১০০+ ভূগোল প্রশ্ন উত্তর পর্ব - ১ | 100+ Geography Question & Answer in Bengali Part - 1
❁ লাক্ষাদ্বীপ অবস্থিত ☛ আরব সাগরে
❁ কোথায় সব থেকে কম বৃষ্টিপাত হয় ☛ জয়সলমীর
❁ পৃথিবীর গড় ব্যাস হল ☛ ১২৭৩৫.৫ কিমি
❁ রবিশস্য কোন সময়ে বপন করা হয় ☛ অক্টোভর-নভেম্বর
❁ আহ্নিক তাপমাত্রার বিন্যাস বলতে কি বোঝ ☛ কোনো একটি নির্দিষ্ট দিনের সর্বাধিক ও নুন্যতম তাপমাত্রার পার্থক্য
❁ উত্তর আয়নাস্ত কী ☛ যে দিন সূর্য কর্কটক্রান্তি রেখার ঠিক ওপরে অবস্থান করে
❁ পৃথিবীর মধ্যে সবচেয়ে বড়ো মেট্রোপলিটন এলাকা কোনটি ☛ নিউয়র্ক
❁ বিষুবরেখা বরাবর পৃথিবীর ব্যাস কত কিমি ☛ ১২৭৫৬ কিমি
❁ভারতবর্ষে কত গুলি কেন্দ্রশাসিত অঞ্চল আছে ☛ ৮ টি
❁ সমতাপরেখা হল ☛ মানচিত্রে প্রদত্ত সমান গড় তাপমাত্রা সম্বলিত অঞ্চল
❁ উপকূলবর্তী সঙ্কীর্ণ উপসাগরকে বলা হয় ☛ খাড়ি
❁ সমুদ্রপৃষ্ঠ হতে উল্লম্ব দূরত্বকে বলা হয় ☛ অক্ষাংশ
❁ পৃথিবীর নিম্নতম অঞ্চলের নাম ☛ মরিয়ানা খাত
❁ পৃথিবীর উচ্চতম অঞ্চলের নাম ☛ মাউন্ট এভারেস্ট
❁ পৃথিবীর আকৃতি ☛ অভিগত গোলাকার
❁ আন্ত: মৌসুমি জলবায়ুর দেশ নামে খ্যাত ☛ ভারত
❁ ভারতে সবচেয়ে উচুঁতে অবস্থিত সড়ক পথটি ☛ লে
❁ পূর্ব ভারতের একমাত্র আন্তর্জাতিক বন্দর ☛ কলকাতা
❁ ভারতের মূলধনের রাজধানী হল ☛ মুম্বাই
❁ সান্তাক্রূজ বিমানবন্দরের পরিবর্তিত নাম ☛ জহরলাল নেহরু আন্তর্জাতিক বিমানবন্দর
❁ কোয়াল্লা ভল্লুক কোন দেশে পাওয়া যায় ☛ গ্রিনল্যান্ড
❁ পৃথিবীর গভীরতম লেক হল ☛ বৈকাল, এশিয়া
❁ কাশ্মীর ভ্যালি ও লাদাখের মধ্যে অবস্থিত পাসটির নাম কী ☛ জোজিলা
❁ সৌরজগতের কোন গ্রহের আকর্ষণ ক্ষমতা সব থেকে শক্তিশালী ☛ বৃহস্পতি
❁ হিথরো বিমানবন্দর কোন শহরে সেবায় নিয়োজিত ☛ লন্ডন
❁ কোন শহরটির তাপমাত্রা বড়োদিনের সময় সর্বাধিক ☛ মেলবোর্ন
❁ ভারতের মধ্য দিয়ে যাওয়া একটি লম্বা রেখা বলতে কী বোঝায় ☛ কর্কটক্রান্তি রেখা
❁ তুন্দ্রা শব্দটির অর্থ কী ☛ বরফ ঢাকা অঞ্চল
❁ পৃথিবী কত বেগে সূর্যকে প্রদক্ষিন করে ☛ ৩০ কিমি.\সে.
