Breaking





Wednesday, February 05, 2020

220+ General Knowledge MCQ In Bengali PDF Download

সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর - General Knowledge MCQ In Bengali PDF Download:
Hello Friends,

আপনারা সবাই  জানেন Cmopetitive Exam - এ General Knowledge বা সাধারণ জ্ঞান এর প্রতি অভিজ্ঞতা থাকা অবশ্যই প্রয়োজন, সেই কথা মাথায় রেখে আপনাদের Preparetion কে আরো Strong করতে আজ আপনাদের সাথে Share করছি 220+ General Knowledge MCQ  In Bengali PDF Download সুতরাং সময় অপচয় না করে নিচের দেওয়া Link- এ ক্লিক করে ডাউনলোড করে নিন|




কিছু নমুনা:

❏ ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল –২৬শে নভেম্বর ১৯৪৯

❏ ভারতবর্ষে ব্রিটিশ আধিপত্য স্থাপনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ হল –পলাশীর যুদ্ধ|

❏ কোন কেন্দ্রশাসিত অঞ্চলে কাভার্তী অবস্থিত –লাক্ষা দ্বীপ|

❏ ফুকেটের অবস্থান কোন সমুদ্র উপকূলে - থাইল্যান্ড উপসাগর|

❏ সরল অনুবীক্ষণ যন্ত্রের প্রথম আবিস্কারক কে –রবার্ট হুক|

❏ কে প্রথম এশিয়ান হিসেবে কেমব্রিজ বিশ্ববিদ্যালায়ের ‘মাস্টার অব ট্রিনিটি কলেজ’ নিযুক্ত হন –অমর্ত্য সেন|

❏ বাংলায় ‘অনুশীলন সমিতি’ স্থাপন করেন –প্রমথ মিত্র|

❏ ‘শের-ই-পাঞ্জাব’ নামে পরিচিত –লালা লাজপত রাই|

❏ ভারতের ‘দ্বিতীয় রাজধানী’ বলে পরিচিত –দেরাদুন শহর|

❏ ভারতবর্ষের কোন রাজ্যে ‘ভ্যালি অব ফ্লাওয়ার’ অবস্থিত –উত্তরপ্রদেশ|

❏ ‘উদ্যান নগরী’ বলা হয় –বেঙ্গালুরুকে|

❏ ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা চূড়ান্ত ভাবে অনুমোদন করেন কে –জাতীয় উন্নয়ন পর্ষদ|

❏ ক্যাম্প ডেভিড কোথায় অবস্থিত –মার্কিন যুক্তরাষ্ট্র|

❏ রাষ্ট্র সংঘের প্রথম মহাসচিব ছিলেন –ট্রিকভি লি|

❏ ‘অভিনব ভারত’ সংগঠন কে গড়ে তোলেন –বি. ডি. সরকার|

❏ ‘শ্বেতপত্র বলতে’ বলতে কি বোঝায় –কোনও জরুরী বিষয় সম্পর্কে সরকার কর্তৃক প্রকাশিত দলিল|

❏ রাষ্ট্রসংঘের পরিবেশ কর্মসূচির প্রধান কার্যালয় অবস্থিত –নাইরোবি|

❏ ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি –অ্যানী বেসান্ত|

❏ ন্যাশনাল প্ল্যানিং কমিটি প্রথম গঠিত হয় –১৯৩৮ সালে|

❏ রাইটার্স বিল্ডিং-এ ‘অলিন্দ যুদ্ধ’ কোন সালে হয় –১৯৩০ সালে|

❏ ভারতের জাতীয় সঙ্গীতটি প্রথম প্রকাশিত হয় –আনন্দমঠ উপন্যাসটিতে|

❏ ‘ভারতীয় বিপ্লবের জননী কাকে বলা হয় –ভিখাজী রুস্তম কামা|

❏ ভারতের সর্বপ্রথম উপপ্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছিলেন –সর্দার বল্লভভাই প্যাটেল|

❏ সুপ্রিম কোর্টের বিচারকদের কে নিয়োগ করেন –প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি|

