Breaking





Thursday, May 07, 2020

Bengali GK Mock Test for All Competitive Exam Part - 3

Bengali GK Mock Test for All Competitive Exam Part - 3

Bengali GK Mock Test for All Competitive Exam Part - 3
Bengali GK Mock Test Part - 3
সাফল্য:
নমস্কার বন্ধুরা,
আজ আপনাদের সাথে শেয়ার করবো Bengali GK Mock Test for All Competitive Exam Part - 3 যার মাধ্যমে আপনারা বিভিন্ন রকম চাকরির পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন

             আপনারা এই Mock Test টির মধ্যে মোট দশটি প্রশ্ন পাবেন এবং প্রত্যেকটি প্রশ্নের মান ১; তাই আর দেরি না করে মক টেস্টে টিতে অংশ গ্রহণ করুণ|

General Knowledge Part - 3


  1. মহেঞ্জোদাড়ো সভ্যতার অপর নাম কী ?

  2. মৃতদের উপত্যকা
    জীবিতদের উপত্যকা
    অশরীরীদের উপত্যকা
    মহানদের উপত্যকা

  3. সোহান সংস্কৃতির অপর নাম কী ?

  4. নব্য প্রস্তর যুগের সংস্কৃতি
    তাম্র প্রস্তর যুগের সংস্কৃতি
    পুরাতন প্রস্তর যুগের সংস্কৃতি
    মধ্য প্রস্তর যুগের সংস্কৃতি

  5. ওরলিনস ভিল কোথায় অবস্থিত ?

  6. মেক্সিকো
    আলজিরিয়া
    চীন
    ইরান

  7. পৃথিবীর গভীরতম ফিয়র্ড কোনটি ?

  8. গ্রীনল্যান্ড কুয়া রাক
    আন্টার্কটিকার ল্যামবার্ড
    আলাস্কার হাবার্ড
    নরওয়ে সোভর্নে

  9. ত্বরণ বা কম্পন পরিমাপের যন্ত্রকে কি বলা হয় ?

  10. অ্যাক্সিলেরো মিটার
    এরোমিটার
    অ্যাসিডিমিটার
    অ্যাকটিনো মিটার

  11. মেডুলারি আবরণ কোথায় থাকে ?

  12. প্লাজমালেমার ওপর
    স্নায়ুর ওপর
    অ্যাক্সোলোমার ওপর
    নিউরোলেমার ওপর

  13. পতঙ্গ কিসের অন্তর্গত ?

  14. ক্রাস্টেসিয়া
    আর্থ্রোপোডা
    সিলেনটেরাটা
    অ্যানিলিডা

  15. পৃথিবীর বৃহত্তম নদী হল ?

  16. আমাজন
    নীল
    মিসিসিপি মিসৌরি
    গঙ্গা

  17. 38 তম প্যারালাল কোন দুটি দেশকে পৃথক করেছে ?

  18. ইংল্যান্ড ও ফ্রান্স
    উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া
    নামিবিয়া ও অ্যাঙ্গোলা
    ভারত ও চীন

  19. কোন দেশের অলিখিত সংবিধান আছে ?

  20. ভারত
    আমেরিকা যুক্তরাষ্ট্র
    পাকিস্থান
    গ্রেট ব্রিটেন



স্কোর গুলি দেখার পর নিচের বাটনে ক্লিক করে উত্তরপত্র দেখুন





No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box