Breaking





Monday, August 15, 2022

[2022] ভারতের রামসার সাইট তালিকা PDF | Ramsar Sites in India

ভারতের রামসার সাইট তালিকা ২০২২ PDF | ভারতের সমস্ত রামসার সাইট 

ভারতের রামসার সাইট তালিকা ২০২২ PDF | ভারতের সমস্ত রামসার সাইট
ভারতের ৭৫টি রামসার সাইট তালিকা
প্রিয় পাঠকেরা,
আজ ভারতের সমস্ত রামসার সাইট তালিকা 2022 PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে ভারতের সমস্ত (৭৫টি) রামসার সাইটের নাম ও তাদের অবস্থানের সুন্দর একটি তালিকা লিপিবদ্ধ করা আছে। বিভিন্ন পরীক্ষায় এই টপিকটি থেকে প্রায়শই প্রশ্ন এসে থাকে। যেমন:- বর্তমানে ভারতের রামসার সাইট কয়টি?, ভারতের প্রথম রামসার সাইট কোনটি?, বিশ্ব জলাভূমি দিবস কবে পালন করা হয়?, ভারতের সবচেয়ে ছোট রামসার সাইট কোনটি?, ভারতের সবচেয়ে বড় রামসার সাইট কোনটি? ইত্যাদি।

সুতরাং সময় অপচয় না করে নীচ থেকে তালিকাটি ভালোভাবে দেখে নিন এবং অফলাইনে পড়ার জন্য নীচ থেকে তালিকাটির পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন একদম ফ্রীতে।

ভারতের ৭৫টি রামসার সাইট

নং রামসার সাইট অবস্থান
০১ সুন্দরবন জলাভূমি পশ্চিমবঙ্গ
০২ পূর্ব কলকাতা জলাভূমি পশ্চিমবঙ্গ
০৩ দিপর বিল অসম
০৪ কার্বাতাল জলাভূমি বিহার
০৫ খিজাদিয়া বন্যপ্রাণী অভয়ারণ্য গুজরাট
০৬ নল সরোবর পক্ষী অভয়ারণ্য গুজরাট
০৭ থোল হ্রদ বন্যপ্রাণী অভয়ারণ্য গুজরাট
০৮ ওয়াধভানা জলাভূমি গুজরাট
০৯ ভিন্দাবাস বন্যপ্রাণী অভয়ারণ্য হরিয়ানা
১০ সুলতানপুর জাতীয় উদ্যান হরিয়ানা
১১ চন্দ্র তাল জলাভূমি হিমাচলপ্রদেশ
১২ পং ড্যাম হ্রদ হিমাচলপ্রদেশ
১৩ রেণুকা হ্রদ হিমাচলপ্রদেশ
১৪ উলার হ্রদ জম্মু ও কাশ্মীর
১৫ হোকেরা জলাভূমি জম্মু ও কাশ্মীর
১৬ সুরিনসার-মনসার হ্রদ জম্মু ও কাশ্মীর
১৭ Tsomoriri Lake লাদাখ
১৮ Tso Kar Wetland লাদাখ
১৯ রঙ্গনাথিটু পক্ষী অভয়ারণ্য কর্ণাটক
২০ অষ্টমুদি জলাভূমি কেরালা
২১ সস্থামকোট্টা হ্রদ কেরালা
২২ ভেম্বানদ কল জলাভূমি কেরালা
২৩ ভোজ জলাভূমি মধ্যপ্রদেশ
২৪ সখ্য সাগর মধ্যপ্রদেশ
২৫ সিরপুর জলাভূমি মধ্যপ্রদেশ
২৬ লোনার হ্রদ মহারাষ্ট্র
২৭ নন্দুর মধমেশ্বর মহারাষ্ট্র
২৮ লোকটাক হ্রদ মণিপুর
২৯ পালা জলাভূমি মিজোরাম
৩০ সাতকোশিয়া ঘাট ওড়িশা
৩১ ভেতরকণিকা ম্যানগ্রো ওড়িশা
৩২ চিল্কা হ্রদ ওড়িশা
৩৩ Beas Conservation Reserve পাঞ্জাব
৩৪ হরিকা জলাভূমি পাঞ্জাব
৩৫ কাঞ্জলি জলাভূমি পাঞ্জাব
৩৬
কেশোপুর মিয়ানি
কমিউনিটি রিজার্ভ
পাঞ্জাব
৩৭ নঙ্গল বন্যপ্রাণী অভয়ারণ্য পাঞ্জাব
৩৮ রোপার জলাভূমি পাঞ্জাব
৩৯ কেওলাদেও ন্যাশনাল পার্ক রাজস্থান
৪০ সম্বর হ্রদ রাজস্থান
৪১
মান্নার মেরিন বায়োস্ফিয়ার
রিজার্ভ উপসাগর
তামিলনাড়ু
৪২ কারিকিলি পক্ষী অভয়ারণ্য তামিলনাড়ু
৪৩ কুন্থনকুলাম পক্ষী অভয়ারণ্য তামিলনাড়ু
৪৪ পল্লীকরণই মার্শ রিজার্ভ ফরেস্ট তামিলনাড়ু
৪৫ পিচাভরম ম্যানগ্রোভ ফরেস্ট তামিলনাড়ু
৪৬
Point Calimere Wildlife
and Bird Sanctuary
তামিলনাড়ু
৪৭ উদয়মর্থন্দপুরম পক্ষী অভয়ারণ্য তামিলনাড়ু
৪৮ বেদান্থঙ্গল পক্ষী অভয়ারণ্য তামিলনাড়ু
৪৯ ভেলোড পক্ষী অভয়ারণ্য তামিলনাড়ু
৫০ ভেম্বান্নুর জলাভূমি কমপ্লেক্স তামিলনাড়ু
৫১ রুদ্রসাগর জলাভূমি ত্রিপুরা
৫২ বাখিরা বন্যপ্রাণী অভয়ারণ্য উত্তরপ্রদেশ
৫৩ হায়দেরপুর জলাভূমি উত্তরপ্রদেশ
৫৪ নবাবগঞ্জ পক্ষী অভয়ারণ্য উত্তরপ্রদেশ
৫৫ পার্বতী অর্ঘ্য পক্ষী অভয়ারণ্য উত্তরপ্রদেশ
৫৬ সমন পক্ষী অভয়ারণ্য উত্তরপ্রদেশ
৫৭ সমসপুর পক্ষী অভয়ারণ্য উত্তরপ্রদেশ
৫৮ স্যান্ডি পক্ষী অভয়ারণ্য উত্তরপ্রদেশ
৫৯ সরসাই নবার ঝিল উত্তরপ্রদেশ
৬০ সুর সরোবর উত্তরপ্রদেশ
৬১ ঊর্ধ্ব গঙ্গা নদী উত্তরপ্রদেশ
৬২ আসন কনসারভেশন রিজার্ভ উত্তরাখণ্ড
৬৩ কোলেরু হ্রদ অন্ধ্রপ্রদেশ
৬৪ নন্দা হ্রদ গোয়া
৬৫
হাইগাম জলাভূমি
কনজারভেশন রিজার্ভ
জম্মু ও কাশ্মীর
৬৬
শালবুগ জলাভূমি
কনজারভেশন রিজার্ভ
জম্মু ও কাশ্মীর
৬৭ তাম্পারা হ্রদ ওড়িশা
৬৮ হীরাকুদ জলাধার ওড়িশা
৬৯ আনশুপা হ্রদ ওড়িশা
৭০ যশবন্ত সাগর মধ্যপ্রদেশ
৭১ থানে ক্রিক মহারাষ্ট্র
৭২ চিত্রাঙ্গুড়ি পক্ষী অভয়ারণ্য তামিলনাড়ু
৭৩
সুচিন্দ্রাম থেরুর
জলাভূমি কমপ্লেক্স
তামিলনাড়ু
৭৪ ভাদুভুর পক্ষী অভয়ারণ্য তামিলনাড়ু
৭৫
কাঞ্জিরানকুলাম
পক্ষী অভয়ারণ্য
তামিলনাড়ু

