Breaking





Friday, April 03, 2020

ইতিহাস সম্পর্কিত সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পর্ব - ৩ || History Question & Answer in Bengali Part - 3 PDF

ইতিহাস সম্পর্কিত সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পর্ব - ৩ || History Question & Answer in Bengali Part - 3 PDF

History Question & Answer in Bengali Part - 3 PDF
ইতিহাস সম্পর্কিত সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পর্ব - ৩
সাফল্য: 
নমস্কার বন্ধুরা আজ আপনাদের সাথে শেয়ার করবো,  ইতিহাস সম্পর্কিত সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পর্ব - ৩ || History Question & Answer in Bengali Part - 3 PDF প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস অধ্যায়টি অনেক গুরত্বপূর্ণ| প্রতিযোগিতামূলক পরীক্ষায় ইতিহাস থেকে প্রচুর প্রশ্ন এসে থেকে| আপনাদের সুবিধার্তে গুরত্বপূর্ণ মোট ৫৫ টি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর এই পিডিএফ টির মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে| আমরা আশা করছি History Question & Answer in Bengali Part - 3 PDF টি আপনাদের বিভিন্ন পরীক্ষায় সাহায্য করবে|

             সুতরাং সময় অপচয় না করে প্রশ্নোত্তর গুলি পড়ে নিন এবং প্রয়োজন নিচের দেওয়া লিংক থেকে সম্পূর্ণ পিডিএফ টি সংগ্রহ করে নিন একদম বিনামূল্যে

কিছু নমুনা:

১. প্রাচীন ভারতবর্ষের একমাত্র ঐতিহাসিক গ্রন্থ কোনটি ?
উ: রাজতরঙ্গিনী (রচিয়তা কলহন)

২. ভারতসভা কে স্থাপন করেন ?
উ: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় (১৮৭৬)

৩. পৃথিবীর প্রাচীনতম গ্রন্থের না  কি ?
উ: ঋকবেদ

৪. বিক্রমশীল উপাধি নিয়েছিলেন কোন পাল রাজা ?
উ: রাজা ধর্মপাল

৫. শিখ ধর্মের শেষ (দশম) গুরু  কে ?
উ: গোবিন্দ সিংহ

৬. কোন ব্রিটিশ প্রধানমন্ত্রীর সময় ভারত স্বাধীন হয় ?
উ: প্রধানমন্ত্রী এটলী

৭. খানুয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ?
উ: বাবর ও রাণা সংগ্রাম সিংহ (১৫২৭ খ্রী:)

৮. কুষাণ যুগের শ্রেষ্ঠ শিল্প কি ?
উ: গান্ধার শিল্প

৯. জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ড কবে ঘটে ?
উ: ১৯১৯ (১৩ ই এপ্রিল)

১০. শ্রেণিক কোন রাজার উপাধি ?
উ: বিম্বিসারের

১১. পুরন্দরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল ?
উ: শিবাজী ও জয়সিংহের মধ্যে

১২. তালিকোটার যুদ্ধ কবে ঘটে ?
উ: ১৫৬৫ খ্রী

১৩. হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উ: নবগোপাল মিত্র

১৪. কোন বইটি ‘বাঙালি স্বদেশ প্রেমের বাইবেল’ বলে জানা যায় ?
উ: আনন্দমঠ

১৫. ‘মাদার ইন্ডিয়া’ কে রচনা করেছিলেন ?
উ: ক্যাথরিন মায়ো


১৬. কে ‘ভগবত গীতা’ কে ইংরেজিতে অনুবাদ করেছিলেন ?
উ: চার্লেস উইনকিনস

১৭. কাকে ‘পাঞ্জাবের ঠাকুর’ নামে অভিহিত করা হয় ?
উ: পুরন সিং

১৮. কে ‘হংস দময়ন্তী’ চিত্রটি এঁকেছিলেন ?
উ: রাজা রবি বর্মা

১৯. জাতীয় ক্যালেন্ডার কবে প্রতিষ্ঠাতা হয়েছিল ?
উ: ১৯৫৭ খ্রী:

২০. ‘শান্তিনিকেতন’ কে প্রতিষ্ঠা করেছিলেন ?
উ: রবীন্দ্রনাথ ঠাকুর

২১. ‘ভারতের আওয়াজ’ নামে কে সংবাদপত্র প্রকাশ করেছিলেন ?
উ: দাদাভাই নওরোজী

২২. ‘ইয়ং ইন্ডিয়া’ এবং ‘হরিজন’ পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
উ: মহাত্মা গান্ধী

