Breaking





Sunday, July 25, 2021

বিভিন্ন প্রাণীদের শ্বাস অঙ্গের তালিকা PDF - List of Respiratory Organs of Various Animals in Bengali PDF

বিভিন্ন প্রাণীদের শ্বাস অঙ্গের তালিকা PDF - List of Respiratory Organs of Various Animals in Bengali PDF Download

List of Respiratory Organs of Various Animals in Bengali PDF Download
বিভিন্ন প্রাণীদের শ্বাস অঙ্গ
সাফল্য:
নমস্কার বন্ধুরা,
জীবন বিজ্ঞানের একটি অন্যতম অংশ হিসাবে বিভিন্ন প্রাণীদের শ্বাস অঙ্গের তালিকা পিডিএফ - List of Respiratory Organs of Various Animals in Bengali PDF টি আপনাদের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে এবং বাংলা ভাষায় শেয়ার করছি। যেটির মধ্যে বিভিন্ন প্রাণীদের নাম ও তাদের শ্বাস অঙ্গের নামের একটি সুন্দর তালিকা পাবেন। বিভিন্ন রকম চাকরির পরীক্ষায় এই তালিকা থেকে প্রায়শই প্রশ্ন আসতে দেখা যায়। তাই আপনারা বিভিন্ন প্রাণীদের শ্বাস অঙ্গের তালিকাটি মুখস্থ করে রাখুন আগত পরীক্ষা গুলির জন্য

               সুতরাং সময় নষ্ট না করে নমুনা গুলো দেখে নিন এবং প্রয়োজনে নিচের দেওয়া লিংক থেকে Respiratory Organs of Various Animals বিনামূল্যে PDF টি ডাউনলোড করে নিন।

বিভিন্ন প্রাণীর শ্বাস অঙ্গ

প্রাণীদের নাম
শ্বাস অঙ্গের নাম
জিওল মাছফুলকা ও অতিরিক্ত শ্বাস যন্ত্র
সরীসৃপফুসফুস
ঝিনুকফুলকা ও ম্যান্টল পর্দা
শামুকফুলকা ও ম্যান্টল পর্দা
মানুষফুসফুস
পিপড়েস্পিরাকল
কাঁকড়া বিছেবুকলাং
ব্যাঙাচিবহি:ফুলকা ও অন্ত:ফুলকা
কেঁচোদেহত্বক
আরশোলাট্রাকিয়া


File Details:
File Name: Respiratory Organs of  Animals
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 2
File size: 1.3 MB


Click Here to Download

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box