চাকরীর পরীক্ষার জিকে পর্ব-১১৫ || GK Notes Part - 115
![]() |
জিকে পর্ব-১১৫ |
আজকে আপনাদের সঙ্গে GK Notes Part-115 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
চাকরীর পরীক্ষার জিকে পর্ব-১১৫
⦿ ভারতের প্রথম মহিলা গভর্নর বা রাজ্যপাল কে - সরোজিনী নাইডু
⦿ সংবিধানের যুগ্ম তালিকার ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে - অস্ট্রেলিয়া
⦿ বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দ্বারা তৈরি করা হয় - টাংস্টেন
⦿ প্রথম অলিম্পিক গেমসের আসর কোন শহরে বসেছিল - এথেন্স
⦿ ভারতের একমাত্র রাজ্য যারা কেশর তৈরি করে - জম্মু ও কাশ্মীর
⦿ জৈন তীর্থংকর মহাবীর কোথায় মারা যান - পাওয়াপুরী
⦿ ধান উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম - পশ্চিমবঙ্গ
⦿ হেক্টর প্রতি ধানের ফলনে কোন রাজ্য প্রথম - পাঞ্জাব
⦿ দিল্লির কোন সুলতান কর্ম নিয়োগ দপ্তর স্থাপন করেন - ফিরোজ শাহ তুঘলক
⦿ LPG এর Full Form কি - Liquefied Petroleum Gas
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box