Breaking





Tuesday, July 20, 2021

ভারতীয় সংবিধান প্রশ্ন ও উত্তর PDF || Constitution of India Question and Answer MCQ in Bengali PDF

ভারতীয় সংবিধান জিকে প্রশ্ন ও উত্তর PDF || Constitution of India Question and Answer MCQ in Bengali PDF Download 

ভারতীয় সংবিধান জিকে প্রশ্ন ও উত্তর PDF || Constitution of India Question and Answer MCQ in Bengali PDF Download
ভারতীয় সংবিধান জিকে প্রশ্নোত্তর
নমস্কার বন্ধুরা,
আজ আপনাদের সাথে শেয়ার করবো, ভারতীয় সংবিধান প্রশ্ন উত্তর - Constitution of India MCQ in Bengali PDF এটির মাধ্যমে আপনারা ভারতীয় সংবিধান সম্পর্কিত বিষয়ে গুরত্বপূর্ণ একটা স্বচ্ছ ধারণা লাভ করতে পারবেন। আপনারা বেশিরভাগ চাকরির পরীক্ষার সুচিপত্র লখ্য করলে দেখবেন যে, সংবিধান/Constitution বিষয়টি আছেই। তাই আমরা আশা করবো, ভারতীয় সংবিধান প্রশ্ন উত্তর পিডিএফ ফাইলটি  আপনাদের Competitive বা চাকরি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।

             সুতরাং সময় অপচয় না করে প্রশ্ন ও উত্তর গুলি দেখে নিন এবং নিচের দেওয়া লিংক থেকে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন।

ভারতীয় সংবিধান জিকে প্রশ্ন ও উত্তর

1. সুপ্রিম কোর্ট কোন লেখ জারির মাধ্যমে নিম্নতন আদালতকে নিজ সীমার মধ্যে কাজ করার নির্দেশ দেয়?
[A] প্রহিবিশন ✔
[B] ম্যান্ডামাস
[C] হেবিয়াস কর্পাস
[D] উপরের কোনোটিই নয়

2. নিম্নলিখিত কোনটি পূর্বে মৌলিক অধিকার হলেও, বর্তমানে এটি একটি আইনি অধিকার?
[A] সম্পত্তির অধিকার
[B] শোষনের বিরুদ্ধে অধিকার ✔
[C] ধর্মীয় স্বাধীনতার অধিকার
[D] স্বাধীনতার অধিকার

3. ভারতীয় সংবিধানের 44 তম সংশোধনের মাধ্যমে কোন অধিকারকে মৌলিক অধিকারের থেকে বাদ দেওয়া হয়?
[A] সাম্যের অধিকার
[B] ধর্মের স্বাধীনতা
[C] সম্পত্তির অধিকার ✔
[D] বাকস্বাধীনতা

4. সংসদ অধিবেশন শুরু হওয়ার কতদিনের মধ্যে রাষ্ট্রপতি কর্তৃক জারি করা অর্ডিন্যাস সংসদে পাশ হতে হবে?
[A] ৬০ দিন
[B] ১২ মাস
[C] ১২ সপ্তাহ
[D] ৬ সপ্তাহ ✔

5. নিম্নলিখিত কোনটি 93 তম সংবিধান সংশোধনীর ফলে মৌলিক অধিকার রূপে স্বীকৃতি পেয়েছে?
[A] সাম্যের অধিকার
[B] সাংবিধানিক প্রতিবিধানের অধিকার
[C] স্বাধীনতার অধিকার
[D] ৬ – ১৪ বছর বয়সের সমস্ত শিশুর জন্য বিনা খরচে আবশ্যিক শিক্ষার অধিকার ✔

6. পঞ্চায়েত স্তরে কে রাজ্য সরকারের প্রতিনিধিত্ব করেন?
[A] পঞ্চায়েত সমিতি ✔
[B] মুখিয়া
[C] সরপঞ্চ
[D] উপরের কোনোটিই নয়

7. ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়?
[A] বাল গঙ্গাধর তিলক
[B] বি আর আম্বেদকর ✔
[C] লালা লাজপত রাই
[D] জওহরলাল নেহরু

8. সংসদ কি কি নিয়ে গঠিত?
[A] বিধানসভা এবং লোকসভা
[B] রাজ্যসভা এবং লোকসভা
[C] রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা ✔
[D] বিধান পরিষদ এবং লোকসভা

