Breaking





Monday, October 25, 2021

1000 General Knowledge in Bengali PDF || GK Questions

Best Bengali General Knowledge Book PDF || জেনারেল নলেজ বই 

1000 General Knowledge in Bengali PDF || GK Questions
1000 GK Notes
প্রিয় পাঠকেরা,
আজকের পোস্টে 1000 General Knowledge in Bengali PDFটি শেয়ার করলাম। যেটিতে সাধারণ জ্ঞান থেকে গুরুত্বপূর্ণ ১০০০টি প্রশ্নোত্তর পিডিএফ আকারে উপস্থাপন করা আছে। এটি সমস্ত কম্পেটিটিভ পরীক্ষা যেমন - WBCS, ICDS, CGL, MTS, SSC, PSC, NTPC, Clerkship, Food Si, WBP, Fire Operator সহ আরো অন্যান্য পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সুতরাং সময় নষ্ট না করে 1000 Bengali Gk Book PDFটি ডাউনলোড করে নিন এবং পরীক্ষা প্রস্তুতির ধারা বজায় রাখুন।

কিছু নমুনা প্রশ্নোত্তর::

১. মেহলিস গ্রন্থি কোন প্রাণীর দেহে দেখতে পাওয়া যায় ?
উত্তর:- ফিতা কৃমি

২. সুভাষচন্দ্র বসু কবে ফরোয়ার্ড ব্লক গঠন করেন ?
উত্তর:- ১৯৩৯ সালের ৩রা মে

৩. বাংলার মুকুটহীন রাজা বলে কাকে অভিহিত করা হয় ?
উত্তর:- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

৪. বানিহাল গিরিপথের অপর নাম কী ?
উত্তর:- জওহর সুড়ঙ্গ

৫. আকবরের শাসন ব্যবস্থার সরকারের খাস জমিকে কি বলা হত ?
উত্তর:- খালিসা

৬. জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম কী ?
উত্তর:- তুজুক-ই-জাহাঙ্গীরী

৭. মানুষের স্কার্ভি রোগ হয় কোন ভিটামিনের অভাবে ?
উত্তর:- ভিটামিন C

৮. “আগ্রার অন্ধপক্ষী” বলে কে অভিহিত হয়েছিলেন ?
উত্তর:- সুরদাস

৯. যে উৎসেচক পাকস্থলী থেকে ক্ষরিত হয় সেটি হল ?
উত্তর:- পেপসিন

১০. দেহের কোন গ্রন্থি বৃদ্ধির ফলে গলগণ্ড রোগ হয় ?
উত্তর:- থাইরয়েড

১১. তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়েছে কোন সালে ?
উত্তর:- ২০১৪ সালের ২ জুন

১২. স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি ?
উত্তর:- দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি)

১৩. আন্তর্জাতিক শিক্ষক দিবস কবে পালন করা হয় ?
উত্তর:- ৫ অক্টোবর

১৪. বৌদ্ধ ধর্ম প্রচারে কোন ভাষার ব্যবহার করা হতো ?
উত্তর:- পালি

১৫. 100 ml বিশুদ্ধ রক্ত কত পরিমাণ অক্সিজেন বহন করতে পারে ?
উত্তর:- 20 ml

১৬. ন্যাটোর (NATO) সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তর:- ব্রাসেলস (Brussels)

১৭. পরাগধানী থেকে পরাগরেণুর একই ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরণকে বলা হয় ?
উত্তর:- অটোগ্যামি

১৮. চতুর্থ বৌদ্ধ সম্মেলনের সভাপতি কে ছিলেন ?
উত্তর:- বসুমিত্র

১৯. বাংলার কোন রাজা "পরম বৈষ্ণব" উপাধি গ্রহণ করেছিলেন ?
উত্তর:- লক্ষ্মণ সেন

২০. পর্তুগিজরা কোন মশলাকে ব্ল্যাক গোল্ড বলতো ?
উত্তর:- গোলমরিচ

২১. ইকনমিক হিস্ট্রি অব ইন্ডিয়া গ্রন্থটির কে রচনা করেন ?
উত্তর:- রমেশচন্দ্র দত্ত

২২. বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রথম বয়কট আন্দোলনের ডাক দেওয়া হয় কোন প্রত্রিকায় ?
উত্তর:- সঞ্জীবনী পত্রিকায়