❏ ‘রাজবলী’ গ্রন্থটির রচয়িতা হলেন –মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার|

❏ ভারতের নীল বিপ্লবের জনক বলা হয় - ড: অরুন কৃষ্ণানকে|

❏ বুদ্ধদেবের প্রতিমূর্তি প্রথম নির্মিত হয়েছিল –সারনাথ শিল্পশৈলীতে|

❏ ভারতবর্ষে প্রথম তুর্কী আক্রমনকারী কে –সবুক্তগীন|

❏ সতীদাহ প্রথা নিবারণ আইন পাশ হয়েছিল –১৮২৯ সালে|

❏ সত্যজিৎ রায় পরিচালিত প্রথম চলচিত্র কোনটি –পথের পাঁচালি|

❏ কোন বিল অর্থবিল কিনা তা নির্ধারণ করেন –লোকসভার স্পিকার|

❏ কানের যে অংশ দেহের ভারসাম্য রক্ষা করে –Cochlea

❏ ‘উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট’ বলা হয় –মহাপদ্মনন্দকে|

❏ ‘হিমোগ্লোবিনোপ্যাথি’ কথাটি যুক্ত –থ্যালাসেমিয়া রোগের সঙ্গে|

❏ কর্ণফুলির যুদ্ধ হয়েছিল –৬ই মে ১৯৩০ সালে|

❏ পৃথিবীর একবার আবর্তিত হতে সময় লাগে –২৩ ঘন্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড|

❏ ভারতীয় সুপ্রিম কোর্ট স্থাপিত হয় –১৯৫০ সালে|

❏ ‘আত্মীয় সভা’ প্রতিষ্টা করেন –রাজা রামমোহন রায়|

❏ ভারতের কমীউনিস্ট পার্টির প্রতিষ্টাতা –মানবেন্দ্রনাথ রায়|

❏ কোন রাজ্য কে ভূ-স্বর্গ বলা হয় –কাশ্মীর|

❏ কোন রাজ্যকে আপেলের রাজ্য বলা হয় –হিমাচলপ্রদেশ|

❏ ‘চায়নাম্যান’ শব্দটি প্রযোজ্য –ক্রিকেট খেলায়|

❏ টেস্ট ক্রিকেটে ভারতের প্রথম অধিনায়ক ছিলেন –সি. কে. নাইডু|

❏ সর্বপ্রথম ফুটবল খেলা অনুষ্ঠিত হয় –ইংল্যান্ডে|

❏ ‘বিশপ’ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত –দাবা খেলার সঙ্গে|

❏ অলিম্পিক ফুটবল প্রথম খেলা হয় –১৯০০ খ্রি: |

❏ জম্মু ও কাশ্মীর থেকে নেপালের পশিম সীমান্ত বরাবর প্রবাহিত নদীর নাম –কালি নদী|

❏ জাফরানের চাষ হয় –কাশ্মীর উপত্যকায়|

❏ মহিলা ফুটবলে প্রথম অর্জুন পুরস্কার পান –শান্তি মল্লিক|

❏ আন্তর্জাতিক ফুটবল খেলার স্থিতিকাল –বিরতি সহ ৯৫ মিনিট|

❏ পূর্বাঞ্চলের উচ্চতম শৃঙ্গ কোনটি –ফাতুম(৪৫৭৯ মিটার)|

❏ ‘এলিজাবেথ’ চলচিত্রটির পরিচালক –শেখর কাপুর|

❏ বিন্ধ্য পর্বতশ্রেনীর পূর্বাংশের নাম –কাইমুর|

❏ ‘চাঁদের পাহাড়’ বইটির লেখক –বিভূতিভূষণ বন্দোপাধ্যায়|

❏ টেলিফোনের গ্রাহক যন্ত্রে কোন শক্তি, কোন শক্তিতে রুপান্তরিত হয় –তড়িৎ শক্তি, শব্দ শক্তিতে|

