সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর পর্ব - ৩ General Knowledge Question & Answers PDF in Bengali Part - 3
![]() |
সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর পর্ব - ৩ |
সাফল্য:
আজ আপনাদের সাথে শেয়ার করবো, সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর পর্ব - ৩ General Knowledge Question & Answers PDF in Bengali Part - 3. যেটির মধ্যে আপনার মোট ৬০ টি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর পাবেন| General Knowledge Question & Answers PDF টি আপনাদের আগত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাহায্যে আসবে|
সুতরাং সময় অপচয় না করে সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর গুলি মুখস্থ করে নিন এবং নিচের দেওয়া লিংক থেকে General Knowledge Question & Answers in Bengali Part - 3 টি ডাউনলোড করে নিন একদম বিনামূল্যে|
পিডিএফ টির কিছু নমুনা:
❏ ভারতে তৈরি প্রথম বাস্পচালিত জাহাজের নাম কি ?
উ: ডায়নো
❏ স্কটল্যান্ড ইয়র্ড এর সদর দপ্তর কোথায় ?
উ: লন্ডন
❏ ওজাপলি কোন রাজ্যের নৃত্যকলা ?
উ: হরিয়ানা
❏ খর্পরণ পদ্ধতি কোন ধাতু নিস্কাশনের সাথে জড়িত ?
উ: তামা
❏ কত সালে বায়ুদূষণ আন্দোলন কার্যকরী হয় ?
উ: ১৯৮১ সালে
❏ কোন দেশে ক্রিসমাস ট্রি এর উদ্ভব হয়েছিল?
উ: জার্মানি
❏ কোন গ্রহে সূর্য পশ্চিম দিক থেকে উঠে ?
উ: শুক্র
❏ কোন দুটি রাজ্যে সয়াবিনের চাষ সবথেকে বেশি হয় ?
উ: মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র
❏ ভারতের হাইড্রোকার্বন স্রোতের মূল উত্স্থ্ল কোথায় ?
উ: আসাম
❏ কবে প্রথম স্টিম ইঞ্জিন চালিত ট্রেনের চলাচল শুরু হয়
উ:১৮৫৪ খ্রি:
❏ ভারতের প্রথম প্রাইভেট বিমানবন্দরের নাম কি ?
উ: কোচিন বদর
❏ কত সালে প্রথম প্যারিসে অলিম্পিকের আসর বসে ?
উ: ১৯১৪ সালে
❏ জেমস ফ্রাঙ্ক কোন দেশের লোক ছিলেন ?
উ: জার্মানি
❏ ভারতের প্রত্নতত্ত্বের জনক কে ছিলেন ?
উ: আলেকজান্ডার ক্যানিংহাম
❏ মেঘাচ্ছন্নতা পরিমাপক যন্ত্রের নাম কি ?
উ: নেফেলেমিটার
❏ জাপানের পার্লামেন্টকে কি বলা হয় ?
উ: ডায়েট
❏ জীবিত কালে প্রকাশিত রবীন্দ্রনাথের শেষ কাব্য গ্রন্থ কোনটি ?
উ: জন্মদিনে
❏ অ্যালবার্ট আইনস্টাইন প্রথম জীবনে কি ছিলেন ?
উ: পেটেন্ট অফিসের কেরানি
❏ গ্রন্থাগারে প্রকাশিত রবীন্দ্রনাথের প্রথম বইটির নাম কি?
উ: কবি কাহিনী
❏ মানবীয় ভুগোলের জনক বলে কে পরিচিত ?
উ: ফেডারিক রাটজেল
❏ আলিম্পিয়ার জিউসের মূর্তিটি কবে নস্ট হয়ে যায় ?
উ: ৪৭৫ খ্রি:
❏ বিশ্ব পিতৃদিবস হিসেবে কোন দিনটিকে পালন করা হয় ?
উ: ২০ ই জুন
❏ ১৮ ই নভেম্বর দিনটি কি হিসেবে পালিত হয় ?
উ: খননকারী দিবস
❏ জিল কোন বস্তুর বাণিজ্যিক নাম ?
উ: ঘড়ি
❏ আইসল্যান্ড এর জাতীয় পাখি কোনটি ?
উ: জির ফ্যকলন
❏ বিদ্যাসাগর সেতু কবে চালু হয়?
উ: ১৯৯২ সালে
❏ নালন্দা মিউজিয়াম কোথায় অবস্থিত ?
উ: বিহার
❏ কবে প্রথম ফুটবল ম্যাচ শুরু হয় ?
উ: ১৮০২ সালে
❏ নহানডন পত্রিকা কোন দেশ থেকে প্রকাশিত হয় ?
উ: ভিয়েতনাম
❏ কলকাতার প্রথম শেরিফ কে ছিলেন ?
উ: দিগম্বর মিত্র
File Details:
File Name: General Knowledge Question & Answers in Bengali Part - 3
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 05
File Size: 585 Kb
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box