9. সরকারের বিভিন্ন দফতরে কাজ অনুমোদন করে কে বা করা?
[A] বিধানসভার সদস্যরা ✔
[B] জেলা বোর্ডের সদস্যরা
[C] বিধান সভার অধক্ষ
[D] রাজ্যসভার সদস্যরা

10. লোকসভার মেয়াদ শেষ হওয়ার পূর্বেই রাষ্ট্রপতি কার পরামর্শে লোকসভা ভেস্তে দিতে পারেন?
[A] লোকসভা
[B] রাজ্যসভা
[C] ভারতের প্রধান বিচারপতি
[D] প্রধানমন্ত্রী ✔

11. হাইকোর্টের বিচারপতিকে কে অপসারণ করতে পারেন?
[A] মুখ্যমন্ত্রীর সুপারিশে রাজ্যপাল
[B] সংসদের উভয় কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের দ্বারা অপসারণের সিদ্ধান্ত গ্রহনের পর রাষ্ট্র কর্তৃক ✔
[C] রাষ্ট্রপতি
[D] উপরের কোনোটিই নয়

12. ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থীর বয়সের ঊর্ধ্বসীমা কত?
[A] ৬০ বছর
[B] ৫৫ বছর
[C] ৬৫ বছর
[D] কোনো ঊর্ধ্বসীমা নেই ✔

13. রাজ্যসভার মোট কতজন সদস্যকে রাষ্ট্রপতি মনোনীত করেন?
[A] ১২ ✔
[B] ৬
[C] ২
[D] ১৫

14. নিয়োগের সময় রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান কে?
[A] উপরাষ্ট্রপতি
[B] ভারতের প্রধান বিচারপতি ✔
[C] প্রাক্তন রাষ্ট্রপতি
[D] মুখ্যনির্বাচন কমিশনার

15. রাষ্ট্রপতির নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিরোধ দেখা দিলে তার নিষ্পত্তি কে করে?
[A] সংসদ
[B] লোকসভা
[C] সুপ্রিমকোর্ট ✔
[D] মন্ত্রিসভা

16. ডেমোক্রেসি শব্দটি কোন ভাষা থেকে উদ্ভুত?
[A] গ্রিক ✔
[B] জার্মান
[C] লাতিন
[D] ফরাসি

17. ‘ধর্মনিরপেক্ষ’ – শব্দটির অর্থ হল?
[A] ধর্মের ভেদাভেদ
[B] রাষ্ট্র একটি বিশেষ ধর্মের প্রতি পক্ষপাতিত্ব করবে
[C] ধর্মীয় উপাসনার অনুমুতি দেওয়া হয় না
[D] রাষ্ট্র কোনো ব্যক্তির ব্যক্তিগত ধর্মীয় বিশ্বাস এবং ধর্মপ্রচারেরে স্বাধীনতা হস্তক্ষেপ করবে না ✔

18. গ্রাম পঞ্চায়েতের সদস্য হওয়ার জন্য পদপার্থীর নূন্যতম বয়স হতে হবে –
[A] ১৮ বছর
[B] ২১ বছর ✔
[C] ২৬ বছর
[D] ১৬ বছর

19. নিম্নলিখিত কোনটি সংবিধান দ্বারা গঠিত নয়?
[A] নির্বাচন কমিশন
[B] অর্থ কমিশন
[C] যোজনা কমিশন ✔
[D] উপরের কোনোটিই নয়

20. ভারতে ‘জিরো আওয়ার’ (Zero Hour) ধারণাটির সূচনা হয়?
[A] ১৯৬২ সালে ✔
[B] ১৯৬৫ সালে
[C]  ১৯৭৪ সালে
[D] ১৯৮৫ সালে

21. ফকেটিং কোন দেশের কেন্দ্রীয় আইনসভা -
[A] নরওয়ে
[B] ডেনমার্ক ✔
[C] সইডেন
[D] ইতালি

22. প্রস্তাবনায় উল্লিখিত যে রাষ্ট্রব্যবস্থা ভারতীয়দের ভোটাধিকার প্রদান করে সেটি হল?
[A] সমাজতন্ত্র
[B] প্রজাতন্ত্র
[C] গণতন্ত্র ✔
[D] ধর্মনিরপেক্ষ

23. কোন রাষ্ট্রপতির নির্বাচনের সময় কোন প্রকার বিরোধিতা করা হয়নি?
[A] এস ডি শর্মা
[B] ভি ভি গিরি
[C] রাজেন্দ্র প্রসাদ
[D] এন সঞ্জীব রেড্ডি ✔

