Breaking





Sunday, February 23, 2020

বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক যন্ত্রপাতি পিডিএফ - List of Various Types Scientific Instrument in Bengali Pdf

বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক যন্ত্রপাতি পিডিএফ - List of Various Types Scientific Instrument in Bengali Pdf


Hello Students,

নমস্কার বন্ধুরা আজ আপনাদের সাথে শেয়ার করবো, বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক যন্ত্রপাতি পিডিএফ - List of Various Types Scientific Instrument in Bengali Pdf এটির মাধ্যমে আপনারা বৈজ্ঞানিক যন্ত্রপাতি সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবেন|

                            সুতরাং সময় অপচয় না করে নিচ থেকে তালিকাটি পড়ে নিন এবং প্রয়জনে সম্পূর্ণ পিডিএফ ফাইল টি নিচের দেওয়া লিংক থেকে সংগ্রহ করে নিন একদম বিনামূল্যে|

❏ হাইগ্রোস্কোপ (Hygroscope) ➔ আবহাওয়ার আদ্রতাজ্ঞাপক যন্ত্র

❏ ম্যানোমিটার (Manometer) ➔ গ্যাসের তাপ মাপার যন্ত্র

❏ অডিওমিটার (Audiometer) ➔ শ্রবণ ক্ষমতার পার্থক্য মাপার যন্ত্র

❏ ক্রোনোমিটার (Cronometer) ➔ অত্যন্ত সুক্ষ্ম সময়জ্ঞাপক যন্ত্র (এগুলি ব্যবহৃত হয় সমুদ্রাঞ্চলে দ্রাঘিমা নির্ণয়    করতে)

❏ পিজোমিটার (Piezometer) ➔ উচ্চতাপ ও সংক্ষেপন পরিমাপক যন্ত্র

❏ বাথোমিটার (Bathometer) ➔ সমুদ্রের গভীরতা মাপার যন্ত্র

❏ সিসমোগ্রাফ (Seismograph) ➔ ভূ – কম্পনের উত্পত্তিস্থল এবং কম্পনের প্রাবল্য মাপার যন্ত্র

❏ রেইন গজ (Rain Gauge) ➔ যে যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাতের পরিমাপ নির্ণয় করা হয়

❏ রিফ্রাক্টোমিটার (Refracto Meter) ➔ প্রতিসরণাঙ্ক পরিমাপের যন্ত্র

❏ টেলিমিটার (Telemeter) ➔ দূরবর্তী স্থানে ঘটিত ভৌতিক ঘটনাবলী নথিকরণের যন্ত্র

❏ সি. এটি স্ক্যানার (C.A.T Scanner) ➔ রঞ্জনরশ্মির সাহায্যে এই যন্ত্রটি শরীরের সমস্ত কলার ত্রিমাত্রিক ছবি তৈরি করে

❏ স্পেকট্রোস্কোপ (Spectroscope) ➔ যে যন্ত্রের দ্বারা বর্ণালী বিশ্লেষণ করা হয়, বর্ণালীবিক্ষণ যন্ত্র

❏ পিরহেলিয়োমিটার (Pyrheliometer) ➔ সৌরবিকিরণ পরিমাপের যন্ত্র

❏ অ্যাকটিনোমিটার (Actinometer) ➔ রেডিয়েশন বা বিকিরণ পরিমাপ করার যন্ত্র

❏ ক্যালিপারস (Callipers) ➔ টিউব, রঙ বা তারের ব্যাসার্ধ পরিমাপক যন্ত্র

❏ ক্লাইনোমিটার (Clinometer) ➔ কোন পরিমাপক যন্ত্র

❏ অ্যামমিটার (Ammeter) ➔ বৈদ্যুতিক প্রবাহের ক্ষমতা নির্ণয়ক যন্ত্র

❏ কমিউ টেটর (Commutator) ➔ বৈদ্যুতিক প্রবাহের পরিবর্তন অথবা বিপরীতকরণের যন্ত্র, ডায়নামোয় পরিবর্তী বিদ্যুতপ্রবাহ একমুখী বিদ্যুত প্রবাহে পরিবর্তন করতেও ব্যবহৃত হয়

❏ ব্যারোমিটার (Barometer) ➔ বায়ুচাপ মাপার যন্ত্র

❏ মাইক্রোমিটার (Micrometer) ➔ সুক্ষ্মভাবে দূরত্ব এবং কোণ পরিমাপের যন্ত্র

❏ বেকম্যান থার্মোমিটার (Beckmann Thermometer) ➔ তাপমাত্রার সুক্ষ্ম পরিবর্তন পরিমাপক যন্ত্র

❏ ইলেকট্রোস্কোপ (Electroscope) ➔ যে যন্ত্রের সাহায্যে বিদ্যুত আধানের উপস্থিতি জানা যায়

❏ স্ট্রবোস্কোপ (Stroboscope) ➔ এই যন্ত্রে পর্যাবৃত্তিক গতিসম্পন্ন দ্রুত ধাবমান বস্তুকে স্থির অবস্থায়  দেখতে সাহায্য করে

❏ স্পেকট্রোমিটার (Spectrometer) ➔ একধরনের স্পেকট্রোস্কোপ যাতে এমনভাবে ক্রমাঙ্কন করা হয়, যা নিখুঁত ভাবে প্রতিসরণাঙ্ক মাপতে সাহায্য করে

