Breaking





Tuesday, February 18, 2020

ভারতের ইতিহাস পর্ব - ২ | History of India in Bengali Part - 2

ভারতের ইতিহাস পর্ব - ২ | History of India in Bengali Part-2



সাফল্য:
নমস্কার বন্ধুরা,
আজ আপনাদের সাথে শেয়ার করবো, ভারতের ইতিহাস পর্ব - ২ | History of India in Bengali Pdf Part - 2 এটির মাধ্যমে আপনারা ভারতীয় ইতিহাস সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবেন| Wbcs  সহ অন্যান্য পরীক্ষাতে এই অংশ থেকে প্রশ্ন আসে|

               সুতরাং সময় অপচয় না করে নিচের দেওয়া লিংক থেকে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ ফাইল টি সংগ্রহ  করে নিন|

1. কে বল্লভভাই প্যাটেল কে ‘সর্দার’ অ্যাখ্যা দেন?
(A) জওহরলাল নেহরু
(B) মহাত্মা গান্ধী ✔
(C) মৌলানা আজাদ
(D) সরোজিনী নাইডু

2. কে ‘মুদ্রারাক্ষস, গ্রন্থের লেখক?
(A) কালিদাস
(B) কলহন
(C) কৌটিল্য
(D) বিশাখদত্ত  ✔

3. কে দিল্লিতে অশোক স্তম্ভ এনেছিলেন?
(A)কুতুব উদ্দিন আইবক
(B)মহম্মদ বিন তুঘলক
(C)ফিরোজ শাহ তুঘলক ✔
(D)মহম্মদ কাশিম

4. মহাত্মা গাঁধি কোন সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফেরেন?
(A) 1912 খ্রি.
(B) 1916 খ্রি.
(C) 1915 খ্রি. ✔
(D) 1914 খ্রি.

5. স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে কে ‘শের-ই-পাঞ্জাব’ নামে পরিচিত?
(A) লালা লাজপত রাই ✔
(B) ভগত সিং
(C) লালা হরদয়াল
(D) চন্দ্রশেখর আজাদ

6. অশোকের শিলালেখ কোন লিপিতে লেখা হয়েছিল?
(A) দেবনগরী
(B) ব্রাহ্মী ✔
(C) হায়রোগ্লিফিক
(D)গুরুমুখী

7. গৌতম বুদ্ধ প্রথম কোথায় ধর্ম প্রচার করেন?
(A) সারনাথ ✔
(B) বৈশালি
(C) লুম্বিনি
(D) বোধগয়া

8. ভারতের জাতীয় প্রতীক লিখিত ‘সত্যমেব জয়তে’ কথাটির উৎস –
(A) গাঁধিজির রচনা
(B) মুণ্ডক উপনিষদ ✔
(C) নেহুরুর বক্তৃতা
(D) উপরের কোনোটিই নয়

9. কে 1605 খ্রি. আগ্রা শহর স্থাপন এবং এটিকে রাজধানীতে পরিনিত করেন?
(A) বহলুল লোদি
(B) সিকন্দর লোদি ✔
(C) ইব্রাহিম লোদি
(D) আকবর লোদি

10. 1940 সালে ‘আগস্ট প্রস্তাব’ পেশ করেন –
(A) লর্ড মর্লে
(B) লর্ড মিন্টো
(C) লর্ড লিনলিথগো ✔
(D) লর্ড মাউন্টব্যাটেন

11. সিন্ধু সভ্যতার অংশ মহেন-জো-দারো বর্তমানে কোন রাষ্ট্রের অন্তর্গত?
(A) ভারত
(B) পাকিস্থান ✔
(C) উজবেকিস্তান
(D) আফগানিস্থান

12. ‘জয় হিন্দ’ দ্বারা সম্ভাষণ করার প্রথা কে চালু করেন?
(A) জওহরলাল নেহরু
(B) মহাত্মা গাঁধি
(C) বাল গঙ্গাধর তিলক
(D) সুভাষচন্দ্র বসু ✔

13. অমৃতসরে জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ড কত সালে ঘটে?
(A) 1918 খ্রি.
(B) 1919 খ্রি. ✔
(C) 1920 খ্রি.
(D) 1916. খ্রি.