24. নিম্নলিখিত কোনটি ভারতের নাগরিকত্ব অর্জন করার পদ্ধতি নয়?
[A] ভাষার ভিত্তিতে নাগরিকত্ব অর্জন ✔
[B] নথিভুক্তকরণের মাধ্যমে নাগরিকত্ব অর্জন
[C] বংশপরম্পরায় নাগরিকত্ব অর্জন
[D] উপরের কোনোটিই নয়

25. ভারতের প্রজাতন্ত্র প্রতিষ্ঠিথ হয় কত সালে?
[A] ১৯৪৭ সালে
[B] ১৯৫০ সালে ✔
[C] ১৯৬১ সালে
[D] ১৯৭৪ সালে

26. কত বছর বয়সে সুপ্রিমকোর্টের বিচারক অবসর করেন?
[A] ৫৫ বছর
[B] ৬০ বছর
[C] ৬৫ বছর ✔
[D] ৬৮ বছর

27. কেন্দ্রীয় মন্ত্রিসভার পদত্যাগের কারণ হল –
[A] নেতার মৃত্যু
[B] অপসারণ
[C] রাষ্ট্রপতির নির্দেশ
[D] অনাস্থা প্রস্তাব ✔

28. ভারতীয় সংবিধানকে কিরূপে বর্ণনা করা যায়?
[A] এটি লিখিত সংবিধান নয়
[B] পৃথিবীর বৃহতত্তম লিখিত সংবিধান ✔
[C] খুব ছোটো এবং বিন্যস্ত
[D] মাঝারি আকারের

29. জম্মু ও কাশ্মীরের বিধানসভার কার্যকাল সময় হল –
[A] ৫ বছর
[B] ৪ বছর
[C] ৬ বছর ✔
[D] উপরের কোনোটিই নয়

30. কোন রাজ্যে পঞ্চায়েতিরাজ ব্যবস্থা চালু হয়নি?
[A] নাগাল্যান্ড ✔
[B] রাজস্থান
[C] অন্ধ্রপ্রদেশ
[D] ওড়িশা

31. সাধারণত সংসদে বাজেট পেশ করা হয় কোন মাসে?
[A] মার্চ
[B] ডিসেম্বর
[C] জানুয়ারি
[D] ফ্রেব্রুয়ারী ✔

32. নিম্নলিখিত কোনটি রাজ্যসভায় পেশ করা যায় না?
[A] রাজ্যে জরুরি অবস্থা থাকাকালীন আনীত বিল
[B] অর্থবিল ✔
[C] সুপ্রিমকোর্টের রাজ্য বিচারব্যবস্থার ক্ষমতা সংক্রান্ত বিল
[D] যুদ্ধ বা বিদেশি আক্রমনের দরুন জরুরি অবস্থার ঘোষণা সংক্রান্ত বিল

33. রাজ্যপালের অতি গুরত্বপূর্ণ আইন সংক্রান্ত ক্ষমতা হল
[A] বিধানসভা ভেঙে দেওয়া ✔
[B] বিধানসভায় পাশ বিলে সম্মতি জানানো
[C] অর্ডিন্যান্স জারি করা
[D] উপরের কোনোটিই নয়

34. সংবিধানের কোন ধারায় বলা হয়েছে, যে 14 বছরের কম বয়সের কোন শিশুকেই কারখানা বা খনি বা বিপজ্জনক কাজে নিয়োগ করা উচিত নয়?
[A] ধারা 330
[B] ধারা 368
[C] ধারা 24 ✔
[D] ধারা 44

35. গণপরিষদের সদস্য যারা সংবিধানের খসড়া প্রস্তুত করেন তারা  –
[A] ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লিগ দ্বারা নির্বাচিত হন
[B] বিভিন্ন অঞ্চলের বিধানসভা দ্বারা নির্বাচিত হন ✔
[C] গভর্নর জেনেরেল কর্তৃক মনোনীত হন
[D] ব্রিটিশ সংসদ কর্তৃক মনোনীত হন

36. নির্দেশ মূলক নীতিসমূহের ধারণাটি কোন দেশ থেকে গৃহীত হয়েছে?
[A] আমেরিকা
[B] যুক্তরাষ্ট্র
[C] কানাডা
[D] আয়ারল্যান্ড ✔

37. সংবিধানের সপ্তম তফসিলের আলোচ্য বিষয় কি?
[A] কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা ✔
[B] রাজ্যসভার বরাদ্দ আসনসংখ্যা
[C] রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল
[D] উপরের কোনোটিই নয়

