Bengali GK Notes Part-43 || জিকে নোটস
![]() |
GK Notes Part-43 |
আজকে আপনাদের সঙ্গে GK Notes Part-43 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ ১০টি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন।
GK Notes Part-43
❍ ভারতের পক্ষি মানব কাকে বলা হয় - সেলিম আলীকে
❍ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশনের প্রথম সম্পাদক কে ছিলেন - নির্মল কুমার সিদ্ধান্ত
❍ ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরী করেন - পিঙ্গালি ভেঙ্কাইয়া
❍ বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় - আয়নোস্ফিয়ার
❍ আলেকজান্ডার কতদিন ভারতে ছিলেন - ১৯ মাস
❍ আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি - গুরুশিখর
❍ কোন বিদ্রোহের উপর ভিত্তি করে আনন্দমঠ রচিত হয়েছিল - সন্ন্যাসী বিদ্রোহ
❍ ডাবের জলে কোন হরমোন পাওয়া যায় - কাইনিন
❍ ভারতের একমাত্র মহিলা মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন - রমা দেবী
❍ আল-বিরুনী কার সঙ্গী হয়ে ভারতে আসেন - সুলতান মাহমুদ
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box