14. সুভাষচন্দ্র বসু কোথায় ‘স্বাধীন ভারত’ সরকার গঠন করেন?
(A) সিঙ্গাপুর ✔
(B) কলকাতা
(C) টোকিও
(D) রেঙ্গুন

15. কে ভারতের জাতীয় গান রচনা করেন?
(A) শ্রী অরবিন্দ
(B) বঙ্কিমচন্দ্র চ্যাটার্জী ✔
(C) রবীন্দ্রনাথ ঠাকুর
(D) মহাত্মা গাঁধি

16. কোন বিখ্যাত মুঘল সম্রাট দিল্লির লাল কেল্লা নির্মাণ করেন?
(A) ঔরঙ্গজেব
(B) আকবর
(C) শাহজাহান ✔
(D) জাহাঙ্গীর

17. কত সালে কলকাতা থেকে দিল্লিতে ভারতের রাজধানী স্থানান্তরিত হয়?
(A) 1858 খ্রি.
(B) 1911 খ্রি. ✔
(C) 1943 খ্রি.
(D) 1923 খ্রি.

18. গুপ্ত যুগের বিখ্যাত চিকিৎসাবিদ -
(A) শুদ্রক
(B) সৌনক
(C) সৌমিল্য
(D) শুশ্রূত ✔

19. ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয়?
(A) 1580 খ্রি.
(B) 1600 খ্রি. ✔
(C) 1606 খ্রি.
(D) 1620 খ্রি.

20. আলেকজান্ডার কত সালে ভারত আক্রমন করেন?
(A) 340 খ্রি. পূ.
(B) 356 খ্রি. পূ.
(C) 326 খ্রি. পূ. ✔
(D) 323 খ্রি. পূ.

21. গাঁধিজি কোথা থেকে ডান্ডি যাত্রা শুরু করেন?
(A) গুজরাত
(B) সবরমতী আশ্রম ✔
(C) চম্পারণ
(D) ডান্ডি

22. আকবরের শাসনকালে ফরাসি ভাষায় অনুদিত মহাভারত হল –
(A) ইকবালনামা
(B) আকবরনামা
(C) সমিনাতু-উল-আলুলি
(D) রজমনামা ✔

23. কোন শাসক ‘পাগলা রাজা’ নাম পরিচিত?
(A) ঔরঙ্গজেব
(B) মহম্মদ বিন তুঘলক ✔
(C) ইলতুৎমিস
(D) কুতুবউদ্দিন আইবক

24. কোনটি ভারতের সর্বাপেক্ষা প্রাচীন বংশ?
(A) গুপ্ত
(B) বর্ধন
(C) মৌর্য ✔
(D) কুষাণ

25. কত সালে মুসলিম সম্প্রদায় পাকিস্থান রাষ্ট্রের দাবি জানায়?
(A) 1940 খ্রি. ✔
(B) 1947 খ্রি.
(C) 1942 খ্রি.
(D) 1948 খ্রি.


26. গৌতম বুদ্ধ দেহ ত্যাগ করেন –
(A) কুন্দপুরে
(B) সারনাথে
(C) কুশিনগরে ✔
(D) কপিলাবস্তুতে

27. ‘রামচরিত’ এর রচয়িতা কে?
(A) শুভাকর গুপ্ত
(B) সন্ধ্যাকর নন্দী ✔
(C) জয়দেব
(D) অনিরুদ্ধ

28. মহেন-জো-দারোয় সিলমোহরের ওপর যে দেবতার খোদাই পাওয়া গেছে তা কিসের মূর্তি?
(A) শিবের আদি মূর্তি ✔
(B) দেবী মূর্তি
(C) বিষ্ণুর আদি মূর্তি
(D) ব্রহ্মার আদি মূর্তি

29. গৌতম বুদ্ধের ধর্মমত প্রচারের ঘটনা বৌদ্ধশাস্ত্রে কী নামে পরিচিত?
(A) অস্টাঙ্গিক
(B) মহাভিনিস্ক্রমন
(C) ভেরীঘোষ
(D) ধর্মচক্র প্রবর্তন ✔

30. ঔরঙ্গজেব কাকে রাজা উপাধি দিয়েছিলেন?
(A) শিবাজি ✔
(B) শম্ভুজি
(C) আফজাল খাঁ
(D) শায়েস্তা খাঁ


31. ‘বিবি কা মকবরা’ স্মৃতিসৌধটি কার স্মৃতিতে নির্মিত?
(A) হুমায়নের বোন
(B) দিলরাস বানু বেগম(ঔরঙ্গজেবের প্রথম স্ত্রী)✔
(C) যোধাবাঈ
(D) নুরজাহান

