Breaking





Tuesday, July 20, 2021

ভারতীয় অর্থনীতি প্রশ্নোত্তর PDF | Indian Economy Question & Answer in Bengali PDF

ভারতীয় অর্থনীতি প্রশ্নোত্তর | Indian Economy Question & Answer for WBCS,PSC,RAIL,BANK,SSC,ICDS and other Exam 

ভারতীয় অর্থনীতি প্রশ্নোত্তর | Indian Economy Question & Answer for WBCS,PSC,RAIL,BANK,SSC,ICDS and other Exam
ভারতীয় অর্থনীতি প্রশ্নোত্তর
সাফল্য:
নমস্কার বন্ধুরা আজ আপনাদের সাথে শেয়ার করবো, ভারতীয় অর্থনীতি থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ ৬০ টি SAQ প্রশ্ন ও উত্তরের একটি পিডিএফ। যেটি আপনাকে আগত বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভীষনভাবে সাহায্য করবে।

            সুতরাং সময় নস্ট না করে ভারতীয় অর্থনীতি প্রশ্নোত্তর গুলি পড়ে নিন এবং প্রয়োজনে নিচের দেওয়া লিংক থেকে Indian Economy Question & Answer সম্পূর্ণ পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন একদম বিনামূল্যে।

ভারতীয় অর্থনীতি প্রশ্ন ও উত্তর

১. অর্থনীতির জনক বলা হয় – অ্যাডাম স্মিথ

২. কার অধ্যক্ষতায় ১৯৪৭ সালে ‘আর্থিক কার্যক্রম সমিতি’ গঠিত হয় – জওহরলাল নেহরু

৩. পরিকল্পনা কমিশন গঠিত হয় – ১৯৫০ সালে

৪. প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান উদ্দেশ্য ছিল – খাদ্য সমস্যা দূরীকরণ

৫. ভারতীয় অর্থনীতি কে কি বলে – উন্নয়নশীল অর্থনীতি

৬. ‘জওহর রোজগার যোজনা’ কোন পরিকল্পনায় প্রবর্তিত হয় – সপ্তম পরিকল্পনা 

৭. সবুজ বিপ্লবের সূচনাকাল – ১৯৬৪

৮. প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা কোন পরিকল্পনার আওতায় পড়ে – দশম

৯. কত সালে প্রাথমিক শিক্ষা কোষ বিলকে কার্যকরী  - ২০০৪

১০. জাতীয় সাক্ষরতা মিশন শুরু হয়েছিল – ১৯৯৮

১১. ‘টোয়েন্টি পয়েন্ট পোগ্রাম’ কত সালে উদ্ধোধন হ্য়েছিল – ১৯৭৫

১২. কত সালে Bonded Labour System আইন প্রবর্তিত হয় – ১৯৭৭

১৩. NABARD কোথায় অবস্থিত – মুম্বই

১৪.ভারতের প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান কে – এম. এস. আলুওয়ালিয়া

১৫. নীল বিপ্লব কিসের সাথে সম্পর্কিত – মাছ

১৬. কত সালে ‘ফুড কর্পোরেশন অব ইন্ডিয়া’ স্থাপিত হয়েছিল – ১৯৬৫

১৭. ভারতে সবুজ বিপ্লব কথা থেকে শুরু হয়েছিল – পন্থনগর

১৮. কত সালে ‘ন্যাশনাল প্ল্যান অফ অ্যাকশন’ গৃহিত হয় – ১৯৯৫ সালে

১৯. কৃষিজ দ্রব্যের ক্রম এবং উৎকর্ষতার পরিমান কি নির্ণয় করে – ডিরেক্টর অব মার্কেটিং অ্যান্ড ইন্সপেকশন

২০. NAFED কথাটি কিসের সাথে  যুক্ত – কৃষি বিপণন

২১. ‘ভূদান যোজনা’ কে শুরু করেছিলেন – রাজ নারায়ণ

২২. কে ভারতে সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন – এম. এস. স্বামীনাথন

২৩. আগমার্ক বলতে কি বোঝায় – ডিম, মধু, ঘি ইত্যাদির বিশুদ্ধতা নিশ্চিত করার ছাপ

২৪. প্রধান শস্য উত্পাদনের সময় কোনটি – খারিফ ও রবি

২৫. কোন রাজ্যে রাজ্য সরকার Contract Farming কে অনুমোদন দিয়েছে – রাজস্থান

২৬. রাজ্য সরকার কার দ্বারা কৃষি ইনকাম ট্যাক্স স্থির করে – ফাইন্যান্স কমিশন

২৭. কত সালে বর্গাদার আইন পাশ হয় – ১৯৭২ সালে

২৮. জমির সর্বোচ্চ সীমা নির্ধারন আইন পাশ হয় – ১৯৭২

২৯. কোন ধরনের চাল রাজ্যে প্রধান শস্য বলে বিবেচিত হয় – আমন
৩০. কত বছর অন্তর অন্তর ভারতের সেনসাসে জনসংখ্যার পরিমাপ হয় – ১০ বছর