২৩. ১৯১৬ সালে কংগ্রেস ও মুসলিম লিগের মধ্যে কোন চুক্তি স্বাক্ষরিত হয় ?
উত্তর:- লখনউ চুক্তি

২৪. বেঙ্গল ভলান্টিয়ার্স এর প্রধান নির্দেশক কে ছিলেন ?
উত্তর:- সুভাষচন্দ্র বসু

২৫. প্রোল্যাকটিন বা ল্যাকটোজেনিক হরমোন ক্ষরিত হয় কোন গ্রন্থি থেকে ?
উত্তর:- পিটুইটারি গ্রন্থি থেকে

২৬. ১৯২৯ সালে এলাহাবাদের কৃষকরা কার নেতৃত্বে ‘No TAX’ আন্দোলন গড়ে তোলেন ?
উত্তর:- এম. এন. রায়

২৭. বিপিনবিহারী গাঙ্গুলি কোন গুপ্ত সমিতির সঙ্গে যুক্ত ছিলেন ?
উত্তর:- আত্মোন্নতি সমিতি

২৮. ভারতীয়রা কত সালে সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়ার অধিকার পায় ?
উত্তর:- ১৮৫৮ সালে

২৯. জাতীয় গৌরব সম্পাদনী সভা কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর:- রাজনারায়ণ বসু

৩০. MSS (Ministry of State Security) কোন দেশের গোয়েন্দা সংস্থা ?
উত্তর:- চীন

৩১. ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি কাকে বলা হয় ?
উত্তর:- ভীমরাও রামজি আম্বেদকর

৩২. কার অনুমতিতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে প্রথম কারখানা স্থাপন করে ?
উত্তর:- মুঘল সম্রাট জাহাঙ্গীর

৩৩. “DNA পর্যায়ক্রম” প্রক্রিয়া কে আবিষ্কার করেন ?
উত্তর:- জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক

৩৪. কোন নদীর উপর ভাকরা বাঁধ দেওয়া হয়েছে ?
উত্তর:- শতুদ্র নদী

৩৫. পালিটিন ক্রোমোজোম কোন কোষে পাওয়া যায় ?
উত্তর:- পতঙ্গ লার্ভার লালাগ্রন্থি থেকে

৩৬. পানামা খাল কোন দুটি মহাসাগরকে সংযুক্ত করেছে ?
উত্তর:- প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগর

৩৭. কত সালে মুর্শিদাবাদ থেকে কলকাতায় ব্রিটিশদের রাজধানী স্থানান্তর করা হয় ?
উত্তর:- ১৭৭২ সালে

৩৮. কোন ধাতুর আয়ন সালোক-সংশ্লেষে ইলেকট্রন পরিবহন করে ?
উত্তর:- কোবাল্ট

৩৯. কততম সংবিধান সংশোধনে লোকসভার কার্যকালের মেয়াদ ৫ থেকে বাড়িয়ে ৬ বছর করা হয় ?
উত্তর:- ৪২তম

৪০. The Comet Disturber কোন গ্রহের অপর নাম ?
উত্তর:- বৃহস্পতি

৪১. ভারতের প্রথম মহিলা গভর্নর বা রাজ্যপাল কে ?
উত্তর:- সরোজিনী নাইডু

৪২. সংবিধানের যুগ্ম তালিকার ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ?
উত্তর:- অস্ট্রেলিয়া

৪৩. বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দ্বারা তৈরি করা হয় ?
উত্তর:- টাংস্টেন

৪৪. প্রথম অলিম্পিক গেমসের আসর কোন শহরে বসেছিল ?
উত্তর:- এথেন্স

৪৫. ভারতের একমাত্র রাজ্য যারা কেশর তৈরি করে ?
উত্তর:- জম্মু ও কাশ্মীর

৪৬. জৈন তীর্থংকর মহাবীর কোথায় মারা যান ?
উত্তর:- পাওয়াপুরী

৪৭. ধান উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম ?
উত্তর:- পশ্চিমবঙ্গ

