Breaking





Sunday, April 12, 2020

বিভিন্ন রাশির এককসমূহ তালিকা PDF || List of Various Zodiac Units in Bengali PDF

বিভিন্ন রাশির এককসমূহ তালিকা PDF || List of Various Zodiac Units in Bengali PDF

List of Various Zodiac Units in Bengali PDF
বিভিন্ন রাশির এককসমূহ তালিকা

সাফল্য:
নমস্কার বন্ধুরা,
পদার্থ বিদ্যার অংশ হিসাবে বিভিন্ন রাশির এককসমূহ তালিকা পিডিএফ - List of Various Zodiac Units PDF টি আপনাদের মাঝে বিনামূল্যে প্রদান করছি| যেটির মধ্যে বিভিন্ন রাশির এককসমূহ সম্পর্কে আলোচনা করা হয়েছে| বিভিন্ন চাকরির পরীক্ষায় এই এই তালিকা থেকে প্রায়শই প্রশ্ন এসে থাকে| তাই আপনাদের এই তালিকাটি মুখস্থ রাখা দরকার| 

            আর সময় নস্ট না করে তালিকাটি মুখস্থ করে নিন এবং প্রয়োজনে নিচের দেওয়া লিংক থেকে সম্পূর্ণ বিনামূল্যে PDF টি ডাউনলোড করে নিন|

কিছু নমুনা:-

❏ ঘনত্ব ➔ গ্রাম/সেমি³ (gcm-³) ও কিগ্রা/মি³ (kgm-³)

❏ চাপ ➔ পাস্কাল (Pa) বা নিউটন /  মি² (N ˙ m-²)

❏ আয়তন ➔ ঘনসেমি (cm³ বা cc) এবং ঘনমি (m³)

❏ কোণ ➔ রেডিয়ান (rad) ও স্টেরেডিয়ান (steradian)


❏ তাপমাত্রা ➔ ডিগ্রি সেন্টিগ্রেট (⁰C), ডিগ্রি ফারেনহাইট (⁰F), ও কেলভিন (k)

❏ বিদ্যুৎ শক্তি ➔ কিলোওয়াট ঘন্টা (kWh) [1 kwh = 3.6  mega joule]

❏ বেগ ➔ সেমি/সেকেন্ড (cms- ¹ ) ও মিটার/সেকেন্ড (ms- ¹)

❏ বায়ুমন্ডলীয় চাপ ➔ অ্যাটমস্ফিয়ার (atm), টর (torr), বার (bar)

❏ কম্পাঙ্ক ➔ হার্জ (Hz) বা সাইকেলস প্রতি সেকেন্ড (cps)

❏ তাপ ➔ ক্যালোরি (cal), জুল (j), ও ব্রিটিশ থার্মাল একক (BTU)

❏ বল ➔ ডাইন (dyne) ও নিউটন (N) [1 N = 10⁵ dyne]

❏ লেন্সের ক্ষমতা ➔ ডায়োপ্টার (dioptre)



File Details:-
File Name: List of Various Zodiac Units
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 2
File size: 1.5 MB

Click Here to Download

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box