✪ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ✪

প্রশ্ন :- রামসার সাইট কি ? 
উত্তর : - জলাভূমি, অর্থাৎ রামসার কনভেনশনের অধীনে তালিকাভুক্ত সমস্ত জলাভূমিকে রামসার সাইট বলা হয়।

প্রশ্ন :- ভারতের প্রথম রামসার সাইট কোনটি ?
উত্তর : - চিল্কা হ্রদ, ওড়িশা (১১৬৫ বর্গ কিমি)।

প্রশ্ন :- বর্তমানে ভারতে মোট কয়টি রামসার সাইট আছে ? 
উত্তর :- ৭৫টি (আগস্ট ২০২২ পর্যন্ত)

প্রশ্ন :- ভারতের বৃহত্তম রামসার সাইট কোনটি ?
উত্তর :- সুন্দরবন, পশ্চিমবঙ্গ (৪২৩০ বর্গ কিমি)

প্রশ্ন :- ভারতের ক্ষুদ্রতম রামসার সাইট কোনটি ?
উত্তর :- রেণুকা হ্রদ, হিমাচল প্রদেশ (০.২ বর্গ কিমি)

প্রশ্ন :- বিশ্ব জলাভূমি দিবস কবে পালন করা হয় ?
উত্তর :- ২রা ফেব্রুয়ারি।

প্রশ্ন :- ভেম্বানদ জলাভূমি কোথায় অবস্থিত ?
উত্তর :- কেরালা।

প্রশ্ন :- চিল্কা হ্রদ কোথায় অবস্থিত ?
উত্তর :- ওড়িশা।

রামসার সাইটের তালিকাটি পিডিএফে দেওয়া আছে

File Details::
File Name: Ramsar Sites in India 2022
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 04
File size: 0.92 MB


No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box