রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন - উত্তর পর্ব - ১ | Political Science In Bengali Part - 1
![]() |
❏ ভারতের সংবিধান কবে কার্যকর হয় ☞ ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারি
❏ সংবিধান রচনা শেষ এবং সংবিধান গৃহীত হয়েছিল ☞ ১৯৪৯ খ্রিস্টাব্দের ২৬ নভেম্বর
❏ সংবিধান হল ☞ রাষ্ট্রের ক্ষমতা এবং নাগরিকদের অধিকার ও কর্তব্য সংক্রান্ত আইন
❏ কোন সংবিধান সংশোধনীতে ভোটদাতাদের বয়স ২১ থেকে ১৮ করা হয়েছে ☞ ৬২ তম
❏ ভারতবর্ষে স্বাধীন প্রজাতন্ত প্রতিষ্টিত হয় ☞ ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারি
❏ সংবিধানে মৌলিক অধিকারের ক্ষেত্রে বাধানিষেধ আরোপ করার ক্ষমতা দেওয়া হয়েছে ☞ পার্লামেন্টকে
❏ ব্যক্তির অধিকার রক্ষাকবচ কোনটিকে বলা হয় ☞ হেবিয়াস করপাস
❏ ভারতের সংবিধানে প্রস্তাবনাটির খসড়া রচনা করেন ☞ জওহরলাল নেহরু
❏ ভারতকে গনতান্ত্রিক প্রজাতন্ত্র বলার কারণ হল ☞ রাষ্ট্রের প্রধান জনগণ দ্বারা নির্বাচিত হন
❏ রাষ্ট্রপতি জরুরী অবস্থা ঘোষণা করতে পারেন ☞ মন্ত্রী পরিষদের সুপারিশ মতো
❏ রাজ্যপাল তাঁর কাজের জন্য দায়িত্বশীল থাকেন ☞ রাষ্ট্রপতির কাছে
❏ রাষ্ট্রপতি হতে হলে প্রয়োজনীয় বয়স ☞ ৩৫ বছরের বেশি
❏ রাষ্ট্রপতি ও পার্লামেন্টের মধ্যে যোগসূত্র রক্ষা করেন ☞ স্পীকার
❏ ভারতের প্রথম রাষ্ট্রপতি ☞ ডক্টর রাজেন্দ্রপ্রসাদ
❏ সংবিধানের অর্থ বিশ্লেষনের চূড়ান্ত ক্ষমতা কার ☞ সুপ্রীম কোর্ট
❏ ভারতের প্রধানমন্ত্রী হন ☞ লোকসভায় সংখ্যাগরিষ্ঠ দলের নেতা
❏ লোকসভায় সর্বোচ্চ সদস্যদের সংখ্যা ☞ ৫৫২
❏ পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই লোকসভাকে ভেঙে দিতে পারেন ☞ প্রধানমন্ত্রীর পরামর্শমতো রাষ্ট্রপতি
❏ পার্লামেন্টের অধিবেশন মূলতুবি করার ক্ষমতা ☞ প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতির
❏ লোকসভার কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সর্বোচ্চভারতের সদস্য সংখ্যা ☞ ২০
❏ রাজ্যসভার সদস্যেরা নির্বাচিত বা মনোনীত হন ☞ ৬ বছরের জন্য
❏ সংবিধানে হিন্দীকে ☞ রাস্ত্রভাষার মর্যাদা দেওয়া হয়েছে
❏ ভারতের সংবিধানে স্বীকৃতি দেওয়া হয়েছে ☞ বাইশটি(২২) ভাষাকে
❏ যে সব কেন্দ্রশাসিত অঞ্চলে আইন সভা নেই তাদের জন্য আইন রচনা করেন ☞ কেন্দ্রীয় আইনসভা বা সংসদ
❏ পার্লামেন্টের বাজেট উত্থাপন করেন ☞ রাষ্ট্রপতির নির্দেশক্রমে অর্থমন্ত্রী
