Breaking





Tuesday, July 20, 2021

জেনারেল স্টাডিজ প্রশ্ন ও উত্তর | GK Notes Part-112

জেনারেল স্টাডিজ প্রশ্ন ও উত্তর | GK Notes Part-112 

জেনারেল স্টাডিজ প্রশ্ন ও উত্তর | GK Notes Part-112
GK Notes Part-112
নমস্কার বন্ধুরা,
আজকে আপনাদের সঙ্গে GK Notes Part-112 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।

জেনারেল স্টাডিজ প্রশ্ন ও উত্তর

⦿ তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়েছে কোন সালে - ২০১৪ সালের ২ জুন

⦿ স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি - দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি)

⦿ আন্তর্জাতিক শিক্ষক দিবস কবে পালন করা হয় - ৫ অক্টোবর

⦿ বৌদ্ধ ধর্ম প্রচারে কোন ভাষার ব্যবহার করা হতো - পালি

⦿ 100 ml বিশুদ্ধ রক্ত কত পরিমাণ অক্সিজেন বহন করতে পারে - 20 ml

⦿ ন্যাটোর (NATO) সদর দপ্তর কোথায় অবস্থিত - ব্রাসেলস (Brussels)

⦿ পরাগধানী থেকে পরাগরেণুর একই ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরণকে বলা হয় - অটোগ্যামি

⦿ চতুর্থ বৌদ্ধ সম্মেলনের সভাপতি কে ছিলেন - বসুমিত্র

⦿ বাংলার কোন রাজা "পরম বৈষ্ণব" উপাধি গ্রহণ করেছিলেন - লক্ষ্মণ সেন

⦿ পর্তুগিজরা কোন মশলাকে ব্ল্যাক গোল্ড বলতো - গোলমরিচ

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box