জীববিদ্যা প্রশ্ন - উত্তর পর্ব - ১ | Biology In Bengali Part - 1
![]() |
জীববিদ্যা প্রশ্ন - উত্তর পর্ব - ১ |
সাফল্য :
নমস্কার বন্ধুরা,
আজ আপনাদের সাথে শেয়ার করবো, জীববিদ্যা প্রশ্ন - উত্তর পর্ব - ১ | Biology In Bengali Part - 1 যেটির মধ্যে আপনারা বাছাই করা ৫০ টি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর পাবেন| যেগুলি আপনাদের বিভিন চাকরির ভীষণ ভাবে সাহায্য করবে|
সুতরাং সময় অপচয় না করে নিচ থেকে প্রশ্নোত্তর গুলি পড়ে নিন|
⚫ মানবদেহের যে অঙ্গে রঞ্জিত কলা লক্ষ করা যায়, তা হলো ☞ আইরিশ,কোরয়েড,ত্বক
⚫ কোলাজেন ফাইবারের বর্ণ ☞ বাদামি
⚫ কোলাজেন একপ্রকার ☞ প্রোটিন
⚫ পেশিকোশের সাইটোপ্লাজমকে বলা হয় ☞ সারকোপ্লাজম
⚫ ইন্টার-ক্যলেটেড ডিস্ক (Inter-caleted disc) অবস্থিত ☞ হৃদপেশিতে
⚫ হায়ালিন কার্টিলেজে ম্যট্রিক্সের প্রকিতি হল ☞ অর্ধস্বচ্ছ
⚫কলাসংক্রান্ত বিজ্জানকে বলা হয় ☞ ফিজিওলজি
⚫মানবদেহের বেশির ভাগ নিউরোন হল ☞ মাল্টিপোলার
⚫মাল্টিপোলার স্নয়ুকোশ উপস্থিত ☞ মস্তিস্কে
⚫মানবদেহের অবস্থিগঠনের পক্রিয়াকে বলা হয় ☞ আসিফিকেশন
⚫ অস্থিসংলগ্ন পেশিটি হল ☞ লিগামেন্ট
⚫ পেশি সংকোচনের মূল এককটি হল ☞ সারকোমিয়ার
⚫ ক্যলশিয়াম ফসফেটের পাশাপাশি অস্থিতে বর্তমান ☞ ম্যগনেশিয়াম ফসফেট
⚫ হিউমেরাসের সঙ্গে যে পেশি সংযুক্ত থাকে, তা হল ☞ টেনড্রেন
⚫ কাইলোমাইক্রন হল ☞ কোলেস্টেরল এবং প্রোটিন দ্বারা আবৃত তৈলবিন্দু
⚫ ব্রাশবর্ডার যুক্ত এপিথেলিয়াম কলা পরিলক্ষিত হয় ☞ ক্ষুদ্রান্তে
⚫ নিজল দানা তৈরি হয় ☞ রাইবোজম এবং RERRER দ্বারা
⚫ সিবেসিয়াস গ্রন্থির প্রকিতি হল ☞ হলোক্রাইন
⚫ শাখাপ্রশাখাযুক্ত টিউবিউলার গ্রন্থিটি হল ☞ গ্যাস্টিক গ্রন্থি
⚫ মানবদেহের বৃহত্তম মসৃন পেশির উদাহরণ হল ☞ জরায়ু
⚫ যোগকলার প্রধান উপাদন টি হল ☞ কোলাজেন
⚫ স্তাম্ভাকার আবরণীকলা পাওয়া যায় ☞ পাওস্থলীতে
⚫ কোন কলা অস্থিগুলোকে যুক্ত করে ☞ লিগামেন্ট
⚫ কোন দুটির মধ্যবর্তী অংশকে সারকোমিয়ার বলে ☞ Z রেখা থেকে Z রেখা
⚫ সরেখ পেশির গুচ্ছ আবৃত থাকে কী দ্বারা ☞ এপিমাইসিয়াম
⚫ কোন দানাদার শ্বেত-রক্তকনিকাতে হিস্টামিন থাকে ☞ বেসোফিল
⚫ যৌগিক আবরণী কলা থাকে ☞ গলবিলে
⚫ কোনটি স্বচ্ছ কলা v লিগামেন্ট
⚫ যে কোশ অঙ্গানুটির অনুপস্থিতির জন্য স্নায়ুকোশ বিভাজিত হয় না, তা হল ☞ সেন্ট্রোজোম
⚫ রক্তবাহের অন্ত:প্রাচীর গঠনকারী কলা হল ☞ এপিথেলিয়াম কলা
⚫ রিংগার দ্রবণ (Ringer Solution)- এ উপস্থিত আয়ন ☞ Na+ ও K+
⚫ কোনটি রক্তের কোশিয় উপাদান ☞ প্লাজমা
⚫ কোন কোশটি রক্ততঞ্চনে সাহায্য করে ☞ থ্রম্বসাইট
⚫ গ্লোবিউলিন একপ্রকার ☞ প্লাজমাপ্রোটিন
⚫ কোন লিউকোসাইটটি মানুষের রক্তে কম পরিমাণে পাওয়া যায় ☞ মনোসাইট
⚫ নিউরোগ্লিয়া কোশ হল একধরনের ☞ সেনসরি কোশ
⚫ কোন অস্থি এবং তরুণাস্থির ধাত্রকে পৃথক করে ☞ হ্যাভারসিয়ান নালি
⚫ কোন কোশটি Antibody গঠন করে থাকে ☞ হিস্টিওসাইট
⚫ বিলিভারডিন জারিত হয়ে তৈরি হয় ☞ বিলিরুবিন
⚫ কোন কলাতে হিস্টামিন ক্ষরনকারী কোশ পাওয়া যায় ☞ যোগকলাতে
⚫ কোনটি দানাদার শ্বেতকণিকা নয় ☞ লিম্ফোসাইট
⚫ এরিথ্রোসাইটের পরিণতিতে অংশগ্রহণ করে ☞ ভিটামিন B12
⚫ লিগামেন্ট হল ☞ পরিবর্তিত স্থিতিস্থাপক যোগকলা
⚫ সরল আবরণী কলা দ্বারা গঠিত হল ☞ ঘনসন্নিবিস্টভাবে সজ্জিত কোশ
⚫ তরুণাস্থির গঠিত হয় যার দ্বারা সেটি হল ☞ কনড্রসাইট
⚫ এরিল (Aril) কোন ফলটির ভোজ্য অংশ ☞ লিচু
⚫ মূলের শরীরবৃত্তিয় কাজ হল ☞ জলসংবহন এবং খাদ্য সঞ্চয়ে সাহায্য করা
⚫ কোন প্রকার যৌগ থেকে স্টেরয়েড উত্পন্ন হয় ☞ ফিনাণথ্রিন যৌগ
⚫ একটি যৌগিক ফ্যাট এর নাম হল ☞ গ্লাইকোলিপিড
⚫ কোন বিজ্ঞানী এনজাইম(Enzyme) শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন ☞ বিজ্ঞানী কুন
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box