সাধারণ জ্ঞান নোটস পর্ব-১১১ || Sadharan Gyan Notes || জিকে নোটস
![]() |
জিকে নোটস পর্ব-১১১ |
আজকে আপনাদের সঙ্গে Sadharan Gyan Notes Part-111 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
Sadharan Gyan Notes Part-111
⦿ মেহলিস গ্রন্থি কোন প্রাণীর দেহে দেখতে পাওয়া যায় - ফিতা কৃমি
⦿ সুভাষচন্দ্র বসু কবে ফরোয়ার্ড ব্লক গঠন করেন - ১৯৩৯ সালের ৩রা মে
⦿ বাংলার মুকুটহীন রাজা বলে কাকে অভিহিত করা হয় - সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
⦿ বানিহাল গিরিপথের অপর নাম কী - জওহর সুড়ঙ্গ
⦿ আকবরের শাসন ব্যবস্থার সরকারের খাস জমিকে কি বলা হত - খালিসা
⦿ জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম কী - তুজুক-ই-জাহাঙ্গীরী
⦿ মানুষের স্কার্ভি রোগ হয় কোন ভিটামিনের অভাবে - ভিটামিন C
⦿ “আগ্রার অন্ধপক্ষী” বলে কে অভিহিত হয়েছিলেন - সুরদাস
⦿ যে উৎসেচক পাকস্থলী থেকে ক্ষরিত হয় সেটি হল - পেপসিন
⦿ দেহের কোন গ্রন্থি বৃদ্ধির ফলে গলগণ্ড রোগ হয় - থাইরয়েড
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box