সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | GK Notes Part-114
![]() |
GK Notes Part-114 |
আজকে আপনাদের সঙ্গে GK Notes Part-114 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর
⦿ ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি কাকে বলা হয় - ভীমরাও রামজি আম্বেদকর
⦿ কার অনুমতিতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে প্রথম কারখানা স্থাপন করে - মুঘল সম্রাট জাহাঙ্গীর
⦿ “DNA পর্যায়ক্রম” প্রক্রিয়া কে আবিষ্কার করেন - জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক
⦿ কোন নদীর উপর ভাকরা বাঁধ দেওয়া হয়েছে - শতুদ্র নদী
⦿ পালিটিন ক্রোমোজোম কোন কোষে পাওয়া যায় - পতঙ্গ লার্ভার লালাগ্রন্থি থেকে
⦿ পানামা খাল কোন দুটি মহাসাগরকে সংযুক্ত করেছে - প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগর
⦿ কত সালে মুর্শিদাবাদ থেকে কলকাতায় ব্রিটিশদের রাজধানী স্থানান্তর করা হয় - ১৭৭২ সালে
⦿ কোন ধাতুর আয়ন সালোক-সংশ্লেষে ইলেকট্রন পরিবহন করে - কোবাল্ট
⦿ কততম সংবিধান সংশোধনে লোকসভার কার্যকালের মেয়াদ ৫ থেকে বাড়িয়ে ৬ বছর করা হয় - ৪২তম
⦿ The Comet Disturber কোন গ্রহের অপর নাম - বৃহস্পতি
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box