❏ সিয়াচেন হিমবাহ – যে পর্বতশ্রেণীতে অবস্থিত – কারাকোরাম|

❏ ভারতের চিনির পাত্র বলা হয় –উত্তরপ্রদেশকে|

❏ বিশ্বের প্রথম দক্ষিন মেরু জয়ী হলেন –আমুন্ডসেন|

❏ কোন মৃত্তিকার গুরত্ব সর্বাধিক –পাললিক|

❏ ভারতের প্রাচীনতম সেচখাল কোনটি –পূর্ব যমুনা খাল|

❏ পৃথিবীর গভীরতম গিরিখাত হল –দক্ষিন পেরুর কল্কা নদীর গিরিখাত|

❏ ভারতের জাতীয় পতাকা গণপরিষদ গৃহীত হয়েছিল –২২শে জুলাই ১৯৪৭ |

❏ মৌর্য যুগে প্রচলিত দুটি কর –ভাগ ও বলি|

❏ ভারতে প্রথম কবে ও কোথায় জলবিদ্যুত কেন্দ্র স্থাপিত হয় –পশিমবঙ্গের দার্জিলিং-এ, ১৮৯৮ সালে|

❏ কোন বছরে ভারতে পারমানবিক শক্তি কমিশন (Atomic Energy commission) গঠিত হয় –১৯৫৮সালে|

❏ ভারতে প্রথম রেলইঞ্জিন নির্মাণ শুরু হয় –১৯৪৩ সালে|

❏ ভারতে প্রথম রেলইঞ্জিন নির্মাণ করে –টাটা ইঞ্জিনিয়ারিং অ্যান্ডলোকোমেটিভ কোং (TELCO)

❏ ভারতে নির্মিত প্রথম জাহজের নাম হল –জলঊষা|

❏ ভারত প্রথম জাহাজ নির্মাণ করে কোন কোম্পানি –সিন্ধিয়া স্টিম নেভিগেশন কোম্পানি|
 
❏ বস্ত্র উৎপাদনে পশিমবঙ্গের স্থান ভারতে চতুর্থ|

❏ কোন নগরীকে ভারতের প্রবেশদ্বার (Gateway of india) বলা হয় –মুম্বাই|

❏ কোন নদীর তীরে আমেদাবাদ অবস্থিত –সবরমতী নদী|

❏ বইয়ের ছোট অক্ষর এবং ঘড়ির সূক্ষ যন্ত্রপাতি দেখার জন্য যে কাঁচ ব্যবহৃত হয় – বিবর্ধক কাঁচ|

❏ হরপ্পাবাসীরা যে ধরনের পূজা করতেন –মাতৃপূজা ও প্রকৃতি পূজা|

যে বিজ্ঞানী পরমাণুর মধ্যে নিউটনের উপস্থিতি প্রমাণ করেন –স্যাডউইক|

❏ ‘ভারত ছারো’ আন্দোলন শুরু হয় – অগাস্ট, ১৯৪২ |

❏ ‘ইন্ডিকা’-র লেখক – গান্ডফানের্স|

❏ জগদীশচন্দ্র বসু আবিস্কৃত উদ্ভিদের বৃদ্ধি মাপক যন্ত্রের নাম – আর্ক ইন্ডিকেটর|

❏ যক্ষা রোগের জীবানুর আবিস্কারক হলেন – কখ (১৮৮২ সালে)|

❏ ১৮৮৮ সালে ক্রোমোজম আবিস্কার করেন – ওয়াল ডেয়ার|

❏ গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি ছিলেন – ডক্টর রাজেন্দ্র প্রসাদ|

