ইতিহাস প্রশ্ন - উত্তর পর্ব - ১ | History In Bengali Part 1
❆ বৈদিকযুগে প্রচলিত মুদ্রার নাম ☛ হল মনা ও নিস্ক
❆ মোগল যুগে ভারতে সরকারী ভাষা ছিল ☛ ফারসিভাষা
❆ ঔরঙ্গজেবের মৃত্যু হয় ☛ ১৭০৭ খ্রি:
❆ শিবাজির মৃত্যু হয় ☛ ১৬৮০ খ্রি:
❆ তানসেন ☛ মোগল সম্রাট আকবরের রাজসভায় শ্রেষ্ঠ সংগীতঙ্গ ছিলেন
❆ ফরাসি ভাষায় রামায়ন অনুবাদ করেন ☛ বদায়ুনি
❆ ময়ূর সিংহাসনের প্রধান শিল্পী ছিলেন ☛ বেবাদল খাঁ
❆ তাজমহলের প্রধান স্থপতি ছিলেন ☛ ওস্তাদ ঈশা
❆ মোগল যুগে তাম্রমুদ্রার নাম ছিল ☛ দাম
❆ সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম সেক্রেটারি ☛ জেনারেল ট্রিগভি লি
❆ জেমস প্রিন্সেপ ☛ অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন
❆ আর্যদের আকাশের দেবতা ছিলে ☛ দৌ:
❆ অলবিরুনির প্রকিত নাম ছিল ☛ আবুরিহান
❆ মধুবনলিপি ☛ হর্ষবর্ধনকে নিয়ে লেখা
❆ তুর্কি ভাষায় বাবর শব্দের অর্থ ☛ সিংহ
❆ বরবুদুরেরস্তূপ ☛যবদ্বীপে অবস্থিত
❆ সূর্য সেন ☛ ‘ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি’ সেচ্ছাসেবী বাহিনী গঠন করেন
❆ চরকা ☛ গান্ধীজির অসহযোগ আন্দোলনের আদর্শ প্রতিক ছিল
❆ সিপাহি বিদ্রোহের প্রথম শহিদ ☛ মঙ্গল পান্ডে
❆ আলিপুর বোমা মামলায় আসামিদের পক্ষে উকিল ছিলেন ☛ চিত্তরঞ্জন দাশ
❆ লর্ড লিটনের ☛ আমলে ‘কালা কানুন’ বা ‘কোড অব ক্রিমিনাল ল’ পাস হয়
❆ ফোর্ট উইলিয়াম কলেজ তৈরি হয় ☛ ১৮০০ খ্রিস্টাব্দে
❆ মুরশিদাবাদে বাংলার রাজধানী প্রতিষ্টা করেন ☛ মুর্শিদকুলি খাঁ
❆ বেদপাঠের জন্য যে বিদ্যার প্রয়োজন হয় তাকে ☛ বেদাঙ্গ বলে
❆ বৌদ্ধধর্মগ্রন্থ ☛ ত্রিপিটিক পালি ভাষায় রচিত
❆ বৌদ্ধধর্মের ইতিহাসে ☛ কনিস্ক দ্বিতীয় অশোক নাম পরিচিত
❆ কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন ☛ দিব্বোক
❆ ময়ূর সিংহাসন তৈরি করেছিলেন ☛ নাদির সমরকান্দি
❆ সুফি সাধক নিজামুদ্দিন ☛ আউলিয়া দিল্লির আলো বলে পরিচিত
❆ নন্দ বংশের প্রতিষ্টাতা ☛ মহাপদ্মনন্দ
❆ নন্দ বংশের শেষ রাজা ☛ ধননন্দ
❆ নানাসাহেব ☛ ছিলেন কানপুর বিদ্রোহের নায়ক
❆ ফোর্টউইলিয়াম কলেজের প্রতিষ্টাতা ছিলেন ☛ লর্ড ওয়েলেসলি
❆ স্যার সৈয়দ আহম্মদ খাঁ ☛ Anglo Oriental College প্রতিষ্টা করেন
❆ বাংলার প্রথম গভর্নর ছিলেন ☛ ওয়ারেন হেস্টিংস
❆ সুলতান হুসেন শাহকে ☛ বাংলার আকবর বলা হয়
❆ ‘কাশ্মীরের আকবর’ ☛ কাশ্মীরের সুলতান জয়নাল আবেদিনকে বলা হয়
❆ পাল যুগে ☛ বৌদ্ধধর্মের বিকাশ ঘটে
❆ ভারতে প্রথম প্রকাশিত ইংরেজি সংবাদপত্র ☛ বেঙ্গল গেজেট
❆ লর্ড ডালহৌসির সময় ☛ রেলপথের প্রবর্তন ও ডাকব্যবস্থা চালু হয়
❆ ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন ☛ উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
❆ স্বরাজ দলের প্রতিষ্ঠাতা ☛ চিত্তরঞ্জন দাশ
❆ আলাউদ্দিন খিলজি ☛ প্রথম রেশন ব্যবস্থা চালু করে
❆ অমৃতসরের স্বর্ণমন্দিরটি নির্মাণ করেন ☛ গুরু অর্জুন সিং
❆ গুরুকল আশ্রম প্রতিষ্ঠা করেন ☛ স্বামী শ্রদ্ধানন্দ
❆ সূর্যাস্ত আইন প্রবর্তন করেন ☛ লর্ড কর্নওয়ালিশ
❆ স্বামী বিবেকানন্দ স্বদেশভূমিকে বলেন ☛ ‘শৈশবের ক্রীড়াভূমি, যৌবনের উপবন, বার্ধক্যের বারাণসী
❆ ভারতের স্বাধীনতা যুদ্ধের প্রথম ফাঁসিতে শহিদ ক্ষুদিরাম বসুর জন্ম ☛ মহুবনি গ্রামে
❆ প্রথম দৈনিক বাংলা সংবাদ পত্র ঈশ্বর গুপ্তের সংবাদ ☛ প্রভাকর
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box