❏ অলটিমিটার (Altimeter) ➔ বাযুশুন্য বাক্সের স্থিতিস্থাপক ঢাকনার ওপরে বাতাসের ক্রিয়া বিচার করে বায়ুচাপ মাপে এমন একধরনের বিশেষ চ্যাপম্যান যন্ত্র, যার সাহায্যে উচ্চতা নির্ণয় করা হয়

❏ কলরিমিটার (Colorimeter) ➔ বর্ণের ঔজ্জ্বল্য তুলনামূলক ভাবে নির্ণয় করতে এই যন্ত্র ব্যবহৃত হয়

❏ ডায়নামোমিটার (Dynamometer) ➔ বিদ্যুত শক্তি পরিমাপের যন্ত্র

❏ স্টেরিওস্কোপ (Steroscop) ➔ দ্বিমাত্রিক ছবির গভীরতা এবং সম্বন্ধতা স্পষ্টভাবে দেখতে যে আলোকযন্ত্র সাহায্য করে

❏ ভোল্টমিটার (Voltmeter) ➔ দুটি বিন্দুর মধ্যকার তড়িৎ বিভব মাপার যন্ত্র

❏ কোয়াড্রান্ট (Quadrant) ➔ নৌচালনা এবং জ্যোতিরবিদ্যায় উচ্চতা এবং কোণ পরিমাপক যন্ত্র

❏ পেরিস্কোপ (Periscope) ➔ যে যন্ত্রের সাহায্যে দর্শকের চোখের তলা থেকে ঊর্ধ্বে এবং আড়ালে অবস্থিত বস্তু দেখা যায়

❏ অ্যানেমোমিটার (Anemometer) ➔ বাতাসের বেগ পরিমাপক এবং প্রবাহের দিক নির্দেশক যন্ত্র

❏ স্যালাইনোমিটার (Salinometer) ➔ একধরনের হাইড্রমিটার যা দ্রবনের ঘনত্ব মেপে দ্রবণে মিশ্রিত লবণের পরিমাণ নির্ণয় করতে সাহায্য করে

❏ থার্মোস্ট্যাট (Thermostat) ➔ নির্দিষ্ট তাপমাত্রা নিয়ন্ত্রণক্ষম স্বয়ংক্রিয় যন্ত্র

❏ ম্যাগনেটোমিটার (Magnetometer) ➔ চৌম্বক মোমেন্ট এবং ক্ষেত্র তুলনামূলকভাবে পরিমাপ করতে যে যন্ত্র ব্যবহৃত হয়

❏ ফোটোমিটার (Photometer) ➔ বিভিন্ন আলোর ঔজ্জ্বল্য তুলনামূলকভাবে মাপতে যে যন্ত্র ব্যবহৃত হয়

❏ স্ফেরোমিটার (Spherometer) ➔ যে যন্ত্রের সাহায্যে অত্যন্ত সূক্ষ্মভাবে গোলকের বক্রতা মাপা হয়

❏ প্লেনিমিটার (Plainimeter) ➔ সমতল ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ক যন্ত্র

❏ থার্মস্কোপ (Thermoscope) ➔ এই যন্ত্র বস্তুর আয়তনের পরিবর্তন থেকে তাপমাত্রায় পরিবর্তন পরিমাপ করতে ব্যবহৃত হয়

❏ কোয়ার্টজ ক্লক (Quartz Clock) ➔ অত্যন্ত সূক্ষ্মভাবে সময় মাপার যন্ত্র

❏ ম্যাকমিটার (Machmeter) ➔ শব্দের চেয়ে বেশি গতিবেগ পরিমাপক যন্ত্র

❏ হিপসোমিটার (Hypsometer) ➔ কোন অঞ্চলের আনতি পরিমাপক যন্ত্র

❏ স্প্রিং ব্যালান্স (Spring balance) ➔ একধরনের ওজন মাপার যন্ত্র, দ্রুত এবং মোটামুটি ভাবে ওজন নির্ণয় করতে যন্ত্রটি সাধারণত ব্যবহৃত হয়

❏ রেডিও মাইক্রোমিটার (Radio Micrometer) ➔ তাপ বিকিরণ মাপার যন্ত্র

❏ ভিসকোমিটার (Viscometer) ➔ বস্তুর আঠালো চরিত্র মাপার যন্ত্র

❏ গ্যালভ্যানোমিটার (Galvanometer) ➔ বিদ্যুত প্রবাহ মাপার যন্ত্র

❏ ট্রানজিস্টর (Transistor) ➔ বিদ্যুতপ্রবাহ প্রবধ্রিত সহ অন্যান্য কাজ করে

❏ ইন্টারফেরোমিটার (Interferometer) ➔ আলোর তরঙ্গ দৈর্ঘ্য মাপার যন্ত্র

❏ হাইড্রফোন (Hydrophone) ➔ জলমধ্যস্থিত শব্দ মাপার যন্ত্র

❏ ল্যাকটোমিটার (Lactomitar) ➔ যে যন্ত্রের সাহায্যে আপেক্ষিক ঘনত্ব মাপা হয়

❏ হাইগ্রোমিটার (Hygrometer) ➔ বাতাসের আপেক্ষিক আদ্রতা মাপার যন্ত্র

❏ ইন্টারফেরোমিটার (Interferometer) ➔ আলোর তরঙ্গদৈর্ঘ্য মাপার যন্ত্র


File Details:

File Name: List of Various Types Scientific Instrument
File Format:PDF
Language: Bengali
No. of Pages: 4
File Size: 725kb
Download Link: Click Here To Download


No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box