❏ গণপরিষদের প্রথম অধিবেসনে যোগদান করেছিলেন – ২০৭ জন সদস্য|

❏ এশিয়ার দীর্ঘতম নদী কোনটি  - আমুর|

গভীরতম মহাসাগর – প্রশান্ত মহাসাগর|

❏ ক্ষেপণাস্ত্র নির্মাণে পাকিস্থানকে সাহায্যকারী দেশ – চীন|

❏ রামকৃষ্ণ মিশনের প্রতিষ্টা বৎসর – ১৮৯৬


❏ ‘অন্ধ্র কবিতার পিতামহ’ কাকে বলা হয় –

❏ প্রানীদের বৃহতম অঙ্গ হল – হৃৎপিন্ড|

❏ ক্ষুদ্রতম গুপ্তবিজী উদ্ভিদ হল – উলফিয়া|

❏ কুষ্ট রোগ সৃস্টিকারী ব্যাকটেরিয়ার নাম হল – ‘Mycobacterium leprae’ |

❏ উদ্ভিদের বৃদ্ধির হারকে যে লেখচিত্রের সাহায্যে প্রকাশ জোড়া হয় তাকে বলে – সিগময়েড কার্ভ|

❏ বিশ্বের উচ্চতম বিমানবন্দর – লাসা (তিব্বত)|

❏ পৃথিবীর বৃহতম মিষ্টিজলের হ্রদ – সুপিরিয়র|

❏ দীর্ঘতম গর্ভদন্ড হল – ভুট্টা (Maize)|

❏ বৃহতম মুকুল হল – বাঁধাকপি (cabbage)|

❏ অধিকাংশ জীবাশ্ম(Fossils) পাওয়া যায় – পাললিক শিলা|

❏ আজাদ হিন্দ ফৌজের নেতৃত্বে কে – সুভাষ চন্দ্র বসু|

❏ সুভাষ চন্দ্র বসু ১৯৪৩ সালে আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন – সিঙ্গাপুরে|

❏ ফল পাকবার জন্য ব্যবহার করা হয় – ইথিলিন|

❏ রক্তে RBC কমে গেলে যা হয় – অলিগোসাইথিমিয়া বা অ্যানিমিয়া|

❏ সংবিধান  রচনার দায়িত্বপ্রাপ্ত ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন – বি আর আম্বেদকর|

❏ Granary of India বলা হয় – পাঞ্জাবকে|

❏ একজন স্বাভাবিক দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষ কত দূরত্বের বস্তুকে স্পষ্ট দেখতে পায় – 25 সেমি|

❏ প্রাচীন ভারতের বিখ্যাত গণিতজ্ঞ – আর্যভট্ট|

❏ ‘বজ্রপাতের দেশ’ হিসাবে পরিচিত – ভুটান|

❏ সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড block গঠন করেন – ১৯৩৯ সালে|

❏ শের শাহের প্রকিত নাম হল – ফরিদ খাঁ|

❏ সীমান্ত গান্ধী হিসাবে অধিক পরিচিত – খান আব্দুল গফ্ফর খান|

❏ মাস্টারদা সূর্য সেনের নেতৃত্ব দিয়েছিলেন – মহম্মদ আলি জিন্নাহ|

❏ জওহরলাল নেহেরুর সভাপতিত্বে পরিকল্পনা কমিশন গঠিত হয় – ১৯৫০ সালে|

❏ পঞ্চায়েতিরাজ প্রথম শুরু হয় – রাজস্থানে|

❏ ১৯২২ সালে গঠিত স্বরাজ পার্টির প্রথম সভাপতি ছিলেন – চিত্তরঞ্জন দাশ|

❏ ইতিহাসের জনক বলা হয় – গ্রিক পন্ডিত হেরোডটাসকে|

❏ ভুমিকম্পের তরঙ্গ নির্ণয়কারী যন্ত্রের নাম হল – সিসমোগ্রাফ|

❏ কোন বন্দরের মধ্যে দিয়ে সবচেয়ে বেশি পণ্য পরিবহন হয়ে থাকে – মুম্বাই বন্দর|

❏ ব্যারোমিটার আবিস্কার করেন – টারিসিলী|

❏ Law of Gratation-এর আবিস্কারক – স্যার আইজাক নিউটন|

❏ গ্যালিলিও দূরবীন আবিস্কার করেন কোন বৎসর – ১৬০৯ খ্রি|

❏ পৃথিবীর আদি বা প্রাথমিক শিলা হল – আগ্নেয় শিলা|

❏ নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত – কলকাতা (পশিমবঙ্গ)|

❏ ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত – মুম্বাই(মহারাষ্ট্র)|

❏ রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত – হায়দ্রাবাদ (অন্ধ্রপ্রদেশ)|