32. পুরীর জগন্নাথ মন্দিরের নির্মাণকার্য শুরু করেছিলেন কোন রাজা?
(A) ভাস্করবর্মন
(B) অপরাজিতবর্মন
(C) অনন্তবর্মন ✔
(D) যশোবর্মন

33. রাজারাজেশ্বর মন্দির কোথায় অবস্থিত?
(A) উড়িষ্যা
(B) কেরল ✔
(C) কর্নাটক
(D) বিহার

34. যমুনা খাল ও শতুদ্র খাল খনন করিয়েছিলেন কে?
(A) জালালউদ্দিন শাহ
(B) মুইজউদ্দিন মুবারক শাহ
(C) আলাউদ্দিন খলজি
(D) ফিরোজ শাহ তুঘলক ✔

35. বিশ্বের সর্বাপেক্ষা প্রাচীন বিশ্ববিদ্যালয় কোনটি?
(A) তক্ষশিলা ✔
(B) উজ্জয়নী
(C) নালন্দা
(D) বিক্রমশীলা

36. ‘কাদম্বরী’ কার রচনা?
(A) পতঞ্জলি
(B) বাণভট্ট ✔
(C) পাণিনি
(D) কালিদাস

37. কোন যুগে গান্ধার শিল্পরীতির বিকাশ ঘটে?
(A) কুষাণ যুগে
(B) গুপ্ত যুগে
(C) পল্লব যুগে
(D) মৌর্য যুগে ✔

38. দাক্ষিনাত্যে সাম্রাজ্য বিস্তারের জন্য আলাউদ্দিন খলজি কাকে প্রেরণ করেন?
(A) উলঘু খাঁ
(B) গাজী মালিক
(C) মালিক কাফুর ✔
(D) মালিক অম্বর

39. তাজমহলের প্রধান স্থপতি কে ছিলেন?
(A) ওস্তাদ ইশা ✔
(B) শাহজাহান
(C) ফারুক বেগ
(D) বেবাদল খাঁ

40. ‘বাংলার মুকুটহীন রাজা’ বলে অভিহিত হন কে?
(A) অরবিন্দ ঘোষ
(B) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ✔
(C) সুভাষচন্দ্র বসু
(D) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়

41. ভারতের রেলপথের জনক কে ছিলেন?
(A) কার্জন
(B) মিন্টো
(C) ক্যানিং
(D) ডালহৌসি ✔

42. ‘ইন্ডিয়া উইনস ফ্রিডম’ – এর রচিয়তা কে?
(A) বি জি তিলক
(B) উইলিয়াম কেরি
(C) মৌলানা আজাদ ✔
(D) মোতিলাল নেহরু

43. ছিয়াত্তরের মন্বন্তর কবে হয়েছিল?
(A) 1769 – 73 খ্রি. ✔
(B) 1774 – 78 খ্রি.
(C) 1777 – 81 খ্রি.
(D) 1875 – 79 খ্রি.

44. কে দশম শিখ গুরুর পদ অলংকৃত করেন?
(A) গুরু হররায়
(B) গুরু গোবিন্দ সিং ✔
(C) গুরু হরগোবিন্দ
(D) গুরু হরকিষেণ

45. কে ‘গাঁধি বুড়ি’ নামে খ্যাত ছিলেন?
(A) ইন্দিরা গাঁধি
(B) প্রীতিলতা ওয়াদ্দেদার
(C) সরোজিনী নাইডু
(D) মাতঙ্গিনী হাজরা ✔

46. স্বাধীনতা দিবস প্রথম কবে পালন করা হয়েছিল?
(A) 1930, 5 জানুয়ারি
(B) 1930, 15 আগস্ট
(C) 1930, 26 জানুয়ারি ✔
(D) 1930, 31 ডিসেম্বর

47. টিপু সুলতানের রাজধানী ছিল –
(A) শ্রীরঙ্গপত্তম ✔
(B) মহিশুর
(C) শৃঙ্গেরি
(D) উপরের কোনোটিই নয়

48. ‘ওয়াহাবি’ শব্দের অর্থ কী?
(A) আনন্দ
(B) নবজাগরণ ✔
(C) যুদ্ধ
(D) বিপ্লব

49. পলাশীর যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
(A) 1761
(B) 1775
(C) 1794
(D) 1757 ✔


50. মুঘল যুগে তাম্র মুদ্রার নাম কী ছিল?
(A) টাকা
(B) মনা
(C) দাম ✔
(D) নিষ্ক

51. ব্রোঞ্জ নির্মিত নটরাজের মূর্তি কোন শিল্পের নিদর্শন?
(A) চালুক্য
(B) চোল ✔
(C) চান্দেল্ল
(D) পল্লব

