কয়েকটি গুরুত্বপূর্ণ ধাতুসংকর ও তাদের ব্যবহার তালিকা PDF - A Few Important Alloys and their Uses in Bengali PDF
![]() |
কয়েকটি গুরুত্বপূর্ণ ধাতুসংকর ও তাদের ব্যবহার তালিকা |
সাফল্য:
নমস্কার বন্ধুরা,
রসায়ন বিদ্যার অংশ হিসাবে কয়েকটি গুরুত্বপূর্ণ ধাতুসংকর ও তাদের ব্যবহার তালিকা PDF - A Few Important Alloys and their Uses in Bengali PDF টি আপনাদের সাথে সম্পূর্ণ বিনামূল্যে এবং বাংলা ভাষায় শেয়ার করছি| বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় ধাতুসংকর ও তাদের ব্যবহার তালিকা থেকে কিছু কেমন প্রশ্ন এসে থাকে| তাই একটিও নাম্বার হাতছাড়া না করতে তালিকাটি সংগ্রহ করে মুখস্থ করে রাখুন|
তাই আর দেরি না করে নমুনা গুলো দেখে নিন এবং নিচের দেওয়া লিংক থেকে A Few Important Alloys and their Uses পিডিএফ টি ডাউনলোড করে নিন একদম ফ্রিতে|
কিছু নমুনা::
ধাতুসংকর
|
উপাদান
|
ব্যবহার
|
---|---|---|
ব্রোঞ্জ | কপার (Cu) + টিন (Sn) | বাসনপত্র, ঘন্টা, মূর্তি, মুদ্রা, অলংকার ইত্যাদি তৈরিতে |
পিতল বা ব্রাস | কপার (Cu) + জিঙ্ক (Zn) | বাসনপত্র, বিভিন্ন যন্ত্রাংশ ইত্যাদি প্রস্তুতিতে |
স্টেনলেস স্টিল বা কলঙ্কহীন ইস্পাত | আয়রন (Fe) + ক্রোমিয়াম (Cr) + নিকেল (Ni) + কার্বন (C) | বাসনপত্র, সাইকেল, শল্যচিকিৎসার যন্ত্রপাতি ইত্যাদি তৈরিতে |
ম্যাগনেলিয়াম | অ্যালুমিনিয়াম (Al) + ম্যাগনেশিয়াম (Mg) | বিমানের কাঠামো, হালকা যন্ত্রপাতি, তুলাদণ্ড নির্মাণে |
অ্যালুমিনিয়াম ব্রোঞ্জ | কপার (Cu) + অ্যালুমিনিয়াম (Al) | মুদ্রা, যন্ত্রাংশ, বাসনপত্র নির্মাণে |
জার্মান সিলভার | কপার (Cu) + জিঙ্ক (Zn) + নিকেল (Ni) | ফুলদানি, চারুশিল্প, বাসনপত্র, শৌখিন দ্রব্য প্রস্তুতিতে |
টমব্যাক | কপার (Cu) + জিঙ্ক (Zn) | গহনা, মেডেল ইত্যাদি তৈরিতে |
File Details::
File Name: A Few Important Alloys and their Uses
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 2
File size: 1.5 MB
Click Here to Download
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box