সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর পিডিএফ General Knowledge Questions and Answer in Bengali PDF
![]() |
সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর পিডিএফ |
সাফল্য:
নমস্কার বন্ধুর আজ আপনাদের সাথে সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর পিডিএফ General Knowledge Questions and Answer in Bengali PDF টি বিনামূল্যে সরবরাহ করছি| জেনারেল নলেজ সমস্ত পরীক্ষার জন্য গুরত্বপূর্ণ|
সমস্ত পরীক্ষার কথা মাথায় রেখে আমরা এই পিডিএফ টি তৈরি করেছি| এখানে গুরত্বপূর্ণ ৫০ টি প্রশ্নোত্তর রয়েছে|
সুতরাং সময় নস্ট না করে নিচের দেওয়া লিংক থেকে General Knowledge Questions and Answer PDF টি ডাউনলোড করে নিন এবং নিজেকে পরীক্ষার জন্য একধাপ এগিয়ে রাখুন|
পিডিএফ টির কিছু নমুনা:
প্র: ভারতের জাতীয় প্রতীক কোনটি ?
উ: সিংহের মূর্তি
প্র: ভারতে ‘জাতীয় বিজ্ঞান দিবস’ কোন দিন পালন হয় ?
উ: ২৮ শে ফ্রেব্রুয়ারী
প্র: প্রথম কোন মহিলা জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন ?
উ: আশাপূর্ণা দেবী
প্র: কোন শহর কে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছে ?
উ: ওসলো
প্র: সাহিত্যে পুলিত্জার পুরস্কার কোন ভারতীয় পেয়েছিলেন ?
উ: সিদ্ধার্থ মুখার্জি
প্র: বসুন্ধরা বৈঠক কিসের জন্য হয়েছিল ?
উ: পরিবেশের জন্য
প্র: বিষ্ণুর দশ অবতারের বিবরণ কোথায় পাওয়া যায় ?
উ: মত্স্যপুরাণ
প্র: ‘ডুরান্ড কাপ’ কোন খেলার সাথে যুক্ত ?
উ: ফুটবল
প্র: কোন প্রথম ভারতীয় মহিলা এভারেস্টের চূড়ায় পৌঁছেছিলেন ?
উ: বাচেন্ত্রী পাল
প্র: প্রথম যুব অলিম্পিক গেম কোথায় হয়েছিল ?
উ: সিঙ্গাপুর
প্র: ভারতের প্রথম মহিলা ডাক্তার কে ছিলেন ?
প্র: কাদম্বিনী গাঙ্গুলি
প্র: ভারতীয় পশু চিকিত্সা সংস্থা কোথায় অবস্থিত ?
উ: ইজ্জতনগর
প্র: বিখ্যাত গ্রন্থ ‘ The Nacked Face’ এর রচিয়তা কে ?
উ: সিডনি সেলডন
প্র: কত সালে প্যারিসে আইফেল টাওয়ার স্থাপিত হয় ?
উ: ১৮৮৯ সালে
প্র: কত সালে ইন্টার ন্যাশনাল মানিটারি ফান্ড স্থাপিত হয় ?
উ: ১৯৪৫ সালে
প্র: কবে প্রথম টেস্ট টিউব বেবি সুইসের জন্ম হয় ?
উ: ১৯০৯ সালে
প্র: ১৯৭৬ সালে ‘মিস ওয়ার্ল্ড’ কে হয়েছিলেন ?
উ: সিনমিয়া জ্যাঙ্ক ব্রেকস্পেসার
প্র: কত সালে প্রথম মরনোত্তর নোবেল দেওয়া হয় ?
উ: ১৯৭৪ সালে
প্র: প্রথম কবে লিখিত ভাষার আবিস্কার হয় ?
উ: খ্রী: পূ: ৫০০০ সাল
প্র: অর্জুন পুরস্কার কত সালে প্রবর্তিত হয় ?
উ: ১৯৬১ সালে
প্র: প্রথম কাকে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল ?
উ: বিশ্বনাথ আনন্দ
প্র: বার্নিস রুবেল রচিত বইটির নাম কি ?
উ: দ্য ইলেক্টেও মেম্বার
প্র: হ্যারি পটারের পেঁচার নাম কি ছিল?
উ: হেড উইগ
প্র: ‘শার্লক হোমস’ কার সৃষ্টি ?
উ: আর্থার কোনান ডায়েল
প্র: ভাটনাগর প্রাইজ কোন ক্ষেত্রে প্রদান করা হয়
উ: বিজ্ঞান প্রযুক্তি
প্র: ‘লিভ অর নট টু লিভ’ বইটি কার দ্বারা রচিত হয়েছিল ?
উ: নিরোদ. সি. চৌধুরী
File Details:
File Name: General Knowledge Questions and Answer
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 04
File Size: 580 Kb
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box