52. মহাবীর কার নিকট সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন?
(A) গোসল ✔
(B) ঋষভ
(C) গৌতম
(D) পার্শ্বনাথ

53. প্রাক ঐতিহাসিক ভারতের জনক কাকে বলা হয়?
(A) রবার্ট ব্রুস ✔
(B) আলেকজান্ডার কুনিং হাম
(C) কলোনেল মিন্ডস টেলর
(D) স্যার জন মার্শাল

54. নব্য প্রস্তর যুগে কোন ধাতুর ব্যবহার মানুষ সবথেকে বেশি করত?
(A) আমরি
(B) কালিবঙ্গান ✔
(C) হরপ্পা
(D) লোথাল

55. মানুষ কোন যুগ থেকে ফসল উতপন্ন করতে শুরু করে?
(A) প্রাচীন প্রস্তর যুগ
(B) নব্য প্রস্তর যুগ
(C) মধ্য প্রস্তর যুগ ✔
(D) উপরের কোনটিই নয়

56. গুজরাটের কোন জায়গায় হরপ্পার সভ্যতার নিদর্শন পাওয়া যায়?
(A) খান্ডিয়া
(B) ধোলাবিরা
(C) মানদা
(D) কুনটাসি ✔

57. কোথায় প্রথম ধাতবযন্ত্রের ব্যবহার দেখা যায়?
(A) গৃহ নির্মানে
(B) বাসনপত্র তৈরিতে
(C) জঙ্গল অপসারণে ✔
(D) চাকা তৈরিতে

58. ভারতবর্ষের কোথায় প্রথম নব্য প্রস্তর যুগের নিদর্শন পাওয়া যায়?
(A) লিংসুয়র ✔
(B) মেহরগড়
(C) কোলচিহা
(D) চিরান্দ

59. ভারতবর্ষের প্রাচীন ইতিহাস জানবার জন্য কোনটিকে সেরা উৎস বলা হয়?
(A) বিদেশি পর্যটকদের লেখা
(B) লিপি ✔
(C) স্মৃতিস্তম্ভ
(D) ধর্ম সাহিত্য

60. কোথায় প্রথম 2000 থেকে 1000 খ্রি: পূ: মধ্যে লোহার ব্যবহার শুরু হয়?
(A) দেরাবের
(B) মানদা
(C) নৌসারো
(D) পীরক ✔


61. লাঙলের ব্যবহার সর্বপ্রথম কোথায় পাওয়া যায়?
(A) লোথাল
(B) হরপ্পা
(C) কলিবঙ্গান ✔
(D) বনবালি

62. কোথায় প্রথম সাইনবোর্ড দেখতে পাওয়া যায়?
(A) সুকতাজেন্দর
(B) বালাকোট
(C) রাখিগ্রহী
(D) ধোলাভীরা ✔

63. হিমালয় এবং নর্মদা নদীর মধ্যবর্তী অঞ্চলে কটি স্বাধীন রাষ্ট্র গড়ে উঠেছিল?
(A) ১৬ ✔
(B) ১১
(C) ১৭
(D) ২১

64. যে রথ চালাত তাকে কি বলা হত?
(A) ভোজ
(B) সুতা ✔
(C) ভিকল
(D) সংগৃহিতা

65. কোন বেদে গায়ত্রীমন্ত্র অন্তর্ভুক্ত আছে?
(A) যজুর্বেদ
(B) সমবেদ
(C) ঋকবেদ ✔
(D) উপনিষদ

66. ‘বিদ’ কথাটির অর্থ কী?
(A) ঈশ্বর
(B) পবিত্র
(C) নীতি
(D) জ্ঞান ✔

67. বিষ্ণু পুরাণ থেকে কিসের বর্ণনা পাওয়া যায়?
(A) সিন্ধু উপত্যকার জীবন
(B) মৌর্য সাম্রাজ্য ✔
(C) বর্দ্ধন রাজাদের সাম্রাজ্য
(D) সাতবাহন সাম্রাজ্য

68. প্রাচীন ঐতিহাসিক ভুগোলের রত্নাকর বলতে কি বোঝাত?
(A) ভারত মহাসাগর ✔
(B) গঙ্গা, যমুনা ও সরস্বতীর সংযোগস্থল
(C) আরবসাগর
(D) গঙ্গাসাগর

