ভারতীয় ডাক ব্যবস্থা সমূহ তালিকা PDF - List of Postal Systems PDF in Bengali
![]() |
ভারতীয় ডাক ব্যবস্থা সমূহ তালিকা |
সাফল্য;
নমস্কার বন্ধুরা,
জেনারেল নলেজ বা সাধারণ বিজ্ঞানের অংশ হিসাবে ভারতীয় ডাক ব্যবস্থা সমূহ তালিকা PDF - List of Postal Systems PDF টি আপনাদের সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে সরবরাহ করছি| যেটির মধ্যে ভারতীয় ডাক ব্যবস্থার পিনকোড সম্পর্কিত সুন্দর একটি তালিকা উপস্থাপন করা হয়েছে|
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় ভারতীয় ডাক ব্যবস্থা সমূহ তালিকা থেকে কিছু কেমন প্রশ্ন এসে থাকে| তাই একটিও নাম্বার হাতছাড়া না করতে পিডিএফ নিজের সংগ্রহে রাখুন|
সুতরাং সময় অপচয় না করে তালিকাটি দেখে নিন এবং প্রয়োজন বোধে নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করে List of Postal Systems PDF টি ডাউনলোড করে নিন|
❖ ভারতীয় ডাক ব্যবস্থা – পৃথিবীর বৃহত্তম ডাক ব্যবস্থা| ভারতে প্রথম ডাকটিকিট চালু হয় ১৮৫২ খ্রিস্টাব্দে| ভারতে ৮ টা অসামরিক ও ১ টা সামরিক পিনকোড অঞ্চল আছে| পিনকোডের প্রথম সংখ্যাটি এই ৯ টা অঞ্চলের কোন অঞ্চলে ঠিকানাটি অবস্থিত তা বোঝায়| দ্বিতীয় সংখ্যাটি মুখ্য অঞ্চলের উপ-অঞ্চলের অবস্থিতি দেখায়| তৃতীয় সংখ্যাটি ডাক জেলার অবস্থান ও শেষের তিনটি সংখ্যা বিশেষ একটা ডাকঘর বোঝায়|
ভারতীয় ডাক ব্যবস্থা
পিনকোডের প্রথম সংখ্যা
|
অঞ্চল
|
---|---|
১ | দিল্লি, হরিয়ানা, চন্ডীগড়, পাঞ্জাব, জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ |
২ | উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড |
৩ | রাজস্থান, দমন ও দিউ, গুজরাট, দাদরা ও নগর হাভেলি |
৪ | গোয়া, মহারাষ্ট্র, ছত্রিশগড়, মধ্যপ্রদেশ |
৫ | কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা |
৬ | কেরালা, তামিলনাড়ু, লাক্ষাদ্বীপ, পুদুচেরী |
৭ | পশ্চিমবঙ্গ, ওড়িশা, আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জ, মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ, সিকিম, আসাম, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা |
৮ | ঝাড়খন্ড ও বিহার |
৯ | Army Post Office (APO), Field Post Office (FPO) |
পিনকোড ও ডাক চক্রের তালিকা
পিনকোডের প্রথম ২/৩ টি সংখ্যা
|
ডাক চক্র
|
---|---|
১১
|
দিল্লি
|
১২ আর ১৩
|
হরিয়ানা
|
১৪ আর ১৫
|
পাঞ্জাব
|
১৬
|
চন্ডীগড়
|
১৭
|
হিমাচল প্রদেশ
|
১৮ আর ১৯
|
জম্মু ও কাশ্মীর
|
২০ থেকে ২৮
|
উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ
|
৩০ থেকে ৩৪
|
রাজস্থান
|
৩৬ থেকে ৩৯
|
গুজরাট
|
৪০
|
গোয়া
|
৪০ থেকে ৪৪
|
মহারাষ্ট্র
|
৪৫ থেকে ৪৮
|
মধ্যপ্রদেশ
|
৪৯
|
ছত্রিশগড়
|
৫০ থেকে ৫৩
|
অন্ধ্রপ্রদেশ
|
৫৬ থেকে ৫৯
|
কর্ণাটক
|
৬০ থেকে ৬৪
|
তামিলনাড়ু
|
৬৭ থেকে ৬৯
|
কেরালা
|
৬৮২
|
লাক্ষাদ্বীপ
|
৭০ থেকে ৭৪
|
পশ্চিমবঙ্গ
|
৭৪৪
|
আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জ
|
৭৫ থেকে ৭৭
|
ওড়িশা
|
৭৮
|
আসাম
|
৭৯
|
অরুণাচল প্রদেশ
|
৭৯৩, ৭৯৪, ৭৮৩১২৩
|
মেঘালয়
|
৭৯৫
|
মণিপুর
|
৭৯৬
|
মিজোরাম
|
৭৯৯
|
ত্রিপুরা
|
৮০ থেকে ৮৫
|
বিহার, ঝারখণ্ড
|
File Details::
File Name: ভারতীয় ডাক ব্যবস্থা সমূহ তালিকা
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 2
File size: 1.6 MB
Click Here to Download
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box