২৩. শ্রী অরবিন্দ আশ্রম কোথায় অবস্থিত ?
উ: পন্ডিচেরী

২৪. কোন ভারতীয় প্রথম জাতীয় পতাকা উত্তোলন করে ?
উ: মাদাম কামা

২৫. গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন ?
উ: গোপাল কৃষ্ণ গোখলে

২৬. ক্যাবিনেট মিশনের প্রধান কে ছিলেন ?
উ: লর্ড পেথিক লরিয়েন্স

২৭. সুভাষচন্দ্র বোসের ‘ভারতের জাতীয় সেনাবাহিনী’ তৈরিতে সাহায্য করেছিলেন কে ?
উ: রাসবিহারী বোস

২৮. ভারতের ইতিহাসে ১৯৩০ খ্রী: কোন ঘটনা ঘটেছিল ?
উ: ডান্ডি মার্চ

২৯. পরমধাম আশ্রম কে স্থাপন করেছিলেন ?
উ: আচার্য বিনোবা ভাবে

৩০. কারা লাল কুর্তা নাম পরিচিত ছিল ?
উ: খুদা ই খিদমতগার

৩১. অন্তোদ্যয় এর চিন্তা কে করেছিলেন ?
উ: আচার্য বিনোবা ভাবে

৩২. কে বাংলা বিভাগের কথা নাকচ করে দিয়েছিল ?
উ: লর্ড হার্ডিংস

৩৩. ইউ. এস. এ - তে কে ব্রহ্মজ্ঞানী সোসাইটি স্থাপন করেছিলেন ?
উ: মাদাম ব্র্যাভাস্কি

৩৪. ভারত মুক্তি আন্দোলন কবে শুরু হয়েছিল ?
উ: ৪ ঠা আগস্ট, ১৯৪২ (বোম্বে)

৩৫. কে প্রথম পাকিস্থানের কল্পনা করেছিল ?
উ: চৌধুরী রহমত আলি


৩৬. ‘হিন্দ স্বরাজ’ বইটির রচয়িতা কে ?
উ: মহাত্মা গান্ধী

৩৭. ভারতের স্বাধীনতা যুদ্ধের সময় কে সেন্ট্রাল হিন্দু স্কুল শুরু করেছিলেন ?
উ: অ্যানি বেসান্ত

৩৮. আবুল কালাম আজাদ কোন পত্রিকা বের করেছিলেন ?
উ: আল – হিলাল

৩৯. কোন প্রধানমন্ত্রী ভারতে ক্রিপস মিশন পাঠিয়েছিল ?
উ: নেভিলে ক্যামবারলিন

৪০. জালীওয়ালাবাগের নির্মম হত্যাকান্ডের জন্য কে নাইটহুউ উপাধি প্রত্যাখান করেছিলেন ?
উ: রবীন্দ্রনাথ ঠাকুর

৪১. বালকান প্ল্যানের দ্বারা ভারতকে খন্ড খন্ড করে দেওয়ার বুদ্ধি কার মস্তিস্ক প্রসূত ছিল ?
উ: লর্ড মাউন্ট ব্যাটেন

৪২. সুভাষচন্দ্র বোসের পূর্বে INA এর কমান্ডর চিপ কে ছিলেন ?
উ: ক্যাপ্টেন মোহন সিং

৪৩. জম্মু এবং কাশ্মীর কবে ভারতের অংশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছিল ?
উ: ২৬ শে অক্টোবর, ১৯৪৭

৪৪. পুণা চুক্তি কাদের মধ্যে সংঘটিত হয়েছিল ?
উ: গান্ধীজি এবং আম্বেদকর

৪৫. ‘দি ইন্ডিয়ান স্ট্রাগল’ বইটি কার আত্মজীবনী ?
উ: সুভাষচন্দ্র বোস

৪৬. কোন পাকিস্থানী ভারতীয় সরকার দ্বারা ‘ভারতরত্ন’ সম্মানে ভুষিত হয়েছিলেন ?
উ: খান আব্দুল গফ্ফর খান

৪৭. কিসের ভিত্তিতে লন্ডনে গোল টেবিল বৈঠক বসেছিল ?
উ: গান্ধী – আরউইন চুক্তি

৪৮. ভারতমুক্তি আন্দোলনের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন ?
উ: চার্চিল

৪৯. কে ‘লোক নায়ক’ নাম খ্যাত ছিলেন ?
উ: জয় প্রকাশ নারায়ণ

৫০. ‘করব অথবা মরব’ কে বলেছিলেন ?
উ: মহাত্মা গান্ধী


File Details:
File Name: History Question & Answer in Bengali Part - 3
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 5
File size: 601 Kb

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box