Breaking





Saturday, April 10, 2021

GK Notes Part-16 in Bengali

GK Notes Part-16 || জিকে নোটস 

GK Notes Part-16 || জিকে নোটস
GK Notes Part-16
নমস্কার বন্ধুরা,
আজকে আপনাদের সঙ্গে GK Notes Part-16 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ ১০টি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন।

GK Notes Part-16

সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম কি - ফ্যা দোমিটার

ধাতুর যে পাতলা ত্বক মিষ্টি সাজাতে সাধারণত ব্যবহৃত হয় সেটি হলো - রুপা

ভারতের প্রথম অকংগ্রেসীয় প্রধানমন্ত্রী কে ছিলেন - মোরারজি দেশাই

মানব দেহকোষে কতজোড়া ক্রোমোজোম থাকে - ২৩ জোড়া

কোন শহরের ডাকনাম 'The Big Apple' - নিউ ইয়র্ক

মহাবীর কার কাছে সন্যাস ধর্ম গ্রহণ করেন - গোসাল

কোন দিনে 'Ask a question' দিবস পালন করা হয় - ১৪ ই মার্চ

তানপুরা বাদ্য যন্ত্রে কটি তার থাকে - চারটি

দিল্লির কোন সুলতান জন্মসূত্রে হিন্দু হলেও পরে ইসলাম ধর্ম গ্রহণ করেন – নাসিরুদ্দিন খসরু খাঁ

কেরোসিন তেলে যে ধাতু সংরক্ষণ করা হয় সেটি হলো - সোডিয়াম

আরো পড়ুন::

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box