Breaking





Wednesday, April 08, 2020

জাতীয়তাবাদী আন্দোলনের সময়ে প্রকাশিত গুরত্বপূর্ণ সংবাদ পত্র ও পত্রিকা তালিকা PDF - List of Important Newspaper and Magazines Published During the Nationalist Movement

জাতীয়তাবাদী আন্দোলনের সময়ে প্রকাশিত গুরত্বপূর্ণ সংবাদ পত্র ও পত্রিকা তালিকা PDF - List of Important Newspaper and Magazines Published During the Nationalist Movement

 List of Important Newspaper and Magazines Published During the Nationalist Movement
জাতীয়তাবাদী আন্দোলনের সময়ে প্রকাশিত গুরত্বপূর্ণ সংবাদ পত্র ও পত্রিকা তালিকা

সাফল্য:
নমস্কার বন্ধুরা,
ভারতীয় ইতিহাসের অংশ হিসাবে জাতীয়তাবাদী আন্দোলনের সময়ে প্রকাশিত গুরত্বপূর্ণ সংবাদ পত্র ও পত্রিকা তালিকা PDF টি আপনাদের মাঝে শেয়ার করছি| কারণ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই তালিকা থেকে কিছু কেমন প্রশ্ন এসে থাকে| ওই সমস্ত প্রশ্নের সঠিক উত্তর সমাধান করতে জাতীয়তাবাদী আন্দোলনের সময়ে প্রকাশিত গুরত্বপূর্ণ সংবাদ পত্র ও পত্রিকা তালিকাটি মুখস্থ করে নিন এবং প্রয়োজনে নিচের দেওয়া লিংক থেকে পিডিএফ টি ডাউনলোড করে নিন একদম বিনামূল্যে|

কিছু নমুনা:-



সংবাদপত্র/পত্রিকাসম্পাদক/প্রকাশক
বেঙ্গল গেজেটজেমস অগাস্টাস হিকি
সমাচার দর্পণমার্শম্যান
সংবাদ প্রভাকরঈশ্বরচন্দ্র গুপ্ত
হরিজনমহাত্মা গাঁধি
দ্য বেঙ্গলিসুরেন্দ্রনাথ ব্যানার্জি
ইনডিপেন্ডেন্টমোতিলাল নেহরু
বন্দেমাতরমভিকাজি রুস্তমজি কামা
হিন্দুস্থান টাইমসকে এম পানিক্কর
হিন্দু পেট্রিয়টহরিশ্চন্দ্র মুখোপাধ্যায়
যুগান্তরবারীন্দ্র কুমার ঘোষ



File Details:-
File Name: জাতীয়তাবাদী আন্দোলনের সময়ে প্রকাশিত গুরত্বপূর্ণ সংবাদপত্র ও পত্রিকা
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 2
File size: 1.5 MB

Click Here to Download

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box