WB Police Excise Constable Main Practice Set in Bengali PDF | Abgari Constable Main Practice Set
![]() |
আবগারি মেন প্র্যাকটিস সেট |
আগত পশ্চিমবঙ্গ পুলিশ আবগারি কনস্টেবল মেন পরীক্ষার প্রস্তুতির জন্য WB Police Excise Constable Main Practice Set PDFটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। যেটির মধ্যে সম্পূর্ণ সিলেবাসভিত্তিক সারিবদ্ধভাবে ৯০টি প্রশ্ন এবং সঙ্গে উত্তরপত্র উপস্থাপন করা আছে, যেটি আপনারা প্র্যাকটিসের মাধ্যমে আগত পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন।
সুতরাং সময় অপচয় না করে প্রশ্নোত্তর গুলি দেখে নিন এবং নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করে সম্পূর্ণ বিনামূল্যে প্র্যাকটিস সেটটির পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন এবং নিজের প্রস্তুতির মাত্রা একধাপ এগিয়ে রাখুন।
আবগারি কনস্টেবল মেন প্র্যাকটিস সেট
কিছু নমুনা::
1. প্রথম কোন ভারতীয় রয়্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হয়েছিলেন ?
Ⓐ সি ভি রমন
Ⓑ শ্রীনিবাস রামানুজন
Ⓒ পি সি মহলানবিশ
Ⓓ এ সি ওয়াদিয়া
2. বিশ্ব অর্থনৈতিক ফোরাম -এর বার্ষিক সভা দাভোস-এ অনুষ্ঠিত হয়, সেটি কোথায় অবস্থিত ?
Ⓐ সুইটজারল্যান্ড
Ⓑ স্পেন
Ⓒ নিউজিল্যান্ড
Ⓓ ফ্রান্স
3. হোয়াইট স্টর্ক কোন দেশের জাতীয় পাখি ?
Ⓐ মেক্সিকো
Ⓑ মার্কিন যুক্তরাষ্ট্র
Ⓒ কানাডা
Ⓓ জার্মানি
4. নিম্নলিখিতের কোথায় ইয়েলো স্টোন পার্ক অবস্থিত ?
Ⓐ ভিয়েতনাম
Ⓑ চিন
Ⓒ আমেরিকা
Ⓓ ফ্রান্স
5. ‘জনগণমন’ –কে ভারতের জাতীয় সংগীত হিসাবে গণ্য করা হয় কবে ?
Ⓐ ১০ মার্চ ১৯৪৯
Ⓑ ২৪ জানুয়ারি ১৯৫০
Ⓒ ১৫ এপ্রিল ১৯৪৮
Ⓓ ১৫ আগস্ট ১৯৪৭
6. সিরাজ উদ দৌলা কলকাতা আক্রমণ করে কলকাতার নাম বদলে কী রেখেছিলেন ?
Ⓐ আলিনগর
Ⓑ শাহী নগর
Ⓒ সিরাজ নগর
Ⓓ শিবাজী নগর
7. পশ্চিমবঙ্গে কবে প্রথম যুক্তফ্রন্ট মন্ত্রিসভা গঠিত হয়েছিল ?
Ⓐ ১৯৬৪ খ্রি:
Ⓑ ১৯৬৫ খ্রি:
Ⓒ ১৯৬৬ খ্রি:
Ⓓ ১৯৬৭ খ্রি:
8. মহাজাতি সদন কে প্রতিষ্ঠা করেছিলেন ?
Ⓐ দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ
Ⓑ ফজলুল হক
Ⓒ সুভাষচন্দ্র বসু
Ⓓ রবীন্দ্রনাথ ঠাকুর
9. কলকাতার হাওড়া ব্রিজ কোন ধরনের ব্রিজ ?
Ⓐ ক্যান্টিলিভার ব্রিজ
Ⓑ বিম ব্রিজ
Ⓒ সাসপেনসন ব্রিজ
Ⓓ আর্ক ব্রিজ
10. কোন নদীর ওপর মেটুর বাঁধ নির্মিত হয়েছে ?
Ⓐ গঙ্গা
Ⓑ কাবেরী
Ⓒ কৃষ্ণা
Ⓓ তিস্তা
11. আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয় ?
Ⓐ ১৫ ই অক্টোবর
Ⓑ ২৭ শে জানুয়ারি
Ⓒ ৫ ই এপ্রিল
Ⓓ ৮ ই মার্চ
12. “সমাচার দর্পণ” প্রথম কত সালে প্রকাশিত হয় ?
Ⓐ ১৮৭০ সালে
Ⓑ ১৮৬০ সালে
Ⓒ ১৮২০ সালে
Ⓓ ১৮৫০ সালে
13. প্রথম কোন ভারতীয় মহিলার ছবি ডাকটিকিটে প্রকাশ পায় ?
Ⓐ মীরা বাঈ
Ⓑ রানি লক্ষ্মী বাঈ
Ⓒ সরোজিনী নাইডু
Ⓓ ইন্দিরা গান্ধী
14. নিম্নলিখিত কোনটি পৃথিবীর নবীনতম রাষ্ট্র ?
