Breaking





Thursday, May 06, 2021

Bengali GK Notes Part-42

Bengali GK Notes Part-42 || জিকে নোটস 

Bengali GK Notes Part-42 || জিকে নোটস
GK Notes Part-42
নমস্কার বন্ধুরা,
আজকে আপনাদের সঙ্গে GK Notes Part-42 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ ১০টি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন।

GK Notes Part-42

রকেট ম্যান অফ ইন্ডিয়া বলা হয় কাকে - কে. শিভান

বায়ুতে কোন গ্যাস থাকার জন্য পিতলের রং খারাপ হয়ে যায় - হাইড্রোজেন সালফাইড

কোন নদীর তীরে আলেকজান্ডার ও পুরুর যুদ্ধ হয়েছিল - ঝিলাম নদী

পুনা চুক্তি কাদের মধ্যে হয়েছিল - মহাত্মা গান্ধী এবং আম্বেদকর

মাদাম কামা কোন দেশে ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন - জার্মানি

জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন - ঋষভনাথ

আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের জীবন্ত আগ্নেয়গিরির নাম কি - ব্যারেন দ্বীপ

কোন বিপ্লবী নিজেকে হত্যা করেছিলেন - চন্দ্রশেখর আজাদ

কোন কমিটি “মন্ডল পঞ্চায়েত” গঠনের সুপারিশ দেয় - অশোক মেহতা কমিটি

শ্যাম রায় কোন সাহিত্যিকের ছদ্মনাম - সুকুমার রায়

আরো পড়ুন::

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box