38. ভারত সরকারের সর্বোচ্চ লিগাল অফিসার হলেন –
[A] লোকসভার অধ্যক্ষ
[B] আইনমন্ত্রী
[C] অ্যাটর্নি জেনারেল ✔
[D] বিধানসভার অধ্যক্ষ

39. কোন ক্ষেত্রে সুপ্রিমকোর্ট ফেডারেল কোর্ট হিসাবে কাজ করে?
[A] নির্বাচন সংক্রান্ত আবেদন
[B] আন্ত:প্রাদেশিক দ্বন্দ্ব ✔
[C] দেওয়ানি সংক্রান্ত্র মামলা
[D] নিম্নতন আদালতের আপিল শুনানি
40. ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে সরকারিভাবে জনগনের দ্বারা রচিত সংবিধানের দাবি করে?
[A] ১৯৩৫ ✔
[B] ১৯৩০
[C] ১৯৪৭
[D] ১৯২১

41. কোন অধিকারকে ড. বি আর আম্বেদকর ‘সংবিধানের হৃদয় ও আত্মা’ বলে বর্ণনা করেছেন?
[A] শোষনের বিরুদ্ধে অধিকার
[B] সাংবিধানিক প্রতিবিধানের অধিকার ✔
[C] স্বাধীনতার অধিকার
[D] সাম্যের অধিকার

42. পূর্ণাঙ্গভাবে সংবিধান কার্যকারী হওয়ার তারিখ?
[A] ১৯৫০ সালের ২৬  জানুয়ারি ✔
[B] ১৯৪৭ সালের ১৫ আগস্ট
[C] ১৯৪৯ সালের ২৬ নভেম্বর
[D] উপরের কোনোটিই নয়

43. মূল সংবিধানে কটি ধারা ও তফসিল আছে?
[A] ৩৪৪ টি ধারা ও ৬ টি তফশিল
[B] ৩৪৭ টি ধারা ও ১০ টি তফশিল
[C] ৩৯৫ টি ধরা ও ৪ টি তফশিল ✔
[D] ৩৫১ টি ধারা ও ১২ টি তফশিল

44. ভারতের জাতীয় পতাকা গণপরিষদের দ্বারা গৃহীত হয়?
[A] আগস্ট, ১৯৪৭
[B] জুলাই, ১৯৪৭ ✔
[C] জানুয়ারি, ১৯৫০
[D] জুলাই, ১৯৪৯

45. সংবিধান সভার গৃহীত সংবিধানে কে সভাপতি হিসাবে স্বাক্ষর করেন?
[A] মহত্মা গান্ধি
[B] ড. আম্বেদকর
[C] ড. রাজেন্দ্রপ্রসাদ ✔
[D] জওহরলাল নেহরু

46. সংসদের যৌথ অধিবেশনে সভাপতিত্ব কে করেন?
[A] রাজ্যপাল
[B] রাষ্ট্রপতি
[C] প্রধান বিচারপতি
[D] লোকসভার স্পিকার ✔

47. কোন সাংসদের অযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠলে তার চূড়ান্ত মিমাংসা করেন কে?
[A] রাষ্ট্রপতি ✔
[B] রাজ্যসভার চেয়ারম্যান
[C] নির্বাচন কমিশনার
[D] স্পিকার

48. সংবিধানের রাষ্ট্রের প্রতি নির্দেশাত্মক নীতি কোন অংশে ও ধারায় বর্ণিত হয়েছে?
[A] দ্বিতীয় অংশ (ধারা ৩৬ – ৫১)
[B] পঞ্চম অংশ  (ধারা ১৯ – ২১)
[C] চতুর্থ অংশ (ধারা ৩৬ – ৫১) ✔
[D] তৃতীয় অংশ (ধারা ৩৬ – ৫১)

49. ভারতের রাষ্ট্রব্যবস্থা হল –
[A] আধা সামন্ততান্ত্রিক (Semi – Feudal)
[B] যুক্তরাষ্ট্রিয় (Federal) ✔
[C] একরাষ্ট্রীয় (Unitary)
[D] উপরের কোনোটিই নয়

50. রাষ্ট্রে জরুরি অবস্থা সংক্রান্ত আইন সংবিধানের কোন ধারায় বর্ণিত আছে?
[A] ৩৫২ – ৩৬০ ধারা ✔
[B] ৩৬০ ধারা
[C] ৪৪ ধারা
[D] ৩৫৬ ধারা