৩১. কোন সময়কালে ভারতে জনসংখ্যা বৃদ্ধি সবথেকে কম হয়েছিল - ১৯১১ – ১৯২১

৩২. সংকল্প প্রজেক্ট কিসের সাথে যুক্ত – অশিক্ষা

৩৩. ভারতে কবে প্রথম জনগণনা শুরু হয়েছিল – ১৮৭২

৩৪. কোন রাজ্যে শিশু মৃত্যুর হার সবথেকে কম – কেরল

৩৫. রিজার্ভ ব্যাঙ্কের আর্থিক নীতির সার কথা কি – নিয়ন্ত্রণ মূলক সম্প্রসারণ

৩৬. ভারতের সবথেকে বড় শিল্পোন্নয়ন ব্যাঙ্ক কোনটি – স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

৩৭. ভারতে প্রথম শিল্পোন্নয়ন ব্যাঙ্ক কত সালে প্রতিষ্ঠিত হয় – ১৯৮০ সালে

৩৮. ‘Smart Money’ শব্দটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় – ক্রেডিট কার্ড

৩৯. কোন ব্যাঙ্কে পার্সোনাল অ্যাকাউন্ট খোলা যায় না – রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

৪০.ক্রেতা সুরক্ষা আইন কত সালে কার্যকরী হয় – ১৯৮৬ 

৪১. সর্বপ্রথম কোথায় বিমা কোম্পানী স্থ্স্পিত হয় – বোম্বাই

৪২. IRDA কবে থেকে আরম্ভ হয় – এপ্রিল, ২০০০

৪৩. ভারতে আর্থিক বছর কোন তারিখ থেকে শুরু হয় – ১ লা এপ্রিল

৪৪. ১৯৬১ সালে গঠিত রাজা চেলিহা কমিটির উদ্দেশ্য কি ছিল – কর ব্যবস্থা সংস্কার করা

৪৫. IFCI কবে গঠিত হয় – ১৯৪৮ সালে

৪৬. কত সালে টাকাকে পূর্ণ রূপে চলতিখাতে পরিবর্তনশীল বলে ঘোষণা করা হয় – ১৯৯৪

৪৭. অন্নপূর্ণা যোজনা কিসের সাথে যুক্ত – জাতীয় বৃদ্ধাবস্থা ভাতা

৪৮. ‘গরিবী হটাও’ কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার স্লোগান ছিল – চতুর্থ

৪৯. ‘সংকল্প’ প্রজেক্টটি কিসের সাথে যুক্ত – এইডস, এইচ. আই. ভি.

৫০. যেকোনো দেশের অর্থনৈতিক পরিমাপের মাপকাঠি কোনটি – GNP

৫১. আমদানি – রপ্তানি ট্যাক্স কি নামে পরিচিত – কাস্টম ডিউটি

৫২. ভারতে কোন ভাইসরয়ের আমলে বাজেট প্রথা চালু হয়েছিল – ক্যানিং

৫৩. ভারতীয় ইনকাম ট্যাক্স হল – ডাইরেক্ট এবং উন্নতিশীল

৫৪. কেলকার টাস্ক ফোর্স কিসের সাথে যুক্ত – ট্যাক্স

৫৫. কে ভারতে প্রথম ব্যয় বা খরচ ট্যাক্স প্রবর্তন করার কথা বলেছিলেন – কলজের

৫৬. ‘রেমি কমিটি’ কিসের সাথে যুক্ত – পরোক্ষ কর

৫৭. ‘অর্থনীতি হল প্রাচুর্যের বিজ্ঞান’ কথাটি কে বলেছেন – রবিন্স

৫৮. কবে ‘টাটা আয়রন অ্যান্ড স্টীল কোম্পানী’ স্থাপিত হয় – ১৯০৭

৫৯. ‘অপারেশন কটির জ্যোতি’ কি – গ্রামীণ বৈদুতিকরণ

৬০.ভারতীয় মানক ব্যুরো কবে স্থাপিত হয় – ১৯৪৭ সালে

প্রশ্ন ও উত্তরের সম্পূর্ণ পিডিএফের লিংক নীচে রয়েছে


File Details:
File Name: Indian Economy Question & Answer
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 05
File Size: 581 KB


No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box