Breaking





Thursday, January 30, 2020

WBPSC Clerkship Exam 25 January 2020 Answer Key - Shift 2

WBPSC Clerkship Exam 25 January 2020 Answer Key - Shift 2
সাফল্য: নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করবো WBPSC Clerkship Exam(2020) Exam Answer Key - এটির মাধ্যমে আপনারা পি.এস.সি ক্লার্কশিপ পরীক্ষার প্রশ্নোত্তর সম্বন্ধে একটা স্বচ্ছ ধারণা লাভ করতে পারবেন এবং তার সাথে সাথে পরীক্ষার প্রস্তুতিও নিতে পারবেন|

               সুতরাং সময় অপচয় না করে, নিচের দেওয়া লিংক থেকে WBPSC Clerkship Exam(2020) Exam Answer Key Shift-2 টি ডাউনলোড করে নিন|

ভারতের একটি অঙ্গ রাজ্যের রাজ্যপালকে নিয়োগ করেন – রাষ্ট্রপতি|

নিচে উল্লেখিত বন্দরগুলির মধ্যে কোনটির অবস্থান পাকিস্থানে নয় – বন্দর আব্বাস|

অস্ট্রেলিয়ার রাজধানী হল – ক্যানবেরা|

ভারতীয় সংবিধানে 370 ধারা বাতিল করার জন্য নিম্নে উল্লেখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি ভারত সরকারের সমালোচনা করেছে – বাংলাদেশ|

‘কমনওয়েলথ গেমস’ কোন বৎসরে ভারতে অনুষ্ঠিত হয় – 2010

2020 সালের গ্রীস্মকালীন অলিম্পিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে যে শহর সেটি – টোকিও|

নিম্নে উল্লেখিত নোবেল পুরস্কার বিজয়ীদের মধ্যে কোন ব্যক্তির কলকাতার সঙ্গে বিশেষ কোনো যোগাযোগ ছিল না – হরগোবিন্দ খোরানা|

নিম্নলিখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি BIMSTEC গোষ্টির সদস্য নয় – পাকিস্থান|

কেশব মহারাজ যে দেশের হয়ে ক্রিকেট খেলেন তা হল – দক্ষিন আফ্রিকা|

নিম্নে উল্লেখিত ব্যক্তিগণের মধ্যে কে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন – উমেশ চন্দ্র ব্যানার্জী|

বর্তমানে জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল হলেন – সত্যপাল মালিক|

নিচে কিছু খেলোয়াড়ের নাম এবং যে সব খেলায় তাঁরা পারদর্শী তা দেওয়া হয়েছে| খেলোয়াড়ের নাম এবং খেলা ঠিকমত চিহ্নিত করতে হবে – সীমোনো হালেপ  -  টেনিস|

ভারতের ‘পূর্বমুখী কর্ম’ (Look East) নীতির সূচনা করেন – নরসিমা রাও|

ভারতের পরমাণুশক্তি কমিশনের প্রথম সভাপতি ছিলেন – হোমি ভাবা|

2019 সালে বিশ্ব শান্তির ‘নোবেল পুরস্কার’ পেলেন – আবী আহমেদ|

স্বাধীন ভারতে প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন – সি. রাজাগোপালচারী|

আলেকজান্ডার কখন ভারতবর্ষ আক্রমন করেন? – খ্রিস্টপূর্ব 326-এ

নিম্নে উল্লেখিত দেশ গুলির মধ্যে কোন দেশে বসবাসকারী কুর্দীশদের ওপর হাল আমলে তুরস্ক আক্রমন করেছে? – সিরিয়া|

নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সাহিত্যে নোবেল পুরস্কার পাননি? – অরুন্ধতী রায়|

রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘নাইট’ উপাধি পরিত্যাগ করেন – 1919 সালে|

নিম্নলিখিত রাজ্যগুলির কোনটিতে চা-এর উৎপাদন হয় না? – মধ্যপ্রদেশ|

নিম্নে উল্লেখিত রাষ্ট্রগুলির মধ্যে কোথায় ভারতীয় দূতাবাসের প্রধানকে ‘হাই কমিশনার’ বলা হয়? – যুক্তরাজ্য|

Usain Bolt – একজন – দূরপাল্লার দৌড়বিদ|

নিম্নে উল্লেখিত নদীগুলির মধ্যে কোনটির উৎস হিমালয়ে – ব্রহ্মপুত্র|

নিম্নে উল্লেখিত ব্যক্তিদের মধ্যে কে হকি খেলোয়াড় নন – মিলখা সিং|

নিম্নে উল্লেখিত স্থানগুলির মধ্যে কোনটি একটি স্বাধীন রাষ্ট্র নয় – আলাস্কা|

অমরকন্টক শহরটি – মধ্যপ্রদেশে|

ISRO–এর সদর দপ্তর হল – বেঙ্গালুরুতে|

নিম্নে উল্লেখিত ব্যক্তিদের মধ্যে বর্তমানে কে ভারতের বিদেশ মন্ত্রী – এস. জয়শঙ্কর|

বিশ্বের বৃহতম rain forest–এ অগ্নিকান্ডের জন্য সাম্প্রতিক কালে কোন দেশের নাম সংবাদ শিরোনামে ছিল? – ব্রাজিল|

বিশ্বের উষ্ণায়নের জন্য নিম্নলিখিত কারণগুলির মধ্যে কোনটা দ্বায়ী নয়? – সৌরশক্তির ব্যবহার|

মামল্লপুরম সম্পর্কে নিম্নে উল্লেখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি অসত্য? – এখানে কথকলি নৃত্যের জন্ম|

1944 সালের 14ই এপ্রিল ব্রিটিশ সেনাবাহিনীকে পরাস্ত করে INA যেখানে ভারতীয় পতাকা উত্তোলন করেছিল সে জায়গার নাম – ময়রাং|

‘অশনিসংকেত’ গ্রন্থের রচয়িতা হলেন – বিভূতিভূষণ বন্দোপাধ্যায়|

2019-এর সংসদীয় নির্বাচনে রাহুল গান্ধী যে নির্বাচনকেন্দ্র থেকে জয়লাভ করেন সেটি – ওয়ানাদ|

টেস্ট খেলায় কোন ভারতীয় ক্রিকেটার সর্বাধিক দ্বি-শত রান করেছেন? – বিরাট কোহলি|

কোনটি অতীতে পর্তুগীজদের কলোনি ছিল না? – চন্দননগর|

শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর হল – হুগলী জেলায়|

স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলন বক্ত্রিতা দিয়েছিলেন – 1893 সালে|

2019 সালের সংসদীয় নির্বাচনে প্রধানমন্ত্রী কোন নির্বাচনী কেন্দ্র থেকে এসেছেন? – বারাণসী|

File Details:
PDF Name : PSC Clerkship exam answer key(2020) shift-2 
Language : Bengali
Size :3.50mb
No. of Pages : 18
Download Link : Click Here To Download


1 comment:

Please do not enter any spam link in the comment box