51. সংবিধানের কোন ধারায় হিন্দিকে সরকারি ভাষায় স্বিকৃতি দেওয়া হয়েছে?
[A] ৩৫২ ধারা
[B] ৩৬০ ধারা
[C] ৩৪১ ধারা
[D] ৩৪৩ ধারা ✔

52. ভারতীয় সংবিধান অনুযায়ী রাজ্য বিধানসভাগুলি পাস করতে পারে –
[A] সংবিধান সংশোধন
[B] কমিশন পে
[C] রাজ্য সরকারের বার্ষিক বাজেট ✔
[D] কেন্দ্রীয় সরকারের বার্ষিক বাজেট

53. রাষ্ট্রপতির পদ শুন্য হলে কত দিনের মধ্যে তা পূরণ করার জন্য নির্বাচন করতে হবে?
[A] ৩ মাস
[B] ৬ মাস ✔
[C] ১২ মাস
[D] ৯ মাস

54. পঞ্চম তফশিলের অন্তর্গত বিষয়?
[A] নগরপালিকা সংক্রান্ত
[B] রাজ্যসভার আসন সংক্রান্ত
[C] তফশিলিভুক্ত অঞ্চলের প্রশাসন ও নিয়ন্ত্রণের প্রতিবিধান✔
[D] বেতন সংক্রান্ত

55. সংসদে ‘জিরো আওয়ার’ কখন শুরু হয়?
[A] ১২ টা ✔
[B] ৯ টা
[C] ১০ টা
[D] ১১ টা

56. লোকসভার সাধারণ নির্বাচনের পর অধিবেশনের আরম্ভে কে বক্তৃতা দেন?
[A] রাজ্যপাল
[B] রাষ্ট্রপতি ✔
[C] প্রধান বিচারপতি
[D] স্পিকার

57. ভারতের কোন উপরাষ্ট্রপতি সর্বাধিকাল তাঁর পদ অলংকৃত করেছেন?
[A] ভি ভি গিরি
[B] শঙ্করদয়াল শর্মা
[C] জাকির হোসেন
[D] ড. এস রাধাকৃস্নান ✔

58. সংসদের সদস্য নন এমন ব্যক্তি সর্বাধিক কতদিন মন্ত্রীপদে থাকতে পারেন?
[A] ৩ মাস
[B] ৯ মাস
[C] ৬ মাস ✔
[D] ১ মাস

59. সর্বাধিক কত দিনের জন্য প্রাথমিকভাবে রাষ্ট্রপতি শাসন আরোপিত হতে পারে?
[A] ৬ মাস ✔
[B] ১ মাস
[C] রাষ্ট্রপতির ইচ্ছের ওপর নির্ভরশীল
[D] পরবর্তী নির্বাচন অবধি

60. সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানকে কে নিয়োগ করেন?
[A] অর্থমন্ত্রী
[B] স্বরাস্ট্রমন্ত্রী
[C] রাষ্ট্রপতি
[D] লোকসভার অধ্যক্ষ ✔

61. লোকসভার কোন সদস্য তাঁর ইস্তফাপত্র জমা দেন –
[A] প্রধানমন্ত্রীকে
[B] স্পিকারকে ✔
[C] উপরাষ্ট্রপতি
[D] রাষ্ট্রপতিকে

62. ভারতে রাজ্য পুনর্গঠন – সংক্রান্ত আইনটি চালু হয় –
[A] ১৯৫৬ সালে ✔
[B] ১৯৬০ সালে
[C] ১৯৪৫ সালে
[D] ১৯৫৫ সালে

63. ‘আইনের দৃষ্টিতে সবাই সমান’ বলা হয়েছে কোন ধারায়?
[A] ধারা ৪৪
[B] ধারা ১৫
[C] ধারা ১৪ ✔
[D] ধারা ১২

64. ভারতের প্রথম প্রধানমন্ত্রী জিনি তৎকালীন ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্যপদ ছিলেন না তিনি হলেন -
[A] চন্দ্রশেখর সিংহ
[B] জওহরলাল নেহরু
[C] চরণ সিংহ
[D] মোরারজি দেশাই ✔

65. সংবিধানের কোন ধারায় CAG – সম্পর্কিত বিধানসমূহের উল্লেখ আছে?
[A] ১৪৭ নং
[B] ১৪৮ নং ✔
[C] ১১২ নং
[D] ১৩৪ নং

66. তথ্য জানার অধিকার (RTI) সংক্রান্ত আইনটি নিম্নোক্ত কোন রাজ্যে ছাড়া বাকি সর্বত্র প্রযোজ্য?
[A] জম্মু ও কাশ্মীর ✔
[B] ওড়িশা
[C] মণিপুর
[D] উপরের কোনোটিই নয়

