Bengali GK Notes Part-44 || জিকে নোটস
![]() |
GK Notes Part-44 |
আজকে আপনাদের সঙ্গে GK Notes Part-44 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ ১০টি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন।
GK Notes Part-44
❍ সত্যজিৎ রায় পরিচালিত প্রথম চলচিত্র কোনটি - পথের পাঁচালি
❍ ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া চূড়ান্ত ভাবে অনুমোদন করেন কে – জাতীয় উন্নয়ন পর্ষদ
❍ কোন মহিলা ফুটবলার প্রথম অর্জুন পুরস্কার পান - শান্তি মল্লিক
❍ ‘অভিনব ভারত’ সংগঠন কে গড়ে তোলেন - বিনায়ক দামোদর সাভারকর
❍ বিশ্বের সবচেয়ে পুরানো ক্রিকেট ক্লাব কোনটি - মেরিলেবোন ক্রিকেট ক্লাব
❍ রাইটার্স বিল্ডিং-এ ‘অলিন্দ যুদ্ধ’ কোন সালে হয় - ১৯৩০ সালের ৮ ডিসেম্বর
❍ ‘আর্নল্ড অফ বেঙ্গল’ কাকে বলা হত - রামতনু লাহিড়িকে
❍ বিশ্বের প্রথম মহিলা মহাকাশচারী হলেন - ভেলেনটিনা তেরেসকোভা
❍ ইলেকশন কমিশন কত নাম্বার আর্টিকেল অনুযায়ী কাজ করেন - আর্টিকেল ৩২৪
❍ কলকাতার প্রথম ভারতীয় শেরিফ কে ছিলেন - মানেকজি রুস্তমজি
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box