Bengali GK Guide Part-161 || জিকে নোটস
![]() |
জিকে নোটস |
আজকে আপনাদের সঙ্গে Bengali GK Guide Part-161 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
Bengali GK Guide Part-161
⦿ ন্যাশনাল রুরাল হেল্থ মিশন কবে চালু হয় - ১২ই এপ্রিল ২০০৫
⦿ তরল অবস্থা থেকে একটি বস্তুর গ্যাসীয় অবস্থায় পরিবর্তনকে কী বলা হয় - বাষ্পীভবন
⦿ কী পরিমাপ করতে একটি ভোল্টামিটার ব্যবহার করা হয় - বিভব প্রভেদ
⦿ ইন্ডিয়া নামের ব্যুৎপত্তি ঘটেছে কোন নদীর নাম থেকে - সিন্ধু
⦿ পারসীদের পবিত্র গ্রন্থের নাম কী - জেন্দ আবেস্তা
⦿ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গম্বুজ “গোল গম্বুজ” কোথায় অবস্থিত - বিজাপুর, কর্নাটক
⦿ আয়তনের ভিত্তিতে ভারত বিশ্বের কততম রাষ্ট্র - সপ্তম
⦿ মহিলাদের মাসিক চক্র সাধারণত কত দিনের হয় - ২৮ দিনের
⦿ “Indira Gandhi: A Life In Nature” বইটি কে লিখেছেন - জয়রাম রমেশ
⦿ বাংলা মুক্তক ছন্দের জনক কাকে বলা হয় - কাজী নজরুল ইসলাম
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box