67. পঞ্চায়েত গুলি –
[A] কেবল কর ধার্য করতে পারে না
[B] কেবল কর ধার্য করতে পারে
[C] কর,শুল্ক,টোল ইত্যাদি ধার্য এবং আদায় করতে পারে✔
[D] কেবল সরকারী অনুদান পায়

68. রাজ্য তালিকাভুক্ত বিষয়ে সংসদ আইন প্রণয়ন করতে পারে যদি তার প্রয়োগ হয় –
[A] সংখ্যালঘু সম্প্রদায়ের ক্ষেত্রে
[B] জাতীয় স্বার্থে ✔
[C] শিক্ষা ও সামাজিক সুযোগসুবিধার বিষয়ে তুলনামূলক ভাবে অনুন্নত সম্প্রদায়ের স্বার্থে
[D] উপরের কোনোটিই নয়

69. শিক্ষা কোন তালিকাভুক্ত?
[A] রাজ্য তালিকা
[B] কেন্দ্র তালিকা
[C] অযৌথ তালিকা
[D] যৌথ তালিকা ✔

70. কোন রাজ্যের বিধানসভার সদস্যপদ সর্বাধিক?
[A] উত্তরপ্রদেশ ✔
[B] বিহার
[C] মহারাষ্ট্র
[D] মধ্যপ্রদেশ

71. ভারতের সংবিধানের শীর্ষে ব্যাখ্যাকার ও অভিভাবক –
[A] হাইকোর্ট
[B] সংসদ
[C] সুপ্রিমকোর্ট ✔
[D] রাষ্ট্রপতি

72. ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে?
[A] পি এম সঈদ
[B] আবুল কালাম আজাদ
[C] এম হিদায়েতুল্লা
[D] জাকির হুসেন ✔

73. ভারতের প্রথম লোকসভার স্পিকার কে?
[A] গনেশ বাসুদেব মাভলাংকার ✔
[B] রবি রায়
[C] বলরাম জাখর
[D] আশুতোষ মুখার্জী

74. রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে নিয়োগ করেন –
[A] রাষ্ট্রপতি
[B] রাজ্যপাল ✔
[C] প্রধানমন্ত্রী
[D] মুখ্যমন্ত্রী

75. নিম্নলিখিত কমিটির মধ্যে কোনটি সরকারী ব্যায় নিয়মমাফিক হয়েছে কিনা তা দেখে?
[A] পাবলিক আন্ডারটেকিং – সংক্রান্ত কমিটি
[B] এস্টিমেট কমিটি
[C] পাবলিক অ্যাকাউন্টস কমিটি ✔
[D] ওপরের সবগুলিই

76. কোন বিষয়টি যুগ্ম তালিকাভুক্ত?
[A] স্বাস্থ্য ব্যবস্থা
[B] বিমা ব্যবস্থা
[C] কৃষি ব্যবস্থা
[D] শ্রমিক কল্যাণ ✔

77. ভারতীয় সংবিধান সভা সব সিদ্ধান্ত গ্রহণ করেছিল কি ভাবে?
[A] সর্বসম্মত ভাবে ✔
[B] একতা ভাবে
[C] জোটবদ্ধ ভাবে
[D] উপরের সবগুলিই

78. বর্তমানে ভারতীয় সংবিধানে কত গুলি অংশ (Part) আছে?
[A] ১২
[B] ২৫ ✔
[C] ১১
[D] ২১

79. বাক স্বাধীনতা সংবিধানের কততম আর্টিকেলে উল্লেখিত রয়েছে?
[A] ২১ তম আর্টিকেল
[B] ২৭ তম আর্টিকেল
[C] ১৭ তম আর্টিকেল
[D] ১৯ তম আর্টিকেল ✔

80. ভারতীয় সংবিধানের কোন ধারায় যেকোন রকমের অস্পৃশতাকে অসাংবিধানিক হিসেবে ঘোষণা করা হয়েছে?
[A] ধারা ১১
[B] ধারা ৪৪
[C] ধারা ১৭ ✔
[D] ধারা ৩৪৪

ভারতীয় সংবিধান প্রশ্নোত্তরের সম্পূর্ণ পিডিএফের লিংক নীচে রয়েছে


File Details::
File Name: Constitution of India
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 10
File size: 825 KB


2 comments:

Please do not enter any spam link in the comment box