Breaking





Tuesday, May 19, 2020

100+ Life Science Question and Answer in Bengali PDF Part - 3 || ১০০টি+ জীবনবিজ্ঞান প্রশ্নোত্তর পর্ব – ৩ PDF

100+ Life Science Question and Answer in Bengali PDF Part - 3 || ১০০টি+ জীবনবিজ্ঞান প্রশ্নোত্তর পর্ব – ৩ PDF

100+ Life Sciences Question and Answer in Bengali PDF Part - 3
100+ Life Sciences Question and Answer Part - 3
সাফল্য:
নমস্কার বন্ধুরা,
আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো, 100+ Life Science Question and Answer in Bengali PDF Part - 3 || ১০০টি+ জীবনবিজ্ঞান প্রশ্নোত্তর পর্ব – ৩ PDF, যেটির মধ্যে আপনারা জীবনবিজ্ঞান সম্পর্কিত গুরুত্বপূর্ণ ১০০ টি প্রশ্ন ও উত্তর পাবেন| যেগুলি আপনারা স্টাডির মাধ্যমে আগত বিভিন্ন চাকরির পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং সফলতা লাভ করতে পারবেন|

             সুতরাং সময় অপচয় না করে নমুনা গুলি দেখে নিন এবং প্রয়োজনে নিচের দেওয়া লিংক থেকে 100+ Life Science Question and Answer Part-3 সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ টি ডাউনলোড করে নিন আর পড়তে থাকুন|

কিছু নমুনা::

১. মেডুলা অবলঙ্গাটা মানবদেহের কোন অঙ্গের   অংশ ?
উ: মস্তিষ্ক

২. ‘বায়োপসি’ করা হয় ?
উ: জীবিত ব্যক্তির টিস্যু নিয়ে

৩. ‘সল্ক’ টীকা কোন রোগের প্রতিষেধক হিসেবে ব্যবহৃত হয় ?
উ: পোলিও

৪. সামুদ্রিক আগাছা থেকে কি পাওয়া যায় ?
উ: আয়োডিন

৫. কোন রোগ নির্ণয়ের জন্য এলিজা পরীক্ষা করা   হয় ?
উ: এইডস

৬. পাউরুটি চিবোনোর পর মিষ্টি মনে হয়, কারণ -
উ: কার্বোহাইড্রেট শর্করায় রুপান্তরিত হয়

৭. কোন অ্যাসিডটি পাচক রসে থাকে ?
উ: হাইড্রোক্লোরিক অ্যাসিড

৮. রক্তের জমাট বাঁধতে বাধা প্রদানকারী রাসায়নিক পদার্থ হল ?
উ: হেপারিন

৯. ভাইরাসে কোন ধরণের প্রোটিন দেখা যায় ?
উ: মুখ্য প্রোটিন

১০. কাকে রাসায়নিক দূত বলা হয় ?
উ: হরমোন

১১. ‘টেস্টটিউব বেবি’ – এর অর্থ কি ?
উ: ফ্যালোপিয়ান নালিতে নিষেক

১২. কোন কলার মাধ্যমে উদ্ভিদের জল সংবহন সাধিত হয় ?
উ: জাইলেম

১৩. চিংড়ির রক্ত রঞ্জক কি ?
উ: হিমোসায়ানিন

১৪. জেনেটিক কোডের আবিষ্কর্তা কে ?
উ: ড. খোরানা

১৫. ক্লোরোমাইসেটিন ওষুধ কোন রোগের জন্য ব্যবহৃত হয় ?
উ: টাইফয়েড

১৬. বৃক্ষের বয়স নির্ণয় করা যায় কিভাবে ?
উ: বলয় গণনা করে

১৭. মানবদেহের গড় রক্তচাপ কত ?
উ: 80 – 120 mm Hg 

১৮. রেডিয়োকার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করা হয় ?
উ: জীবাশ্মের বয়স নির্ণয়ে

১৯. পেনিসিলিয়াম কে আবিস্কার করেন ?
উ: আলেকজান্ডার ফ্লেমিং

২০. ক্লোরোফিল বিহীন একটি উদ্ভিদের নাম লেখো ?
উ: স্বর্ণলতা

২১. পতঙ্গের শ্বাস অঙ্গের নাম কি ?
উ: শ্বাসনালী

২২. শীতঘুম কার মধ্যে দেখা যায় ?
উ: ব্যাঙে

২৩. কোশের ব্যাটারি কোনটি ?
উ: ATP

২৪. একটি বায়ুজীবি জীবের উদাহরণ দাও ?
উ: অ্যামিবা

২৫. যেসব উদ্ভিদ মৃতজীবি পুষ্টি সম্পন্ন করে তাদের কি বলা হয় ?
উ: স্যাপ্রোফাইট

File Details::
File Name: 100+ Life Science Question and Answer Part-3
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 5
File size: 3.4 MB


No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box