Breaking





Sunday, May 24, 2020

100+ Physics Question and Answer in Bengali PDF Part - 3 || ১০০টি+ পদার্থবিদ্যা প্রশ্নোত্তর পর্ব – ৩ PDF

100+ Physics Question and Answer in Bengali PDF Part - 3 || ১০০টি+ পদার্থবিদ্যা প্রশ্নোত্তর পর্ব – ৩ PDF

100+ Physics Question and Answer in Bengali PDF Part - 3
১০০টি+ পদার্থবিদ্যা প্রশ্নোত্তর পর্ব – ৩
সাফল্য:
নমস্কার বন্ধুরা,
আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো, 100+ Physics Question and Answer in Bengali PDF Part - 3 || ১০০টি+ পদার্থবিদ্যা প্রশ্নোত্তর পর্ব – ৩ PDF. যেটির মধ্যে আপনারা গুরুত্বপূর্ণ ১০৫ টি প্রশ্ন  ও উত্তর পাবেন| যেগুলি আপনারা স্টাডির মাধ্যমে আগত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে ভীষণভাবে সাহায্য করবে।

             তাই আর সময় নষ্ট না করে নমুনা প্রশ্নোত্তর গুলি দেখে নিন এবং প্রয়োজন বোধে নিচের দেওয়া লিংক থেকে 100+ Physics Question and Answer Part - 3 সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ টি ডাউনলোড করে নিন|

কিছু নমুনা প্রশ্নোত্তর::

১. ‘পারসেক’ এককটি দিয়ে কি মাপা হয় ?
উ: মহাকাশীয় দূরত্ব

২. ‘দীঘদৃষ্টি’ সমস্যা কমাতে কোন লেন্স ব্যবহার করা হয়ে থাকে ?
উ: উত্তল লেন্স

৩. তড়িৎশক্তির ব্যবহারিক একক হল ?
উ: কিলোওয়াট . ঘন্টা

৪. ক্ষমতার একক হল ?
উ: ওয়াট

৫. একটি উড়ন্ত বিমানের থাকে –
উ: স্থিতিশক্তি এবং গতিশক্তি উভয়ই 

৬. আলোকবর্ষ হল ?
উ: আলোর এক বছরের অতিক্রান্ত দূরত্ব

৭. বায়ুমন্ডলের অস্তিত্ব না থাকলে, আকাশের বর্ণ কেমন হত ?
উ: কালো

৮. একটি বায়ুর বুদবুদ জলে আচরণ করে ?
উ: অবতল লেন্সের ন্যায়

৯. আপেক্ষিক রোধের SI একক হল – 
উ: ওহম – মিটার

১০. গ্রহের গতি সংক্রান্ত সূত্রের ধারণা কে দেন ?
উ: কেপলার

১১. প্রতিধ্বনি শোনা যায় যখন প্রতিফলক তলের –
উ: ক্ষেত্র বেশি হয়

১২. ফিউজ তৈরিতে কি ব্যবহার করা হয় ?
উ: টিন এবং সিসা

১৩. কোন রশ্মির উৎপত্তি পৃথিবীর বাইরে বলে মনে হয় ?
উ: মহাজাগতিক রশ্মি

১৪. মোটরগাড়ির হাইড্রলিক ব্রেক যে নীতির ভিত্তিতে তৈরি, - তা হল ?
উ: পাস্কালের সূত্র

১৫. অভিকর্ষীয় সূত্রের উপস্থাপক কে ?
উ: নিউটন

১৬ বৃষ্টির ফোঁটার বৃত্তাকার হওয়ার কারণ ?
উ: পৃষ্ঠটান

১৭. সরল দোলগতিতে কোন রাশিটি ধ্রূবক হিসেবে থাকে ?
উ: পর্যায়কাল

১৮. শুষ্ক কোশে সঞ্চিত শক্তিটি হল ?
উ: রাসায়নিক

১৯. শব্দের বেগ কিসের ওপর নির্ভর করে না ?
উ: ধনাত্মক এবং ঋণাত্মক উভয়ই

২০. লেবুর রস নিংড়োনোর যন্ত্র কোন শ্রেণির লিভার?
উ: দ্বিতীয়

২১. বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে – এর প্রবক্তা কে ?
উ: নিউটন

২২. পৃথিবীর কেন্দ্রে g –এর মান হল ?
উ: ভূপৃস্টের সমান

২৩. রকেটের কার্যনীতি কিসের উপর প্রতিষ্ঠিত ?
উ: ভরবেগের সংরক্ষণ

২৪. বৈদুতিক বাতির ফিলামেন্ট কীসের তৈরি ?
উ: টাংস্টেন

২৫. তেলের প্রদীপের পলতের মাধ্যমে ওপরে ওঠার কারণ ?
উ: পৃষ্ঠটানের কারণে

File Details::
File Name: 100+ Physics Question and Answer Part - 3
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 5
File size: 3.6 MB


No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box