Breaking





Wednesday, March 11, 2020

বিশেষ বৈশিষ্ট্য সমন্বিত মৌলসমূহ তালিকা ডাউনলোড List of Specialty Characteristic Combined of Fundamentals in Bengali PDF Download

বিশেষ বৈশিষ্ট্য সমন্বিত মৌলসমূহ তালিকা ডাউনলোড List of Specialty Characteristic Combined of Fundamentals in Bengali PDF Download

বিশেষ বৈশিষ্ট্য সমন্বিত মৌলসমূহ তালিকা ডাউনলোড List of Specialty Characteristic Combined of Fundamentals PDF Download
বিশেষ বৈশিষ্ট্য সমন্বিত মৌলসমূহ তালিকা
Hello Friends:
                       আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি, বিশেষ বৈশিষ্ট্য সমন্বিত মৌলসমূহ তালিকা ডাউনলোড List of Specialty Characteristic Combined of Fundamentals in Bengali PDF Download কারণ আপনারা সবাই জানেন বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় General Science বা সাধারণ বিজ্ঞান এর অংশ হিসাবে বিশেষ বৈশিষ্ট্য সমন্বিত মৌলসমূহ তালিকা থেকে কিছু কেমন প্রশ্ন আসতে দেখা যায়|
                        সুতরাং সময় অপচয় না করে তালিকাটি মুখস্থ করে নিন এবং নিচের দেওয়া লিংক থেকে  List of Specialty Characteristic Combined of Fundamentals সম্পূর্ণ পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিন একদম বিনামূল্যে|

       বিশেষ বৈশিষ্ট্য                        মৌলের নাম
✰ তেজস্ক্রিয় মৌল ➟ রেডিয়াম (Ra), থোরিয়াম (Th), ইউরোনিয়াম (U) ইত্যাদি

✰ আদর্শ মৌল ➟ পটাশিয়াম (K), ম্যাগনেশিয়াম (Mg), সোডিয়াম (Na), সালফার (S), ফসফরাস (প), অ্যালুমিনিয়াম (Al), ক্লোরিন (Cl) ইত্যাদি

✰ সবচেয়ে হালকা গ্যাস ➟ হাইড্রোজেন (H)

✰ সবচেয়ে হালকা ধাতু ➟ লিথিয়াম (Li)

✰ কয়েকটি তড়িৎ - ঋণাত্মক মৌল ➟ ফ্লুরিন (F), ক্লোরিন (Cl), নাইট্রোজেন (N), অক্সিজেন (O) ইত্যাদি

✰ কয়েকটি তড়িৎ - ধনাত্মক মৌল ➟ হাইড্রোজেন (H), সোডিয়াম (Na), পটাশিয়াম (K) ইত্যাদি

✰ সর্বাপেক্ষা হালকা নিস্ক্রিয় গ্যাস ➟ হিলিয়াম (He)

✰ কঠিনতম মৌলিক পদার্থ ➟ হীরক (C, কার্বনের রুপভেদ)

✰ দুস্ট মৌল ➟ হাইড্রোজেন

✰ একটি ভঙ্গুর অধাতু ➟ বিসমাথ (Bi)

✰ স্বাভাবিক উষ্ণতায় তরল ধাতু ➟ গ্যালিয়াম (Ga), পারদ (Hg)

✰ বরধাতু বা নোবল মেটাল ➟ প্ল্যাটিনাম (Pt), সোনা (Au), রুপা (Ag)

✰ অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেনের সঙ্গে মেশানো হয় ➟ হিলিয়াম (He)

✰ ক্ষার ধাতু ➟ সোডিয়াম (Na), লিথিয়াম (Li), সিজিয়াম (Cs), রুবিডিয়াম (Rb) ইত্যাদি

✰ সবচেয়ে ভারী অধাতু ➟ অ্যাস্টেটাইন (At)

✰ স্বাভাবিক উষ্ণতায় তরল অধাতু ➟ ব্রোমিন (Br)

✰ সর্বাপেক্ষা নমনীয় ধাতু ➟ সোনা (Au)

✰ মহাবিশ্বে সর্বাধিক উপস্থিত মৌল ➟ হাইড্রোজেন (H)

✰ সবচেয়ে বেশি তড়িৎ - ধনাত্মক মৌল ➟ ফ্রান্সিয়াম

✰ একটি তড়িৎ - ধনাত্মক অধাতু ➟ হাইড্রোজেন (H)

✰ ভূপৃষ্ঠে সর্বাধিক উপস্থিত মৌল ➟ অক্সিজেন (O) (46.5%) {দ্বিতীয় – সিলিকন (Si) 28%}

✰ নিস্ক্রিয় গ্যাস (নোবল গ্যাস) ➟ আর্গন (Ar), হিলিয়াম (He), জেনন (Xe), নিয়ন (Ne), রেডন (Rn), ক্রিপটন (Kr)

✰ লিথোস্ফিয়ারে সর্ভাধিক উপস্থিত মৌল ➟ অক্সিজেন (O)

✰ মুদ্রা ধাতু বা কয়েনেজ মেটাল ➟ সোনা (Au), রুপা (Ag), তামা (Cu)

✰ বায়ুমন্ডলে সর্বাধিক উপস্থিত মৌল ➟ নাইট্রোজেন (N) (77.17%)

✰ তাপ ও তড়িতের পরিবাহী অধাতু ➟ গ্রাফাইট, গ্যাসকার্বন (উভয়ই কার্বনের রুপভেদ)

✰ ভূপৃষ্ঠে সর্বাধিক উপস্থিত ধাতু ➟ অ্যালুমিনিয়াম (Al) (7 – 8%)

✰ হ্যালোজেন মৌল ➟ আয়োডিন (I), ক্লোরিন (Cl), ফ্লুরিন (F), অ্যাস্টেটাইন (At), ব্রোমিন (Br)

✰ দুটি উজ্জ্বল ধাতু ➟ গ্রাফাইট (C), আয়োডিন (I)

✰ সবচেয়ে ভারী গ্যাস ➟ রেডন (Rn)

✰ সবচেয়ে বেশি তড়িৎ - ঋণাত্মক মৌল ➟ ফ্লুরিন (F)

✰ জলের চেয়ে হালকা ধাতু ➟ সোডিয়াম (Na)

✰ বিরল মৃত্তিকা মৌল ➟ লুটেশিয়াম (Lu), সিরিয়াম (Ce) ইত্যাদি (মোট 14 টি)

✰ ধাতব ও অধাতব উভয় ধর্ম বর্তমান (ধাতুকল্প) ➟ আর্সেনিক (As), অ্যান্টিমনি (Sb), সিলিকন (Si)

✰ সন্ধিগত মৌল (Transition element) ➟ নিকেল (Ni), কপার (Cu), সিলভার (Ag), আয়রন (Fe), ক্যাডমিয়াম (Cd), কোবাল্ট (Co), ম্যাঙ্গানিজ (Mn) ইত্যাদি



File Details:

File Name:  List of Specialty Characteristic Combined of Fundamentals
File Format: PDF
Language: Bengali
No of Pages: 04
File Size: 556 Kb
Download Link: Click Here to Download


No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box