GK Notes Part-14 || জিকে নোটস
![]() |
GK Notes Part-14 |
আজকে আপনাদের সঙ্গে GK Notes Part-14 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ ১০টি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন।
GK Notes Part-14
☑ ফরায়েজী আন্দোলনের প্রবর্তক কে ছিলেন – হাজী শরীয়তুল্লাহ
☑ ডুবুড়ির অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেন ও নাইট্রোজেন ছাড়া আর কোন গ্যাস থাকে – হিলিয়াম
☑ জোরোফাইটিক প্ল্যান্ট কোন অঞ্চলে বেশি দেখা যায় – মরু অঞ্চলে
☑ কে শ্রীরঙ্গপত্তমে “স্বাধীনতা বৃক্ষ” স্থাপন করেছিলেন – টিপু সুলতান
☑ ঘড়িতে দম দিলে কোন শক্তি সঞ্চিত হয় – স্থিতি শক্তি
☑ কোন প্রাণীর গমন অঙ্গের নাম ফ্লিপার – সামুদ্রিক কচ্ছপ
☑ ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য লালারসে কি উত্সেচক থাকে – লাইসেসোজম
☑ সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল কোনটি – জিপসাম
☑ বয়কটের আহ্বান সর্বপ্রথম কে জানান - কৃষ্ণ কুমার মিত্র
☑ প্লাস্টিক শিল্পে ব্যবহৃত ‘PVC’ শব্দটির অর্থ কি – পলিভিনাইল ক্লোরাইড
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box