❏ সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত – আমেদাবাদ (গুজরাট)|

❏ কোন ভারতীয় সর্বপ্রথম জানান যে, পৃথিবী সূর্যকে প্রদক্ষিন করছে – আর্যভট্ট|

❏ লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সারের ওষুধ – গ্লিভেক|

❏ গ্লিভেক প্রস্তুত করে কোন ওষুধ কোম্পানি – নোভাট্রিস কোম্পানি|

❏ ‘বিগ ব্যাং থিওরি’ এর প্রবর্তক – বেলজিয়ামের জোতির্বিদ অ্যাবে জর্জেস|

❏ ‘ফোটন’ (Photons) এর আবিস্কারক – আইনস্টাইন|

❏ কোন বিজ্ঞানী কবে তেজস্ক্রিয়তা আবিস্কার করেন – ফরাসী পদার্থ বিজ্ঞানী আঁরি বেকেরেল ১৮৯৬ সালে|

❏ দিল্লিকে ‘জাতীয় রাজধানী অঞ্চল’ হিসাবে ঘোষণা করা হয় – ১৯৯১ সালে ৬৯তম সংবিধান সংশোধনী অনুসারে|

❏ পশিমবঙ্গের শ্রেষ্ঠ বাগিচা ফসল হল – চা|

❏ বিশ্বের প্রথম মহিলা মহাকাশচারী হলেন – ভ্যালেন্তিনা তেরেস্কেভা|

❏ বিশ্ব সাস্থ্য সংস্থা (WHO) সদর দপ্তর হল – জেনেভা|

❏ আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর হল – হেগ (নেদারল্যান্ড)|

❏ কম্পিউটার দুনিয়ায় ব্যবহৃত VIRUS শব্দটির সম্পূর্ণ রূপ – Vital Information Resources Under Size

❏ কোন ভারিতীয় মহিলা মহাকাশচারী নাসার হয়ে মহাকাশ পরিভ্রমনকালে দুর্ঘটনায় প্রাণ হারান – কল্পনা চাওলা|

❏ মহাকাশ অভিযানে ২১শে জুলাই, ১৯৬৯ স্মরণীয় কেনো – ওই দিন দুজন মহাকাশযাত্রী নিল অমস্ট্রং ও এডুইন অল্ড্রিন প্রথম দুই মানুস হিসাবে চাঁদের বুকে পা রাখেন|

❏ ভারত কবে কক্ষপথে তার প্রথম স্যাটেলাইট ‘ইনস্যাট-২এ’ কক্ষপথে স্থাপনে সমর্থ হয় – ১০ই জুলাই, ১৯৯২ সাল|

❏ ভারতের জমজ শহর বলা হয় – হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদকে|

❏ ভারতের প্রথম পারমানবিক চুল্লী হল – অপ্সরা|

❏ প্রথম বাংলা সাহিত্যিক হিসাবে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন – তারাশংকর বন্দোপাধ্যায়|

❏ প্রথম বাংলা মহিলা সাহিত্যিক হিসাবে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন – আশাপূর্না দেবী|

❏ ওস্তাদ আলী খান কোন বাদ্য যন্ত্রটির সাথে যুক্ত – সেতার|

❏ ‘আধুনিক শিল্প দানব’ বলা হয় কোন শিল্পকে – পেট্রোরাসায়নিক|

❏ প্রথম ভারতীয় মহাকাশ যাত্রী – রাকেশ শর্মা|

❏ মহাকাশে প্রথম পদচারণা করেন – মেজর জেনারেল অ্যালেক্স এলিও হভ|(১৮ই মার্চ, ১৯৬৫)