❁ হিমালয়ের সবথেকে বড়ো হিমবাহ কোনটি ☛ সিয়াচেন হিমবাহ
❁ নিম্নোক্ত কোন শহরটি দুটো মহাদেশে অবস্থিত ☛ ইস্তানবুল
❁ কোন পশু থেকে পশমিনা উল পাওয়া যায় ☛ হিমালয়ের ছাগল
❁ মহাবিষুব দিন বলা হয় ☛ ২১ মার্চকে
❁ উত্তর গোলার্ধে দিন সবচেয়ে ছোটো হয় ☛ ২১ ডিসেম্বর
❁ পৃথিবীর সমস্ত স্থানে দিন রাত্রের দৈর্ঘ্য সমান হয় ☛ ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর উভয় দিনই
❁ সমাক্ষরেখাগুলোর মধ্যে একমাত্র মহাবৃত্ত ☛ নিরক্ষরেখা
❁ অক্ষরেখা বা সমাক্ষরেখা গুলির পরস্পর সমান্তরাল রূপে ☛ পূর্ব পশ্চিমে অবস্থিতি
❁ দ্রাঘিমারেখাগুলি সাধারণত ☛ অর্ধবিত্ত
❁ কোন শিলায় কয়লা সঞ্চিত থাকে ☛ পাললিক
❁ ‘Ten Degree channel’ কাদের বিভাজন রেখা ☛ আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জ
❁ ভারতের প্রমাণ সময় নির্ধারিত হয়েছে কোন শহরের ভিত্তিতে ☛ এলাহাবাদ
❁ পৃথিবীতে প্রমাণ সময় হল ☛ গ্রিনিজের স্থানীয় সময়
❁ কলকাতার স্থানীয় সময় ভারতীয় প্রমাণ সময় থেকে ☛ ২৪(24) মিনিট অগ্রগ্রামী
❁ পৃথিবীর গতি হল ☛ দুটি
❁ কোন গ্রহের কোনো উপগ্রহ নেই ☛ প্লূটো
❁ সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে ☛ ৮.২ মিনিট
❁ ভারতের শ্রেষ্ট নদী কোনটি ☛ গঙ্গা
❁ সৌরজগতের বৃহতম গ্রহ হল ☛ বৃহস্পতি
❁ পৃথিবীর নিরক্ষীয় ব্যাসের দৈর্ঘ্য ☛ ১২,৭৫৭ কিমি
❁ পৃথিবীর মেরুক্ষীয় ব্যাসের দৈর্ঘ্য ☛ ১২,৭১৪ কীমবরোত্ব
❁ ভারতের নতুন রেলের নতুন কোচ ☛ কাপূরথালায়
❁ ব্ল্যাক প্যাগোডা কথায় আছে ☛ কোনরক
❁ কোন মেঘে প্রচুর বৃষ্টি হয় ☛ নিম্বাস
❁ পৃথিবীর প্রাচীনতম শিলা হল ☛ অগ্নেয় শিলা
❁ হিমালয় পর্বতমালার দৈর্ঘ্য ☛ ২,৫০০ কিমি
❁ ডিহং, ডিবং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম কী ☛ ব্রক্ষ্মপুত্র
❁ পৃথিবীর বৃহত্তম মালভূমি ☛ ত্বিবতের মালভূমি
❁ একটি মহাদেশীয় মালভূমির নাম ☛ আরবের মালভূমি
❁ ভারতের খনিজ ভান্ডার বলা হয় ☛ ছোটোনাগপুর মালভূমিকে
❁ ভুমিকম্পের দেশ বলা হয় ☛ জাপানকে
❁ ভারতের নবীনতম রাজ্য ☛ ঝাড়খন্ড
❁ ভারতের সর্বোচ্চ জলপ্রপাতের নাম ☛ যোগ জলপ্রপাত বা গেরসোপ্পা
❁ পৃথিবীর উছতম জলপ্রপাত হল ☛ এঞ্জেল ফলস (ভেনেজুয়েলা)
❁ গ্রান্ড ক্যানিয়ন পৃথিবীর বিখ্যাত ☛ গিরিখাত
❁ অধিকাংশ নদীই উত্পন্ন হয় ☛ পার্বত্য অঞ্চলে
❁ একটি আদর্শ নদীর গতি ☛ তিনটি
❁ বৃষ্টিহীন অঞ্চলের নাম ☛ মরু অঞ্চল
❁ উত্তাপ ও বৃষ্টিপাত দুই-ই বেশি হয় ☛ নিরক্ষীয় অঞ্চলে
