Breaking





Tuesday, August 10, 2021

ভারতের বিভিন্ন শহর ও তার শিল্প তালিকা PDF || List of Various Cities and Their Industries in India PDF

ভারতের বিভিন্ন শহর ও তার শিল্প তালিকা PDF || List of Various Cities and Their Industries in India PDF Download

ভারতের বিভিন্ন শহর ও তার শিল্প তালিকা ডাউনলোড List of Various Cities and Their Industries in India in Bengali PDF Download
ভারতের বিভিন্ন শহর ও তার শিল্প
সাফল্য:
              নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করবো, ভারতের বিভিন্ন শহর ও তার শিল্প তালিকা PDF - List of Various Cities and Their Industries in India PDF, যেটি আপনাদের আগত বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় সাহায্য করবে।

              এই পিডিএফ টির মধ্যে ভারতের বিভিন্ন শহরেরে মোট ৫০ টি শিল্প লিপিবদ্ধ করা আছে। আমরা আশা রাখছি List of Various Cities and Their Industries in India PDF টি আপনাদের বিভিন্ন চাকরির পরীক্ষায় সাহায্যে আসবে।

               সুতরাং সময় নষ্ট না করে তালিকাটি পড়ে নিন এবং নিচের দেওয়া লিংক থেকে সম্পূর্ণ পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিন একদম বিনামূল্যে।

ভারতের বিভিন্ন শহর ও তার শিল্প

শহর
রাজ্য
শিল্প
চিত্তরঞ্জনপশ্চিমবঙ্গরেল ইঞ্জিন
আগ্রাউত্তর প্রদেশকার্পেট, মার্বেল,
পাথরের দ্রব্য, চামড়া
ছিন্দওয়ারামধ্যপ্রদেশচুনাপাথর, কয়লা
লুধিয়ানাপাঞ্জাবগেঞ্জি ও উলজাত দ্রব্য
বিশাখাপত্তনমঅন্ধ্রপ্রদেশইস্পাত, লোহা, জাহাজ তৈরী,
তৈল শোধনাগার
বেরিলীউত্তরপ্রদেশকাঠ ও বাঁশের কাজ, ধুনা শিল্প
জয়পুররাজস্থানসূচীশিল্প, মৃৎশিল্প,
পিতলজাত দ্রব্য
ব্যাঙ্গালোরকর্ণাটকবিমান, টেলিফোন, সূতি
বস্ত্র, সিল্ক, খেলনা
শ্রীনগরকাশ্মীরকাঠের কাজ, উলের
পোষাক, ইস্পাত, শাল
কলামসেরিকেরালাঘড়ি, যন্ত্রাংশ
ডালমিয়ানগরবিহারসিমেন্ট
রাউরকেল্লাওড়িশাসার, ইস্পাত
নেভেলিতামিলনাড়ুলিগনাইট
ডিগবয়আসামতৈল শোধনাগার
তিরুচিরাপল্লীতামিলনাড়ুসিগার
কলকাতাপশ্চিমবঙ্গইলেকট্রিক বাল্টব, সূতি বস্ত্র,
ল্যাম্প, সিনেমা, পাট
কানপুরউত্তরপ্রদেশচামড়ার জুতো
রেনু কুটিউত্তরপ্রদেশঅ্যালুমুনিয়াম শিল্প
জালাহালিকর্ণাটকইলেকট্রনিক্স, যন্ত্রাংশ কারখানা
তারাপুরমহারাষ্ট্রপারমাণবিক শক্তি কেন্দ্র


File Details:
File Name: Various Cities and Their Industries in India
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 03
File Size: 515 Kb

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box