ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্য সমূহ তালিকা পিডিএফ - List of Folk Dances of Various States of India in Bengali PDF
![]() |
ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্য সমূহ তালিকা |
সাফল্য -
নমস্কার বন্ধুরা, প্রায় সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্য সমূহ তালিকা পিডিএফ - List of Folk Dances of Various States of India in Bengali PDF টি সম্পূর্ণ বাংলা ভাষায় এবং বিনামূল্যে আপনাদের কাছে প্রদান করছি| পিডিএফ টির মধ্যে ভারতের ২০ টি রাজ্যের লোকনৃত্য সমূহের তালিকা দেওয়া আছে| কারণ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই টপিক থেকে কিছু কেমন প্রশ্ন আসে| এই কারণে List of Folk Dances of Various States of India in Bengali PDF টি সংগ্রহ করে রাখুন|
সুতরাং সময় নস্ট না করে ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্য সমূহ তালিকাটি মুখস্থ করে নিন এবং নিচের দেওয়া লিংক থেকে সম্পূর্ণ পিডিএফ টি ডাউনলোড করে নিন একদম বিনামূল্যে|
কিছু নমুনা:
❏ পশ্চিমবঙ্গ ➔ ছৌ নৃত্য, গাজন, বাউল নৃত্য, কীর্তন, সাঁওতালি,কাঠি, যাত্রা
❏ বিহার ➔ চাপেলি, নাচেরী, কাজরি, নাটুয়া, বিদেশিয়া, জোহরা, কথাপুটলি,জাতা যতীন, ঝিঝিয়া, যদুর, কর্ম, যাত্রা
❏ মহারাষ্ট্র ➔ কথাকীর্তন, দহিকলা, দন্ডনিয়া, লোভানি, গবন, দশাবতার, তামাশা, লেজিম, মৌনী প্রভিতি
❏ পাঞ্জাব ➔ ভাঙরা (পুরুষ), গিদ্ধ (মহিলা), গীদ্দা,
❏ কর্ণাটক ➔ কুনিথা, হুটারি, যক্ষগণ, সাগু
❏ তামিলনাড়ু ➔ কুমনী, থেরুকোটু, কোলাত্তাম, ভারতনাট্যম, কাভাদি, কুমি
❏ গুজরাট ➔ দণ্ডিয়া রাস, গরবা, গমফ, অর্ব, টিপ্পনি, পাধার
❏ হরিয়ানা ➔ গগর, ঝুমুর, ফাগনৃত্য, গুগা, রাসলীলা, ধামাল, খোরিয়া, লুর, দাফ
❏ কেরালা ➔ চাভিত্তি নাটকম, তপতীকালি, মুদিভেটু, কৈকোত্তিকালি, কোড়িয়াট্টম, কালিয়াত্তম, কৃষ্টভট্টম
❏ আসাম ➔ ওজাপলি, রাখাল লীলা, বহাগ বিহু, তবল চোঙলি, খেল গোপাল, খেল গোপী
File Details:
File Name: List of Folk Dances of Various States of India in Bengali
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 2
File size: 1.7 MB
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box