৪৮. হেক্টর প্রতি ধানের ফলনে কোন রাজ্য প্রথম ?
উত্তর:- পাঞ্জাব

৪৯. দিল্লির কোন সুলতান কর্ম নিয়োগ দপ্তর স্থাপন করেন ?
উত্তর:- ফিরোজ শাহ তুঘলক

৫০. LPG এর Full Form কি ?
উত্তর:- Liquefied Petroleum Gas

৫১. রাজমালা বইয়ে কোন রাজ্যের ইতিহাস বর্ণিত হয়েছে ?
উত্তর:- ত্রিপুরা

৫২. আকবরের রাজত্বকালে মুঘল সাম্রাজ্যের অর্থমন্ত্রী কে ছিলেন ?
উত্তর:- টোডর মল্ল

৫৩. ২০২৩ সালে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কোন দেশে অনুষ্ঠিত হবে ?
উত্তর:- ভারত

৫৪. গান্ধীজি ভারতের কোন অঞ্চলে প্রথম সত্যাগ্রহ অনুষ্ঠিত করেন ?
উত্তর:- চম্পারণ

৫৫. ত্রিনকোমালি শহর কোন দেশে অবস্থিত ?
উত্তর:- শ্রীলঙ্কা

৫৬. “প্রতিকূল পরিবেশের সাথে সংগ্রাম” -এই তত্ত্বের প্রবক্তা কে ?
উত্তর:- ডারউইন

৫৭. বুড়িবালামের যুদ্ধের নেতৃত্ব কে দিয়েছিলেন ?
উত্তর:- যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়

৫৮. ভারতের কোন রাজ্যকে দুধের বালতি বলা হয় ?
উত্তর:- হরিয়ানা

৫৯. “ইন্ডিয়া উইনস ফ্রিডম” বইটি কার লেখা ?
উত্তর:- মৌলনা আবুল কালাম আজাদ

৬০. ভারতের রক্ষাকর্তা বলা হয় কাকে ?
উত্তর:- গুপ্ত রাজা স্কন্দ গুপ্ত

৬১. ১৯৪৬ সালে কোন মিশন বা কমিশন ভারতে আসে ?
উত্তর:- ক্যাবিনেট মিশন

৬২. ড: প্রফুল্ল চন্দ্র ঘোষ কোন রাজ্যে প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছিলেন ?
উত্তর:- পশ্চিমবঙ্গ

৬৩. শ্রীনগরের বিখ্যাত শালিমার বাঘ কে তৈরি করেছিলেন ?
উত্তর:- সম্রাট জাহাঙ্গীর

৬৪. কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসককে কি বলা হয় ?
উত্তর:- লেফটেন্যান্ট গভর্নর

৬৫. কংসাবতীর নদীর অপর নাম কি ?
উত্তর:- কাঁসাই নদী

৬৬. রওলাট কমিশনের অপর নাম কি ?
উত্তর:- সিডিশন কমিশন

৬৭. জওহরলাল নেহরু বন্দর (নবসেবা) কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর:- মহারাষ্ট্র

৬৮. কাবেরী জল বিতর্ক কোথায় দেখা যায় ?
উত্তর:- তামিলনাড়ু ও কর্ণাটক

৬৯. কোন সেলকে “সুইসাইড ব্যাগ” বলা হয় ?
উত্তর:- লাইসোজোম

৭০. বাংলার আদিনা মসজিদ কে নির্মাণ করেন ?
উত্তর:- সিকান্দার শাহ

৭১. ভারতের বিপ্লববাদের জননী কাকে বলা হয় ?
উত্তর:- মাদাম কামা

৭২. রানি ভিক্টোরিয়া কত সালে ভারত সম্রাজ্ঞী উপাধি গ্রহণ করেছিলেন ?
উত্তর:- ১ মে ১৮৭৬ সালে