69. উপনিষদ, যার অন্য নাম বন্দনা – কটি ভাগে বিভক্ত?
(A) ১০২
(B) ১১৪
(C) ১০৮ ✔
(D) ৯৮

70. কোন স্থানের উল্লেখ রামায়ণ ও মহাভারতে নেই?
(A) মগধ
(B) কৌশম্বি ✔
(C) কাশী
(D) পাঁচলা

71. মহাভারতের যুদ্ধ সম্ভবত: কোন সময়ে হয়েছিল?
(A) ২০০০ খ্রি: পূ:
(B) ১০০ খ্রি:
(C) ১০০ খ্রি: পূ:
(D) ১০০০ খ্রি: পূ: ✔

72. ‘মিতাক্ষর’ কার লেখা?
(A) শাস্ত্রজ্ঞ বিজ্ঞানেশ্বর ✔
(B) মনু
(C) জীমূত বাহন
(D) হিমাদ্রী

73. প্রাচীন লোকেদের কাছে কোন প্রাণী পরিচিত ছিল?
(A) বাঘ
(B) সিংহ ✔
(C) হাতি
(D) গন্ডার

74. পূরণের সংখ্যা কটি?
(A) ২১
(B) ৫১
(C) ১৮ ✔
(D) ১০৮

75. কোন দেবতা সূর্যের সঙ্গে সম্পর্কযুক্ত?
(A) ইন্দ্র
(B) অশ্বিন ✔
(C) অরণ্যানী
(D) পূষণ


76. মগধের কোন রাজা তার রাজধানী গিরিব্রিজ থেকে পাটলিপুত্রে স্থানান্তরিত করেন?
(A) কলাশোক ✔
(B) শিশুনাগ
(C) অজাতশত্রু
(D) উপরের কোনোটিই নয়

77. কোন গ্রন্থে বুদ্ধকে জ্ঞান ও দয়ার সাগর হিসাবে বর্ণনা করা হয়েছে?
(A) অমরকোষে
(B) জাতকের গল্পে
(C) বুদ্ধ চরিতে ✔
(D) উপরের কোনোটিই নয়

78. অনুব্রত করা সমর্থন করেন?
(A) হীনযান বৌদ্ধরা
(B) শিখরা
(C) মহাযান বৌদ্ধরা
(D) জৈনরা ✔

79. হর্ষবর্ধনের সময় বিশাল ধর্মসম্মেলনের আয়োজন করা হয়েছিল কোথায়?
(A) প্রয়াগ ✔
(B) পাটলিপুত্র
(C) পুরুষপুর
(D) নালন্দা

80. কোন বিখ্যাত ইন্দ্রগ্রিক রাজা বৌদ্ধ ধর্ম গ্রহণ করে ছিলেন?
(A) ডিমিট্রিয়াস
(B) মিয়ান্ডার ✔
(C) স্ট্রাটো
(D) আলেকজান্ডার

81. অষ্টমমার্গ কোথাকার মূল কথা?
(A) দিব্যদান
(B) দীপবংশ
(C) ধর্মচক্র প্রবর্তন সুত্র ✔
(D) উপরের কোনোটিই নয়

82. কে ত্রিরত্নের ওপর গুরত্ব দিয়েছিলেন?
(A) মনু
(B) বুদ্ধ
(C) ইন্দ্র
(D) মহাবীর ✔

83. অর্থশাস্ত্রে কোন বিষয়ের উল্লেখ আছে?
(A) রাষ্ট্রনীতি ✔
(B) অর্থনীতি
(C) ধর্মের শাসন
(D) ধর্ম

84. প্রাচীন কোন মহাজনপদ যমুনা নদীর তীরে বিস্তার লাভ করেছিল?
(A) মৎস
(B) বাৎস ✔
(C) অঙ্গ
(D) অবন্তি

85. ভারতবর্ষে প্রথম বৈদেশিক অভিযান করেছিল করা?
(A) ক্যাম্বিসেস
(B) সাইরাস
(C) প্রথম দরিয়াস ✔
(D) উপরের কোনোটিই নয়

86. অজাতশত্রু পিতাকে হত্যা করেছিলেন কার প্ররোচনায়?
(A) দেবদত্ত ✔
(B) অর্জুন
(C) চেতক
(D) দূর্মখ

87. ‘দেবনাম প্রিয়’ উপাধিটি কাকে দেওয়া হয়েছিল?
(A) কনিষ্ক
(B) হর্ষবর্ধন
(C) চন্দ্রগুপ্ত মৌর্য
(D) অশোক ✔

