ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অনুমোদিত বা পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল অনুমোদিত যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে GNM নার্সিং কোর্স করা থাকলে আবেদন করতে পারবেন।
বয়সসীমা ➢ প্রার্থীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন ➢ ২৫,০০০ টাকা।

আবেদন ফি বা মুল্য ➢ UR প্রার্থীদের ক্ষেত্রে ১০০ টাকা ও SC/ST প্রার্থীদের ক্ষেত্রে ৫০ টাকা আবেদন মুল্য ধার্য করা হয়েছে। আবেদন ফি বা মুল্য জমা করা যাবে বিজ্ঞপ্তিতে উল্লেখিত অ্যাকাউন্ট নাম্বারের মাধ্যমে।

আবেদন পদ্ধতি ➢ ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন কীভাবে করবেন ➢ নিচের দেওয়া লিংক থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে হবে। তারপর নির্ভুলভাবে ফর্মটি পূরণ করে নোটিশে উল্লেখিত সমস্ত ডকুমেন্টসগুলি সংযুক্ত করতে হবে। এরপর নির্দিষ্ট ঠিকানায় সঠিক সময়ের মধ্যে আবেদন পত্রটি পাঠাতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা ➢ Office of the Chief Medical Officer Of Health, MNK Road, Old outdoor campus, Kamarpotty More, Rampurhat, Dist-Birbhum, Pin- 731224, W.B

নিয়োগ পদ্ধতি ➢ প্রার্থীদের ইন্টারভিউ ও ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করানো হবে।

নিয়োগ স্থান ➢ বীরভূম জেলার রামপুরহাট ডিস্ট্রিক্ট হেলথ অফিসে প্রার্থীদের নিয়োগ করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন প্রক্রিয়া শুরু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে
আবেদন প্রক্রিয়া শেষ ১৯শে নভেম্বর ২০২২

গুরুত্বপূর্ণ লিংক

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
আবেদন ফর্ম ডাউনলোড
অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box