৭৩. হাতিগুম্ফা লিপি থেকে কার কথা জানা যায় ?
উত্তর:- কলিঙ্গ সম্রাট খারবেল

৭৪. কোন দেশ থেকে ম্যাগসেসে পুরস্কার দেওয়া হয় ?
উত্তর:- ফিলিপাইন

৭৫. লা তোমাতিনা কোন দেশের উৎসব ?
উত্তর:- স্পেন

৭৬. তেমুজিন কার প্রকৃত নাম ?
উত্তর:- চেঙ্গিস খান

৭৭. প্রাচীন ভারতের কোন লিপি ডানদিক থেকে বাম দিকে লেখা হত ?
উত্তর:- খরোষ্ঠী লিপি

৭৮. ভারতে আইন কমিশন কত বছর অন্তর গঠিত হয় ?
উত্তর:- তিন বছর

৭৯. প্রমথনাথ মিত্র কোন রাজনৈতিক বিপ্লবী সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন ?
উত্তর:- অনুশীলন সমিতি

৮০. প্রথমে ভারতীয় সংবিধানে কয়টি ধারা ছিল ?
উত্তর:- ৩৯৫ টি

৮১. “অর্ডার অফ দ্য রাইজিং সান” সম্মান কোন দেশ দিয়ে থাকে ?
উত্তর:- জাপান

৮২. অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন -এর প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তর:- হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও

৮৩. ঋক বৈদিক আর্যরা ভারতে কোথায় বাস করত ?
উত্তর:- সপ্তসিন্ধু অঞ্চল

৮৪. ইনসুলিন হরমোনের অভাবে কোন রোগ হয় ?
উত্তর:- ডায়াবেটিস

৮৫. মাকড়সার রেচন অঙ্গের নাম কি ?
উত্তর:- কক্সাল গ্রন্থি

৮৬. ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় ?
উত্তর:- অ্যালুমিনিয়াম

৮৭. কোন যুগে গান্ধার শিল্পের বিকাশ ঘটেছিল ?
উত্তর:- কুষাণ যুগে

৮৮. জম্মু ও কাশ্মীরের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন ?
উত্তর:- মেহবুবা মুফতি

৮৯. যুগান্তর পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
উত্তর:- বিপ্লবী ভূপেন্দ্রনাথ দত্ত

৯০. বাংলা সাহিত্যে কাকে “রসরাজ” বলা হয় ?
উত্তর:- অমৃত লাল বসু

৯১. Devide and Quit স্লোগানটি কে দিয়েছিলেন ?
উত্তর:- মোহাম্মদ আলী জিন্নাহ

৯২. এ ব্রিফ হিস্ট্রি অব টাইম গ্রন্থটি কোন পদার্থবিদের লেখা ?
উত্তর:- স্টিফেন উইলিয়াম হকিং

৯৩. প্রথম কোন খেলোয়াড় ভারতরত্ন পুরস্কার পেয়েছেন ?
উত্তর:- শচীন তেন্ডুলকার

৯৪. কার উপস্থিতিতে দইয়ের স্বাদ টক হয় ?
উত্তর:- ল্যাকটিক অ্যাসিড

৯৫. কোন মুঘল বাদশাহ আলমগীর নামেও পরিচিত ?
উত্তর:- ঔরঙ্গজেব

৯৬. স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপালের নাম কি ?
উত্তর:- পদ্মজা নাইডু

৯৭. স্বাধীন ভারতের আনবিক শক্তি কমিশনের প্রথম চেয়ারম্যান কে ?
উত্তর:- হোমি জাহাঙ্গীর ভাবা

৯৮. সোডিয়াম হাইড্রোক্সাইড এর বাণিজ্যিক নাম কি ?
উত্তর:- কস্টিক সোডা

৯৯. লক্ষীর ভান্ডার কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর:- সরলা দেবী চৌধুরানী

১০০. অমৃত বাজার পত্রিকা কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর:- শিশির কুমার ঘোষ

জেনারেল নলেজ প্রশ্নোত্তরের সম্পূর্ণ পিডিএফের লিংক নীচে রয়েছে


File Details::
File Name: 1000 General Knowledge
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 101
File size: 11 MB


No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box