ভারতের বিভিন্ন খনিজ দ্রব্য তালিকা পিডিএফ List of The Various Minerals of India PDF in Bengali
![]() |
ভারতের বিভিন্ন খনিজ দ্রব্য |
নমস্কার বন্ধুরা,
ভারতের বিভিন্ন খনিজ দ্রব্য তালিকা PDF টি আজকে আপনাদের সাথে বিনামূল্যে সরবরাহ করছি। বিভিন্ন রকম প্রতিযোগীতামূলক পরীক্ষায় এই টপিক থেকে প্রায়শই প্রশ্ন আসতে দেখা যায়। সেই সব প্রশ্নের সাথে মোকাবিলা করার জন্য List of The Various Minerals of India PDF আপনাদের কাজে আসবে।
সুতরাং সময় অপচয় না করে ভারতের বিভিন্ন খনিজ দ্রব্য তালিকাটি পড়ে নিন এবং প্রয়োজনে নিচের দেওয়া লিংক থেকে সম্পূর্ণ পিডিএফ টি সংগ্রহ করে নিন।
পিডিএফ টির কিছু নমুনা দেওয়া হল:
① অ্যালুমিনিয়াম ➢ কেরালা, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ
② গ্রাফাইট ➢ রাজস্থান, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, মধ্যপ্রদেশ
③ কয়লা ➢ রাণীগঞ্জ (পশ্চিমবঙ্গ), করণপুর (ঝাড়খন্ড), লাদাখ (কাশ্মীর), ঝরিয়া, কেওনঝড় (ওড়িশা), বোকারো
④ পেট্রোলিয়াম ➢ বালাপুর, ডিগবয়, জ্বালামুখী (মধ্যপ্রদেশ), মুশিমপুর, আঙ্কলেশ্বর (গুজরাট), পাথারিয়া (আসাম), চাম্বি, বম্বে হাই
⑤ আকরিক লৌহ ➢ ময়ুরভঞ্জ (ওড়িশা), সিংভূম (বিহার), বেল্লাদেলা ও দূর্গ (মধ্যপ্রদেশ), কেওনঝড়, কর্ণাটক
⑥ বক্সাইট ➢ মহারাষ্ট্র, বিহার, মধ্যপ্রদেশ, ওড়িশা
⑦ চুনাপাথর ➢ অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, গুজরাট, মহারাষ্ট্র
⑧ চিনা মাটি ➢ রাজমহল পাহাড়, কেরালা, সিংভূম (ঝাড়খন্ড)
⑨ সোনা ➢ হাট্টি (কর্ণাটক),অন্ধ্রপ্রদেশ, কোলার
⑩ রুপা ➢ জাওয়ার (রাজস্থান), সিংভূম, সাঁওতাল পরগনা (বিহার), বালারি ও চিতার দূর্গ (কর্ণাটক)
⑪ হীরক ➢ করনুল (অন্ধ্রপ্রদেশ), ছত্তরপুর (মধ্যপ্রদেশ), পান্না
⑫ ইউরেনিয়াম ➢ রাজস্থান, বিহার
⑬ অ্যান্টিমনি ➢ কর্ণাটক, পাঞ্জাব
⑭ তামা ➢ বালাঘাট (এম পি), খেত্রি (রাজস্থান), সিংভূম, হাজারিবাগ (বিহার)
⑮ অভ্র ➢ তিরুনাভাল্লি (তামিলনাড়ু), কোডারমা (হাজারিবাগ), ভিলওয়ারা (রাজস্থান), নেল্লোর (অন্ধ্রপ্রদেশ)
File Details:
File Name: List of The Various Minerals of India
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 2
File size: 1.5 MB
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box