Breaking





Wednesday, July 21, 2021

চাকরীর পরীক্ষার জিকে পর্ব-১১৩ || Chakrir GK

চাকরীর পরীক্ষার জিকে পর্ব-১১৩ || GK Notes Part - 113 

চাকরীর পরীক্ষার জিকে পর্ব-১১৩ || GK Notes Part - 113
জিকে পর্ব-১১৩
নমস্কার বন্ধুরা,
আজকে আপনাদের সঙ্গে GK Notes Part-113 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।

চাকরীর পরীক্ষার জিকে পর্ব-১১৩

⦿ ইকনমিক হিস্ট্রি অব ইন্ডিয়া গ্রন্থটির কে রচনা করেন - রমেশচন্দ্র দত্ত

⦿ বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রথম বয়কট আন্দোলনের ডাক দেওয়া হয় কোন প্রত্রিকায় - সঞ্জীবনী পত্রিকায়

⦿ ১৯১৬ সালে কংগ্রেস ও মুসলিম লিগের মধ্যে কোন চুক্তি স্বাক্ষরিত হয় - লখনউ চুক্তি

⦿ বেঙ্গল ভলান্টিয়ার্স এর প্রধান নির্দেশক কে ছিলেন - সুভাষচন্দ্র বসু

⦿ প্রোল্যাকটিন বা ল্যাকটোজেনিক হরমোন ক্ষরিত হয় কোন গ্রন্থি থেকে - পিটুইটারি গ্রন্থি থেকে

⦿ ১৯২৯ সালে এলাহাবাদের কৃষকরা কার নেতৃত্বে ‘No TAX’ আন্দোলন গড়ে তোলেন - এম. এন. রায়

⦿ বিপিনবিহারী গাঙ্গুলি কোন গুপ্ত সমিতির সঙ্গে যুক্ত ছিলেন - আত্মোন্নতি সমিতি

⦿ ভারতীয়রা কত সালে সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়ার অধিকার পায় - ১৮৫৮ সালে

⦿ জাতীয় গৌরব সম্পাদনী সভা কে প্রতিষ্ঠা করেন - রাজনারায়ণ বসু

⦿ MSS (Ministry of State Security) কোন দেশের গোয়েন্দা সংস্থা - চীন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box