❏ রাজ্যের সর্বোচ্চ বিচারালয়ের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন ☞ ভারতের প্রধান বিচারপতি
❏ ভারতবর্ষের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সূত্রপাত হয় ☞ ১৯৫৯
❏ কোন রাজ্যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম প্রবর্তিত হয় ☞ রাজস্থান
❏ ভারতে কাদের ভোটাধিকার আছে ☞ ভারতে স্থায়ী বসবাসকারী প্রাপ্তবয়স্ক নাগরিকের
❏ ভারতবর্ষের রাজ্যের সংখ্যা ☞ ২৯ টি
❏ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর সর্বাধিনায়ক হন ☞ রাষ্ট্রপতি
❏ ভারতে সবচেয়ে বেশিকাল মুখ্যমন্ত্রীত্ব করেন ☞ জ্যোতি বসু
❏ ভারতের প্রথম সাধারণ নির্বাচন হয় ☞ ১৯৫১-১৯৫২ খ্রি:
❏ ভারতে পার্লামেন্ট বা সংসদের নির্বাচন এ পর্যন্ত কত বার অনুষ্ঠিত হয়েছে ☞ ১৫
❏ কোন রাজ্যটি সর্বশেষ রাজ্য হিসাবে গঠিত হয়েছে ☞ ঝাড়খন্ড
❏ বিদেশে ভারতের রাষ্ট্রদূতেরা নিযুক্ত হন ☞ রাষ্ট্রপতির দ্বারা
❏ ভারতে কতগুলি রাজ্যের নিজস্ব সংবিধান রয়েছে ☞ ১ টি
❏ কলকাতার মেয়র নির্বাচিত হন ☞ কর্পোরেশনের কাউন্সিলারদের দ্বারা
❏ লোকসভায় মন্ত্রীসভার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা যেতে পারে কেবলমাত্র তখনই যখন এটিকে সমর্থন করেন অন্ততপক্ষে ☞ ৫০ জন সদস্য
❏ ভারতের নির্বাচন ব্যবস্থা ☞ ব্রিটেনের নির্বাচন ব্যবস্থার অনুকরণে
❏ কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন পরিচালনার দায়িত্ব ন্যস্ত থাকে ☞ রাষ্ট্রপতির উপর
❏ সংবিধানের প্রস্তাবনার ধারণাটি প্রথম উত্থাপন করেন ☞ জওহরলাল নেহেরু
❏ ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হন ☞ লোকসভা ও রাজ্যসভায় যুগ্ম অধিবেশনে উভয় সভার সদস্যদের দ্বারা
❏ ভারতের নির্বাচন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট হল ☞ প্রাপ্তবয়স্কদের সর্বজনীন ভোটাধিকার
❏ ভারতের বিচার বিভাগীয় পর্যালোচনার ক্ষমতা নিয়ন্ত্রত করেন ☞ সুপ্রীম কোর্ট
❏ কোন সভার সভাপতি সেই সভার সদস্য নন ☞ রাজ্যসভা
❏ লোকসভা মূলতুবি রাখার ক্ষমতা আছে ☞ রাষ্ট্রপতির
❏ ভারতের সংসদ গঠিত হয়েছে ☞ রাষ্ট্রপতি, রাজ্যসভা ও লোকসভাকে নিয়ে
❏ সরকারী হস্তক্ষেপে 2004 খ্রিস্টাব্দের সৃষ্টি প্রথম ‘Classical Language’ কোনটি ☞ তামিল
❏ যুক্তরাষ্ট্রীয় সরকারের কোনটি মূল বৈশিষ্ঠ ☞ দ্বিনাগরিকত্ব ও নিরপেক্ষ যুক্তরাষ্ট্রীয় আদালত
❏ সংসদে গৃহীত কোন দুটি বিলে রাষ্ট্রপতি তাঁর সম্মতি দিতে বাধ্য ☞ অর্থবিল ও সংশোধনী বিল
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box