Bengali GK Notes Part-41 || জিকে নোটস
![]() |
GK Notes Part-41 |
আজকে আপনাদের সঙ্গে GK Notes Part-41 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ ১০টি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন।
GK Notes Part-41
❍ আন্তর্জাতিক নদী বলা হয় কোন নদীকে - দানিউব নদীকে
❍ কার জন্মবার্ষিকীতে প্রতিবছর “আন্তর্জাতিক নার্স দিবস” হিসাবে পালন করা হয় - ফ্লোরেন্স নাইটিঙ্গেল
❍ ভারতের কয় কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট রয়েছে - দুই কক্ষ বিশিষ্ট
❍ খাজুরাহোর স্মরাকসমূহ কোথায় অবস্থিত - মধ্যপ্রদেশ
❍ ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারক কে - এম ফাতিমা বিবি
❍ পান্না হীরক খনি কোথায় অবস্থিত - মধ্যপ্রদেশ
❍ কার্বনের কোন রূপভেদটি তড়িৎ পরিবহনে সক্ষম - গ্রাফাইট
❍ ত্রাসের নদী নামে কোন নদী পরিচিত - তিস্তা নদী
❍ বাঙালির প্রথম শিক্ষাগুরু কে ছিলেন - ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর
❍ চিপকো আন্দোলন কোথায় শুরু হয় - উত্তরাখণ্ড
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box