Kolkata Police Constable Syllabus 2022 in Bengali PDF | কলকাতা পুলিশ কনস্টেবল সিলেবাস
![]() |
KP Constable Syllabus |
আজ Kolkata Police Constable Syllabus 2022 in Bengali PDFটি শেয়ার করলাম। যেটিতে কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার নিয়োগ পদ্ধতি, পরীক্ষার ধরণ ও সিলেবাস প্রভৃতি সমস্ত কিছু বিষয় বাংলা ভাষায় সুন্দর ভাবে বর্ণিত করা আছে। অতি শীঘ্রই Kolkata Police Constable পদে নিয়োগ হতে চলেছে। সেই কারণে সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী জোরকদমে প্রস্তুতি শুরু করে দিন আজ থেকেই।
সুতরাং সময় অপচয় না করে নীচ থেকে সিলেবাসটি ভালোভাবে দেখে নিন এবং অফলাইনে পড়ার জন্য নীচ থেকে সিলেবাসটির পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিন।
কলকাতা পুলিশ কনস্টেবল সিলেবাস
⦿ নিয়োগ প্রক্রিয়া::
কলকাতা পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া:-
■ প্রিলিমিনারি পরীক্ষা
■ PMT & PET
■ মেন পরীক্ষা
■ ইন্টারভিউ
■ ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিক্যাল
⦿ প্রিলিমিনারি পরীক্ষা::
কলকাতা পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষা ১০০ নম্বরের হবে এবং এতে মোট ৩টি বিষয় থেকে প্রশ্ন আসবে, প্রশ্নগুলি MCQ টাইপের হবে ও একটি প্রশ্নের ৪টি করে বিকল্প উত্তর দেওয়া থাকবে। নিম্নে আরও বিস্তারিতভাবে দেওয়া হল:-
⎔ মোট প্রশ্ন সংখ্যা : ১০০টি (৪০টি জিকে, ৩০টি অঙ্ক ও ৩০টি রিজনিং)
⎔ মোট নম্বর : ১০০
⎔ সময় : ১ ঘণ্টা/৬০ মিনিট
⎔ প্রশ্নের ধরন : MCQ
⎔ প্রতিটি প্রশ্নের মান : ১
⎔ নেগেটিভ মার্কিং : -০.২৫
⦿ PHYSICAL MEASUREMENT TEST (PMT)::
⎔ পুরুষদের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা হতে হবে ১৬৭ সেমি ও ওজন হতে হবে ৫৭ কেজি এবং বুকের ছাতি ৭৮সেমি এবং ৮৩সেমি (ফুলিয়ে)।
গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী ও ST দের ক্ষেত্রে ১৬০ সেমি ও ওজন হতে হবে ৫৩ কেজি এবং বুকের ছাতি ৭৬সেমি এবং ৮১সেমি (ফুলিয়ে)।
⎔ মহিলাদের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা হতে হবে ১৬০ সেমি ও ওজন হতে হবে ৪৯ কেজি।
গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী ও ST দের ক্ষেত্রে ১৫২ সেমি ও ওজন হতে হবে ৪৫ কেজি।
⦿ PHYSICAL EFFICIENCY TEST (PET)::
⎔ পুরুষদের ক্ষেত্রে ৬ মিনিট ৩০ সেকেন্ডে ১৬০০ মিটার দৌড়োতে হবে।
⎔ মহিলাদের ক্ষেত্রে ৪ মিনিট ৩০ সেকেন্ডে ৮০০ মিটার দৌড়োতে হবে।
⦿ মেন পরীক্ষা::
কলকাতা পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবল মেন পরীক্ষা হবে ৮৫ নম্বরের হবে এবং এতে মোট ৪টি বিষয় থেকে প্রশ্ন আসবে, প্রশ্নগুলি MCQ টাইপের হবে ও একটি প্রশ্নের ৪টি করে বিকল্প উত্তর দেওয়া থাকবে। নিম্নে আরও বিস্তারিতভাবে দেওয়া হল:-
⎔ মোট প্রশ্ন সংখ্যা : ৮৫টি (২৫টি জিকে, ১০টি ইংরেজি, ২৫টি অঙ্ক ও ২৫টি রিজনিং)
⎔ মোট নম্বর : ৮৫
⎔ সময় : ১ ঘণ্টা/৬০ মিনিট
⎔ প্রশ্নের ধরন : MCQ
⎔ প্রতিটি প্রশ্নের মান : ১
⎔ নেগেটিভ মার্কিং : -০.২৫
⦿ ইন্টারভিউ::
আগের সমস্ত ধাপ অতিক্রমকারী যোগ্য ব্যক্তিদের ইন্টারভিউতে ডাকা হবে এবং এই ইন্টারভিউটি হবে ১৫ নম্বরের।
সম্পূর্ণ সিলেবাসটির পিডিএফ ডাউনলোড লিংক নীচে দেওয়া আছে
File Details::
File Name: KP Constable Syllabus 2022
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 03
File size: 1 MB
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box