❁ ভুমিকম্পের কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটারের মধ্যে অবস্থান করে ☛ ১৬ কিমি:
❁ ভারতের শ্রেষ্ঠ বন্দর মুম্বই কোন উপকূলে অবস্থিত ☛ কোঙ্কন
❁ কচ্ছ শব্দের অর্থ কী ☛ জলময় দেশ
❁ ভারতের নবীনতম প্রধান বন্দর টি হল ☛ এম্নোর
❁ পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপত হয় ☛ মৌসিনরামে
❁ ভারতের দীর্ঘতম হিমবাহ হল ☛ সিয়াচেন
❁ পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ হল ☛ গডউইন অস্টিন
❁ আফগানিস্থানের দ্বিতীয় বৃহত্তম শহরের নাম ☛ কান্দাহার
❁ আফগানিস্থানের দীর্ঘতম নদী ☛ হেলমন্দ
❁ শ্রীলঙ্কার সরকারী ভাষা ☛ সিংহলি
❁ জনসংখ্যার দিক থেকে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হল ☛ দিল্লি
❁ কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম ☛ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
❁ পৃথিবীর মধ্যে সবচেয়ে কম সড়কপথ আছে ☛ নেপালে
❁ ভুটানের সরকারী ভাষার নাম ☛ জাংঘা
❁ বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম ☛ পদ্ম
❁ ব্রহ্মদেশের সরকারী ভাষা ☛ বর্মী
❁ দক্ষিণ ভারতের শস্য ভান্ডার বলে ☛ তামিলনাড়ুর উপকূলকে
❁ ‘রান’ শব্দের অর্থ ☛ লবণাক্ত জলের হ্রদ
❁ গভীরতম গিরিখাতটি হল ☛ দক্ষিণ পেরুর কল্কা নদীর গিরিখাত
❁ এশিয়ার সুপেয় জলের হ্রদ কোনটি ☛ বৈকাল
❁ ভারতের জলবায়ু হল ☛ ক্রান্তীয় মৌসুমি প্রকিতির
❁ সাবাই ঘাস লাগে ☛ কাগজ শিল্পে
❁ চা জন্মায় ☛ বাদামী মৃত্তিকাতে
❁ ভারত সরকারের অরণ্য গবেষনার কেন্দ্রটি অবস্থিত ☛ দেরাদুনে
❁ পক্ষে উপযোগী হল ☛ দোআঁশ মাটি
❁ সুপারি ভালো হয় ☛ উপকূল অঞ্চলের মৃত্তিকাতে
❁ দুঃখের নদী বলা হয় ☛ দামোদর নদকে
❁ পৃথিবীর উচ্চতম বাঁধগুলির মধ্যে একটি হল ☛ ভাকরানাঙ্গল বাঁধ
❁ সোনার আঁশ বলা হয় ☛ পাটকে
❁ আয়ন শব্দের অর্থ হল ☛ পথ
❁ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হ্রদটি হল ☛ সুপিরিয়র
❁ ‘মৌসম’ শব্দের অর্থ হল ☛ ঋতু
❁ দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহ হল ☛ রূপনারায়ান
❁ পশিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি ☛ সান্দাকফু
❁ পৃথিবীর সবচেয়ে বেশি হীরক পাওয়া যায় ☛ কঙ্গো অববাহিকায়
❁ ‘মরুভূমির জাহাজ’ বলা হয় ☛ উটকে
❁ আয়তনে পৃথিবীর সর্বাপেক্ষা বড়ো ভূমি মরুভূমি ☛ সাহারা
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box