Ⓐ পালাউ
Ⓑ পূর্ব টিমর
Ⓒ সাউথ সুদান
Ⓓ কসোভা
15. কার সমাধিস্থল ‘বীরভূমি’ নাম পরিচিত ?
Ⓐ জওহরলাল নেহরু
Ⓑ মোরারজি দোশাই
Ⓒ রাজীব
Ⓓ ইন্দিরা গান্ধী
16. অজন্তা এবং ইলোরা গুহাচিত্র কোন প্রদেশে অবস্থিত ?
Ⓐ ছত্রিশগড়
Ⓑ বিহার
Ⓒ মহারাষ্ট্র
Ⓓ মধ্যপ্রদেশ
17. বিখ্যাত ‘মাদাম তুসো মিউজিয়াম ’ কোথায় অবস্থিত ?
Ⓐ ইংল্যান্ড
Ⓑ আমেরিকা
Ⓒ জাপান
Ⓓ ফ্রান্স
18. নিম্নলিখিত কোন নেতা কংগ্রেসের চরমপন্থী দলের অন্তর্ভুক্ত ?
Ⓐ এস এন ব্যানার্জি
Ⓑ গোপালকৃষ্ণ গোখলে
Ⓒ দাদাভাই নৌরজি
Ⓓ অরবিন্দ ঘোষ
19. ‘World Blood Donor Day’ পালন করা হয় কবে ?
Ⓐ ১১ জুন
Ⓑ ১৪ জুন
Ⓒ ১৭ জুন
Ⓓ ১৮ জুন
20. সুভাষচন্দ্র বসু কোথায় ‘স্বাধীন ভারত’ সরকার গঠন করেন ?
Ⓐ কলকাতা
Ⓑ টোকিও
Ⓒ রেঙ্গুন
Ⓓ সিঙ্গাপুর
21. হেলেবিডু এবং বেলুড়ের মন্দির কারা নির্মাণ করেন?
Ⓐ পল্লব
Ⓑ কাকতিয়
Ⓒ হোয়সালা
Ⓓ চোল
22. ভারতে প্রাশ্চাত্য শিক্ষাব্যবস্থার প্রসারে অগ্রণী ভূমিকা কে পালন করেছিলেন ?
Ⓐ রাজা রামমোহন রায়
Ⓑ লালা লাজপত রাই
Ⓒ সুরেন্দ্রনাথ ব্যানার্জি
Ⓓ দয়ানন্দ স্বরস্বতী
23. কোন মুঘল সম্রাজ্ঞীর নাম সমস্ত মুঘল ফরমানে লেখা এবং মুদ্রায় খোদিত আছে ?
Ⓐ মুমতাজ মহল
Ⓑ মরিয়ম মাকানি
Ⓒ নূরজাহান
Ⓓ উপরের কোনটিই নয়
24. পতঙ্গের নির্মোচন নিয়ন্ত্রণ করা হয় কিসের দ্বারা ?
Ⓐ একোটোন দ্বারা
Ⓑ একডাইসোন দ্বারা
Ⓒ প্যারাথরমোন দ্বারা
Ⓓ প্যারাহরমোন দ্বারা
25. নিম্নলিখিতের মধ্যে কোনটি রক্তের জমাট বাঁধতে সাহায্য করে ?
Ⓐ ভিটামিন K
Ⓑ ভিটামিন A
Ⓒ ফলিক অ্যাসিড
Ⓓ ভিটামিন B
26. কোন সালে ভারতে প্রথম সিনেমা প্রদর্শিত হয় ?
Ⓐ ১৮৬৯ সালে
Ⓑ ১৮৭৬ সালে
Ⓒ ১৮৮৬ সালে
Ⓓ ১৮৯৬ সালে
27. ভারতের কোন উপজাতির মানুষ সংখ্যায় সর্বাধিক ?
Ⓐ মুণ্ডা
Ⓑ সাঁওতাল
Ⓒ কোল
Ⓓ ভিল
28. ভারতে কবে প্রথম সাংবাদিক দিবস পালিত হয়েছিল ?
Ⓐ ৭ ই অক্টোবর ১৯৮৪
Ⓑ ১ লা অক্টোবর ১৯৮৪
Ⓒ ১৯ শে অক্টোবর ১৯৮৪
Ⓓ ২৭ শে অক্টোবর ১৯৮৪
29. মুক্তভাবে ভাসমান অনুবীক্ষণ জীবদের কি বলা হয়?
Ⓐ প্ল্যাঙ্কটন
Ⓑ পেরিফাইটন
Ⓒ শ্যাওলা
Ⓓ নেকটন
30. প্রথম কবে নলজাতক শিশুর জন্ম হয়েছিল ?
Ⓐ ৬ জুলাই ১৯৮৬
Ⓑ ৬ আগস্ট ১৯৮৬
Ⓒ ৭ জুন ১৯৮৬
Ⓓ ৭ সেপ্টেম্বর ১৯৮৬
সম্পূর্ণ প্র্যাকটিস সেটটির পিডিফের লিংক নীচে রয়েছে
File Details::
File Name: Abgari Constable Main Practice Set
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 10
File size: 1 MB
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box