Breaking





Tuesday, October 11, 2022

Gender Change Rules in Bengali PDF | লিঙ্গ পরিবর্তন

Gender Change Rules In Bengali | Gender পরিবর্তন এর নিয়ম PDF 

Gender Change Rules In Bengali | Gender পরিবর্তন এর নিয়ম PDF
লিঙ্গ পরিবর্তনের নিয়ম
প্রিয় পাঠকেরা,
আজকের পোস্টে Gender Change Rules in Bengali PDFটি শেয়ার করলাম। যেটিতে জেন্ডার চেঞ্জ বা লিঙ্গ পরিবর্তনের সূত্র ও উদাহরণের সুন্দর একটি তালিকা দেওয়া আছে। Primary TET, Upper Primary TET, CTET, পরীক্ষার প্রস্তুতির জন্য Gender Change টপিকটি খুবই গুরুত্বপূর্ণ।

সুতরাং সময় অপচয় না করে তালিকাটি ভালোভাবে দেখে নিন এবং নীচের দেওয়া লিংকে ক্লিক করে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন সম্পূর্ণ ফ্রীতে।

Gender Change Rules in Bengali

Gender কাকে বলে ?, এটি কত প্রকার ও কি কি ?
Gender - এর বাংলা অর্থ হল লিঙ্গ। অর্থাৎ Gender নির্দেশ করে কোন noun বা pronoun স্ত্রী, পুরুষ, ক্লীব না উভয় লিঙ্গ।

Gender সাধারনত চার প্রকারের :-
Masculine Gender (পুং লিঙ্গ)
Feminine Gender (স্ত্রী লিঙ্গ)
Neuter Gender (ক্লীব লিঙ্গ)
Common Gender (উভয় লিঙ্গ)

1) Masculine Gender :-
যে noun বা pronoun নির্দেশ করে যে কোন প্রাণী পুরুষ তাকে Masculine Gender বলে। যেমন- Father (পিতা), Son (পুত্র), Lion (সিংহ) ইত্যাদি।

2) Feminine Gender :-
যে noun বা pronoun নির্দেশ করে যে কোন প্রাণী স্ত্রী বা মেয়ে তাকে Feminine Gender বলে। যেমন- Mother (মাতা), Daughter (কণ্যা), Lioness (সিংহী) ইত্যাদি।

3) Neuter Gender :-
যে noun কোন জড় বস্তুকে বোঝায় যার কোন পুরুষ বা স্ত্রী অবস্থা নেই তাকে Neuter Gender বলে। যেমন- Furniture (আসবাব পত্র), Book (বই), Computer (কম্পিউটার), Pen (কলম) ইত্যাদি।

4) Common Gender :-
যে noun বা pronoun কোন প্রাণীর পুরুষ বা স্ত্রী যেকোন অবস্থাকেই নির্দেশ করতে পারে তাকে Common Gender বলে। যেমন- They (তারা বা তাহারা), Teacher (শিক্ষক), Student (শিক্ষার্থী), Baby (শিশু) ইত্যাদি।

Gender পরিবর্তনের নিয়ম :-

Rule 1 ::
কিছু Masculine noun-কে সম্পূর্ণ ভিন্ন শব্দ ব্যবহার করে Feminine gender করা হয়। যেমন-

Masculine Feminine
Male Female
Man Woman
Father Mother
Husband Wife
Brother Sister
Uncle Aunt
Sir Madam
Tailor Seamstress
Dog Bitch
Monk Nun
Fox Vixen
Bull Cow

Rule 2 ::
কিছু Masculine noun -এর শেষে “ess” যুক্ত করে Feminine gender করা হয়। যেমন-

Masculine Feminine
Author Authoress
Manager Manageress
Count Countess
Lion Lioness
Heir Heiress
Poet Poetess
Priest Priestess
Host Hostess
Peer Peeress
Baron Baroness
Steward Stewardess
Jew Jewess

Rule 3 ::
কিছু Masculine noun-এর শেষের vowel তুলে সে স্থানে “ess” যুক্ত করে Feminine gender করা হয়। যেমন-

Masculine Feminine
Actor Actress
Director Directress
Instructor Instructress
Hunter Huntress
Tiger Tigress
Benefactor Benefactress
Conductor Conductress
Songster Songstress

Rule 4 ::
কিছু Masculine noun-এর শেষে একটু ব্যতিক্রমীভিাবে “ess” যুক্ত করে Feminine gender করা হয়। যেমন-

Masculine Feminine
Master Mistress
Mister Miss
Murderer Murderess
Duke Duchess
Abbot Abbess
Emperor Empress

Rule 5 ::
কিছু Masculine noun-কে Feminine gender করা হয় এর শেষে a, ine এবং ix যুক্ত করে। যেমন-

Masculine Feminine
Hero Heroine
Sultan Sultana
Proprietor Proprietrix
Prosecutor Prosecutrix
Signor Signora
Don Dona

Rule 6 ::
Compound noun-এর পুরুষবোধক অংশকে Feminine করে এর gender পরিবর্তন করা হয়। যেমন-

Masculine Feminine
Son-in-law Daughter-in-law
Boy-baby Girl-baby
Mankind Womankind
Male-child Female-child
Bull-calf Cow-calf
Billy-goat Nanny-goat

Rule 7 ::
Compound noun-এর দ্বিতীয় noun-টিকে Feminine করে এর gender পরিবর্তন করা হয়। যেমন-

Masculine Feminine
Step-brother Step-sister
Gentleman Gentlewoman
Fisherman Fisherwoman
Great-uncle Great-aunt
Peacock Peahen
Landlord Landlady

Rule 8 ::
① প্রাকৃতিক কিছু সত্ত্বাকে শক্তির প্রতীক হিসেবে বিবেচনা করে তাদেরকে masculine হিসেবে গণ্য করা হয়। যেমন- thunder, summer, death, sun, winter, war ইত্যাদি।

② আবার প্রাকৃতিক কিছু সত্ত্বাকে সৌন্দর্য্য বা কোমলতার প্রতীক হিসেবে বিবেচনা করে feminine হিসেবে গণ্য করা হয়। যেমন- night, moon, hope, peace, nature, earth ইত্যাদি।

③ দেশ, জাহাজ, রেলগাড়ী প্রভৃতিকে সবসময় feminine হিসেবে গণ্য করা হয়। যেমন- We have some duty towards our country as we are blessed with her natural resources ইত্যাদি।

Rule 9 ::
কিছু noun সবসময় feminine হিসেবে গণ্য করা হয়। এদের কোনো masculine নেই। যেমন- virgin, serin, nurse, shrew, prude ইত্যাদি।

Rule 10::
কিছু noun সবসময় masculine হিসেবে ব্যবহৃত হয়। এদের কোনো feminine নেই। যেমন- judge, chairman, person, captain, ইত্যাদি।

পোস্টটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box