GK Notes Part-15 || জিকে নোটস
![]() |
GK Notes Part-15 |
আজকে আপনাদের সঙ্গে GK Notes Part-15 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ ১০টি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন।
GK Notes Part-15
☑ চেঙ্গিস খাঁ-র জন্মসূত্রে নাম কি ছিল - তেমুজিন
☑ ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয় - ডঃ বি আর আম্বেদকর
☑ ফুন্টশলিং সীমান্তে কোন কোন দেশের সংযোগ রয়েছে - ভারত ও ভুটান
☑ এশিয়াটিক সোসাইটি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় - ১৭৮৪ খ্রি:
☑ নীল নদের অববাহিকার আকৃতি কেমন - মাছের কাঁটার মতো
☑ চেকমেট শব্দটি কোন খেলার সাথে যুক্ত - দাবা
☑ আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন কোথায় বসেছিল - প্যারিসে
☑ বর্তমানে ভারতে সংবিধানের কয়টি তপশীল আছে - ১২ টি
☑ ‘ভারতের খনিজ ভান্ডার’ বলা হয় কোন অঞ্চলকে - ছোটনাগপুর মালভূমি
☑ নবান্ন নাটকের রচিয়তা কে - বিজন ভট্টাচার্য
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box