❏ তিব্বতিরা যে দিনটি অভ্যুত্থনের দিন বলে মনে করেন – ১০ই মার্চ|

❏ কোন গুপ্ত রাজা পশ্চিম ভারতে শক শাসনের অবসান ঘটায় – দ্বিতীয় চন্দ্রগুপ্ত|

❏ হোমিওপ্যাথি চিকিৎসার জনক – হ্যানিম্যান|

❏ আয়ুর্বেদী চিকিৎসা পদ্ধতির উদ্ভব হয়েছিল – যিশুখ্রিস্টের জন্মের ২০০০ বৎসর পূর্বে|

❏ ডাক টিকিটের আবিস্কারক – স্যার রোনাল্ড হিল (১৮৪০)|

❏ ‘মানুষের দেহে রক্ত সঞ্চালন করছে’ এই তত্ব প্রচারের অপরাধে কোন বিজ্ঞানীর প্রাণদন্ড হয় – সারভেটাস|

❏ মহাকাশযান নির্মিত হয় কোন মজবুত ধাতু দিয়ে – পাইরোসেরাম|

❏ টেলিফোনের আবিস্কারক – গ্রাহামবেল|

❏ অ্যালুমিনিয়ামের আবিস্কারক – চার্লস মার্টিন হল|

❏ উচ্চশিক্ষা গ্রহণে ইংরেজিকে মাধ্যম করা চালু করেন – লর্ড উইলিয়াম বেন্টিক|

❏ জালিওয়ানওয়ালাবাগ হত্যাকান্ডে ১৯১৯ সালের কত তারিখে হয় – ১৩ই এপ্রিল|

❏ পেনসিলের শিষ তৈরী হয় – গ্রাফাইট থেকে|

❏ ফটোগ্রাফি ক্যামেরায় – উত্তল লেন্সের ব্যবহার হয়|

❏ বাংলার আকবর বলা হয় – হুসেন শাহ|

❏ ভাস্কো ডা গামা যে বন্দরে প্রথম পদার্পণ করেন – কালিকট|

❏ তে-ভাগা আন্দোলন প্রথম কোথায় দানা বাঁধে – মেদনীপুর|

❏ পুরানের সংখ্যা কত – ১৮

❏ ‘রাজতরঙ্গিনী’-র লেখক – কলহন|

❏ দশম অর্থকমিশনের চেয়ারম্যান – কে.সি.পন্থ|

❏ ভারতীয় নাগরিকদের কটি মৌলিক অধিকার আছে – ৬টি|

❏ ভুমিকম্পের তীব্রতা মাপক যন্ত্র হল – রিখটার স্কেল|

❏ india Wins Freedom বইটি কার লেখা -  মৌলনা আবুল কালাম আজাদ|

❏ ভারতের প্রাচীনতম সাহিত্য কোনটি – ঋগবেদ|

❏ পশিমবঙ্গের কয়টি জেলার সাথে বাংলাদেশের সীমানা যুক্ত – ৯টি|

❏ এলিফ্যান্ট গুহা কোন রাজ্যে অবস্থিত – মহারাষ্ট্র|

❏ কোশ বাদের প্রবর্তক কে – স্লেইডেন ও স্বোয়ান|

❏ ‘স্বরাজ আমার জন্মগত অধিকার’ উক্তিটি কার – বালগঙ্গাধর তিলক|

❏ All india Trade Union- এর প্রথম সভাপতি – লালা লাজপতরাই|

❏ ভারতবর্ষে কোন ন্যাশনাল পার্ক “Floating National Park” নামে খ্যাত – কাইবুল নামজো ন্যাশনাল পার্ক|

❏ প্রথম ভারতীয় পাইলট – জে. আর. ডি. টাটা|

❏ প্রথম মহিলা মুখ্যমন্ত্রী – সুচেতা কৃপালিনী|

❏ প্রথম মহিলা রাজ্যপাল – সরোজিনী নাইডু|

❏ বিমানবাহিনীর প্রথম মহিলা পাইলট – দুর্বা ব্যানার্জি|

❏ প্রথম মহিলা – IPS Officer – কিরণ বেদী|




File Details:
File Format: PDF
Pdf Name: Bangla Gk 2020 Mcq
Language: Bengali
No. of Pages: 10|11
Size: 390kb

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box