88. ধর্মাশোকের নাম কোন গ্রন্থে পাওয়া যায়?
(A) জুনাগর লিপি
(B) সারনাথ লিপি ✔
(C) মাসকি সাহিত্য
(D) উপরের কোনোটিই নয়

89. তামিল মহাকাব্য ‘শিলাপ্পাদিকরম’ কার রচিত?
(A) সত্যনার
(B) ঋষি অগত্য
(C) ইলংগো ✔
(D) তিরু ভ্যলুভার

90. চৈনিক ব্যবসায়ীরা কোন দ্রব্য নিয়ে ভারতে এসেছিলেন?
(A) বাঁশ ✔
(B) লাঠি
(C) নারকেল
(D) তরমুজ


91. ‘সত্যসাই’ – কার রচনা?
(A) হর্ষবর্ধন
(B) হালা (একজন সাতবাহন শাসক)✔
(C) অশোক
(D) বাসুদেব কানহো

92. ‘জিরো’ কে আবিষ্কার করেন?
(A) বরাহমিহির
(B) আর্যভট্ট
(C) ভাস্কর ১ ✔
(D) উপরের কোনোটিই নয়?

93. ‘মহারাজাধিরাজ’ উপাধি দেওয়া হয় কোন রাজাকে?
(A) কনিষ্ক
(B) সাতবাহন
(C) অশোক
(D) প্রথম চন্দ্রগুপ্ত ✔

94. ‘মৃচ্ছকটিকা’ গ্রন্থের রচয়িতা কে ছিলেন?
(A) বানভট্ট
(B) শুদ্রাক্ষ ✔
(C) বিক্রমাদিত্য
(D) কালিদাস

95. কার রাজত্বকালে মহাবলীপুরমে পাহাড় কেটে মন্দির স্থাপিত হয়েছিল?
(A) অশোক
(B) চোল
(C) পল্লব ✔
(D) সমুদ্রগুপ্ত

96. ডেসিমেল এর প্রবর্তক কে ছিলেন?
(A) ভাস্কর ✔
(B) বানভট্ট
(C) আর্যভট্ট
(D) উপরের কোনোটিই নয়

97. রাষ্ট্রকূট সাম্রাজ্যের স্থাপনা কে করেছিলেন?
(A) ধ্রূব
(B) দান্তিদূর্গ ✔
(C) প্রথম কৃষ্ণ
(D) প্রথম অমোঘবর্ষ

98. ১৩ শতকে মাউন্ট আবুতে বিখ্যাত দিলওয়ারা মন্দির কে স্থাপন করেছিলেন?
(A) তেজপাল ✔
(B) রাজ্যপাল
(C) দেব পাল
(D) মহেন্দ্র পাল

99. বিখ্যাত অভিধানলেখক অমরসিংহ কার সমসাময়িক ছিলেন?
(A) নাগার্জুন
(B) অশ্ব ঘোষ
(C) কালিদাস ✔
(D) পাণিনি

100. প্রাক মধ্যভারত জিল কথাটির উৎপত্তি কোথা থেকে হয়েছিল?
(A) টাকা
(B) খেলা
(C) ওজন
(D) পয়সা ✔

101. বিখ্যাত ‘কৈলাস মন্দির’ কাদের পৃষ্ঠপোষকতায় তৈরি হয়েছিল?
(A) রাষ্ট্রকূট ✔
(B) চোল
(C) কদ্স্ব
(D) পল্লব

102. ‘দশকুমার চরিত’ কে রচনা করেছিলেন?
(A) মহাকবি কালিদাস
(B) দানদীন ✔
(C) তুলসীদাস
(D) বেদব্যাস

103. গোয়ালিয়র লিপি থেকে কোন প্রতিহার শাসকের কৃতিত্বপূর্ণ কাজ সম্বন্ধে জানতে পারা যায়?

(A) প্রথম নাগভট্ট
(B) মহেন্দ্রপাল
(C) মিহিরভোজ ✔
(D) বৎসরাজ

File Details:
File Name: History of India Part - 2
File Size: 900kb

No of Pages: 12
Download Link: Click Here To Download

4 comments:

  1. Sir apnader youtube r channel tar nane kindly bolben??apnara important notes den..

    ReplyDelete
  2. Amader YouTube channel nei, Importaint notes ai site deoa hoy

    ReplyDelete
  3. Sir apnader YouTube channel nei kano?

    ReplyDelete
  4. Sir , Indian history er kono material hbe??

    ReplyDelete

Please do not enter any spam link in the comment box